Thursday, March 30, 2017

Thursday, March 2, 2017

চুল আঁচড়ালেই মৃত্যু ঘটতে পারে যে তরুণীর!

চুল আঁচড়ালেই মৃত্যু ঘটতে পারে যে তরুণীর!

স্কটল্যান্ডের মেগান সট্রুয়ার্ট নামের এক তরুণী 'হেয়ার ব্রাশিং সিনড্রোম'-এ ভুগছেন। চুল আঁচড়ালেই মৃত্যু ঘটতে পারে তার!  তার এ সমস্যার কথা প্রকাশ পায় বছর ছয়েক আগে। চুল আঁচড়ানোর সময় মাথার ত্বকে সামান্য মাত্রার বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন হয়। আর তা ঘটলেই মেগানের মস্তিষ্কের যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। ফলাফল- মৃত্যু!

২০০৮ সালে প্রথম বিষয়টি লক্ষ্য করেন মেগানের মা। কোনো এক দিন মেগান স্কুল যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। চুল আঁচড়াতে গিয়েই দেখা দিলো বিপত্তি। মেগানের হাত থেকে চিড়ুনি পড়ে গেল, তার ঠোঁট বেদনায় নীল হয়ে আসলো। সঙ্গে সঙ্গে ডাকা হলো প্যারামেডিকদের।

গ্লাসগোর ইয়র্কহিল হসপিটালের চিকিৎসকরা জানালেন, এটা এক বিরল মেডিকেল অবস্থা। চুল আঁচড়ালেই মস্তিষ্কসহ দেহের প্রধান প্রত্যঙ্গগুলো তাদের কাজ বন্ধ করে দেয়। বিশেষজ্ঞদের মতে, জন্মগত ত্রুটির কারণে এমনটা হতে পারে। মেগানের জন্মের তিন মাস আগে তার মায়ের প্রি-এক্লেমশিয়া ধরা পড়েছিল বলে সূত্রে জানা যায়। সূত্র: এমিরাটস।

বিডি প্রতিদিন/এ মজুমদার

Wednesday, March 1, 2017

এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান ১০০% কমন প্রশ্ন ফ্রিতে দিলাম তাই কেউ মিস করবেন না!!!

এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান ১০০% কমন প্রশ্ন ফ্রিতে দিলাম তাই কেউ মিস করবেন না!!!

এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান ১০০% কমন প্রশ্ন ফ্রিতে দিলাম তাই কেউ মিস করবেন না!!!