Monday, September 26, 2016

মোবাইলের নেটওয়ার্ক সমস্যায় করণীয়

অন্যের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইলের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। অথচ এমনটা হয় যে, আপনি কাউকে ফোন করবেন কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক পাচ্ছে না কিংবা আপনি ভালোমতো যোগাযোগ করতে পারছেন না কারণ নেটওয়ার্ক সমস্যায় ফোনের লাইন বারবার কেটে যাচ্ছে।

আগের তুলনায় মোবাইল এখন আমাদের আরও বেশি সংস্পর্শে থাকে। মোবাইল এবং নেটওয়ার্ক নিয়ে আপনি যতটা খুশি থাকেন, সব সময় কিন্তু তা ততটা ভালো কাজ নাও করতে পারে।

মোবাইলের নেটওয়ার্ক যদি দুর্বল হয়ে থাকে, তাহলে করণীয় কিছু টিপস

আপনার মোবাইল রেডিও তরঙ্গ ব্যবহার করে একটি মোবাইল টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে অন্য টাওয়ারে প্রেরণ করে এবং অন্য একটি ফোনও একইভাবে সংযুক্ত হয়। মূলত মোবাইল টাওয়ারগুলো সমান দূরত্বে হওয়ার কথা, যাতে ফোনের ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে সহজেই হয় এবং তা নিখুঁত হারিকম্ব কাঠামোর- কিন্তু তা সব ক্ষেত্রে হয় না।

মোবাইল টাওয়ার স্থাপন করা হয় যেখানে সবচেয়ে বেশি বাস্তবিক এবং ব্যবসায়িক সুবিধা রয়েছে সেখানে। শহরাঞ্চলে কাছাকাছি অনেক টাওয়ার থাকে কিন্তু গ্রামাঞ্চলে এর দূরত্ব অনেক বেশি থাকে। টাওয়ার থেকে আপনি যতদূরে অবস্থান করবেন, নেটওয়ার্ক তত দুর্বল থাকবে।

জনসংখ্যার ঘনত্ব অবশ্যই একটা বড় ফ্যাক্টর কিন্তু তারপর কঠিন ভূখণ্ডের ওপর টাওয়ার স্থাপন অতিরিক্ত খরচের ব্যাপার থাকে এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এলাকায় একটি কুদর্শন মোবাইল টাওয়ার স্থাপন প্রায়ই নিষিদ্ধ করা হয়।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি অন্য মানুষ থেকে যতটা দূরত্বে অবস্থান করবেন, মোবাইল নেটওয়ার্ক সে ক্ষেত্রে দুর্বল হবে। পাহাড়-পর্বত, ভবন এমনকি গাছও অনেক সময় নেটওয়ার্ক সংকেতের বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং আপনাকে যদি শক্তিশালী নেটওয়ার্ক পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়, তাহলে জেনে নিন আপনার কী করা উচিত।

মোবাইল বন্ধ করে আবার চালু করুন : যদি মাত্র একবার নেটওয়ার্ক সমস্যার মুখোমুখি হোন, তাহলে মোবাইল বন্ধ করে আবার চালু করাটা এর সমাধান হতে পারে। বন্ধ করে আবার চালু করার ফলে মোবাইল আরেকটি টাওয়ার থেকে সংযোগের জন্য চেষ্টা করতে পারে এবং হতে পারে সেটা আরও শক্তিশালী সিগন্যাল। এ ছাড়া এয়ারপ্লেন মোড চালু করে আবার বন্ধ করার মাধ্যমেও একই সমাধান হতে পারে। কিন্তু ফোনে অন্য কোনো সমস্যা থাকলে তা কল করার জন্য বাধা হয়ে থাকতেই পারে।

মোবাইল চার্জ দিন : আপনার ফোনের চার্জ যদি কম থাকে এবং পাওয়ার সেভিং অপশনটি যদি সক্রিয় থাকে, তাহলে ফোন নেটওয়ার্ক প্রেরণের ক্ষেত্রে এটি কম শক্তির থাকে। সুতরাং মোবাইল চার্জ দিন অথবা যদি তা সম্ভব না হয় তাহলে পাওয়ার সেভিং অপশনটি বন্ধ রাখুন। তবে পাওয়ার সেভিং বন্ধ থাকলে কিন্তু ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে।

স্থান সামান্য পরিবর্তন করুন : মোবাইল আপনি কীভাবে ধরেছেন, সেটার কারণেও সমস্যা হতে পারে। অর্থাৎ মোবাইলের এন্টেনা যদি আপনার হাতে ঢাকা পড়ে থাকে, তাহলে নেটওয়ার্ক দুর্বল হবে। তাই মোবাইল যেভাবে ধরেছেন তা পরিবর্তন করে দেখতে পারেন। কারণ এন্টেনায় হাত থাকাটা যদি সমস্যার কারণ হয়ে থাকে তাহলে এন্টেনা মোবাইলের কোথায় আছে তা খুঁজে বের করাটা হয়তো আপনার পক্ষে সম্ভব নয়।

এ ছাড়া আপনি যদি রুমে থাকেন, তাহলে বাইরে বের হওয়াটাও সমাধান হতে পারে। কারণ অনেক সময় দেয়াল এবং ভবনের ছাদের কারণেও নেওয়ার্ক দুর্বল হতে পারে। সুতরাং রুম থেকে বেরিয়ে কিংবা রুমের জানালা খোলার মাধ্যমেও নেটওয়ার্ক পাওয়াটা সহায়ক হতে পারে।

অনেক সময় কোনো দিকে শুধু কয়েক ফুট হাঁটার মাধ্যমেও নেটওয়ার্কের উন্নতি হতে পারে। কারণ প্রতিফলিত নেটওয়ার্কগুলোর মাধ্যমে সমস্যা হতে পারে। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের প্রভাবেও মোবাইল নেটওয়ার্ক বাধাপ্রাপ্ত হতে পারে। যদি নেটওয়ার্ক বাধাপ্রাপ্তির কোনো সুস্পষ্ট কারণ খুঁজে না পান, তাহলে পায়চারির মাধ্যমে নেটওয়ার্কের উন্নতি দেখতে পারেন।

স্থান অনেক বেশি পরিবর্তন করুন : আপনি মোবাইল টাওয়ার থেকে অনেক দূরে অবস্থানের কারণেও ভালো নেটওয়ার্ক পেতে পারেন। আপনি যদি রাস্তায় থাকেন, তাহলে সবচেয়ে ভালো বিকল্প উপায় হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করে আবার ফোন করার চেষ্টা করুন। কিন্তু আপনি এমন কোথাও আছেন যে, মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছেন না, তাহলে জনসংখ্যা বেশি রয়েছে এমন জায়গায় চলে যান কিংবা উঁচু কোনো স্থান সমাধান হতে পারে।

আপনি যদি কাছাকাছি মোবাইল টাওয়ার দেখতে পান, তারপরও মোবাইল নেটওয়ার্ক দুর্বল হতে পারে। এটা এ কারণে যে সেলুলার ট্রান্সমিটার প্রায়ই একাভিমুখী হয়। সুতরাং টাওয়ারের চারপাশে একটি বৃত্তের মধ্যে হাঁটা শুরু করলে অবশেষে আপনি হয়তো সঠিকমুখীতে নেটওয়ার্ক পেয়ে যেতে পারেন। তবে এটা মেনে চলাটা সময় নষ্টের কারণ হতে পারে কারণ সব টাওয়ার একই ক্যাটাগরির নয়।

ভালো মোবাইল ব্যবহার করুন : এতসব কিছুর পরও যদি আপনার মোবাইলে দুর্বল নেটওয়ার্ক থাকে, তাহলে হতে পারে আপনার মোবাইলে সমস্যা রয়েছে। ভালো নেটওয়ার্ক আছে এমন


SHARE THIS

Author:

0 comments: