Wednesday, November 16, 2016

জেএসসি পরীক্ষার ১০০% কমন কৃষি শিক্ষা প্রশ্ন তাই কেউ মিস করবেন না!!!

জেএসসি কৃষি শিক্ষা প্রশ্ন
( ঢাকা বোর্ড)
১০০% কমন পরবে ইনশাল্লাহ।
অন্য বোর্ডের ১০০% কমন প্রশ্ন লাগলে বোর্ডের নাম লেখে কমান্ট করুন?
===========================
# জেএসসি__কৃষি____শিক্ষা_2016
(সৃজনশীল ক এবং খ লিখে দিলাম)
# Dhaka_board
1000% sure.
# Writing +MCQ Answer
১।(ক)জেনেটিকাল মডিফাইড ক্রপ কি?
(খ)কাল্টিভার বলতে কি বুঝ।
২।(ক)মিশ্র ফসল চাষ কি?
(খ)শস্য পযায় প্রযুক্তির সুবিদাগুলো কি কি।
৩।(ক)চয়ন প্রজনন কাকে বলে?
(খ)জমিতে ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ করা হয় কেন-ব্যাখ্যা করো।
৪।(ক)মাটি শুধনে ব্যবহিত একটি রাসায়নিক দব্রর নাম লিখ?
(খ)ধান ফসলের বীজতলা তৈরিতে কিরুপ জমি নিবাচন করতে হবে-ব্যাখ্যা করো।
৫।(ক)বাংলাদেশে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কতো?
(খ)প্রতিকূল পরিবেশ সৃষ্টি কারী জলবায়ু গত উপাদানগুলোর নাম লিখ।
৬।(ক) ১টি রাখুসে মাছের নাম লিখ?
(খ) সরাসরি পুকুরে পোনা ছাড়া উচিত নয় কেন।
৭।(ক)মৃত পশুর নাক,মুখ ও পায়ু পথ দিয়ে রক্ত নিগত হয়া কোন রোগের লখন।
(খ)রোগাক্রান্ত পশুর ক্ষেত্রে করনীয় কি কি।
৮। (ক)নার্সারী কি?
(খ) গাছ কি ভাবে পরিবেশ ঠান্ডা রাখে।
৯।(ক)স্টিপ বনায়ন কাকে বলে?
(খ)আমাদের দেশে কৃষি বনায়ন জরুরী কেন।


SHARE THIS

Author:

0 comments: