Monday, September 5, 2016

এন্ড্রয়েড মোবাইল দিয়ে প্রতিদিন ইনকাম করেন ১০০-২০০ টাকা ১০০% ওয়ার্কিং পোস্ট তাই কেউ দেরী করবেন না।

এন্ড্রয়েড মোবাইল দিয়ে প্রতিদিন ইনকাম করেন ১০০-২০০ টাকা ১০০% ওয়ার্কিং পোস্ট তাই কেউ দেরী করবেন না।

প্রথমে নিচের লিংকে ক্লিক করে এপ্সটি ডাউনলোড করে নিন।
Download earn money apk from here
তার পর সাইনাপ এ ক্লিক করুন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিন নিচে রেফার কোড চাইবে আমার রেফার কোড ব্যবহার করতে পারেন।
আর refferal code -IXMDRF দিন
এই কোড বসালে আপনি ৫০০ কয়েন বোনাস পাবেন তাই অবশ্যই কোডটা বসাবেন।
এটা ব্যবহারের ফলে আপনি কিছু কয়েন বনাস পাবেন।।
apps এ কাজ হলো ভিডিও দেখা, সফটয়ার ডাউনলোড করা আর রেফার করা।
১৮০০ কয়েন হলে মুবাইলে রিচার্জ করে নিতে পারবেন,
১৮০০=১১০টাকা।
১৮০০ কয়েন করতে প্রায় ২/৩দিন লাগবে। কাজ করার ইচ্ছে থাকলে করতে পারেন
আর বিশ্বাস না হলে অন্তত একবার চেস্টা করে দেখুন মাত্র 0.99mb apps, আপনাদের বেশি লস হবে বলে আমার মনে হয়না।আর যে কোন সমস্যায় ফেসবুকে গিয়ে ০১৬২৪০৩০০৮১ নাম্বারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ইনবক্স করবেন আমি সাহায্য করব সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।
টাইগারদের সামনে ইতিহাসের হাতছানি!

টাইগারদের সামনে ইতিহাসের হাতছানি!

চলতি মাসের শেষ থেকেই শুরু হতে যাচ্ছে টাইগারদের ব্যস্ত সময়। প্রায় ৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে খেলবে মাশরাফি বাহিনী।  একটি আফগানিস্তান এবং প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজ। এই সিরিজেই বাংলাদেশের সামনে অপেক্ষা করে আছে ইতিহাস গড়ার সুযোগ! আর তা হলো ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজেদের আরেকধাপ এগিয়ে নেওয়া।

গত বিশ্বকাপ থেকেই মাশরাফি বিন মুর্তজার যোগ্য নেতৃত্বে পুরোপুরি বদলে যায় বাংলাদেশ। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যায় টাইগাররা। ভারতের বিপক্ষে সেই বিতর্কিত ম্যাচ দিয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্রিকেট বিশ্ব বার্তা পায় যে এবার রাজত্ব দখলে আসছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তান ও জিম্বাবুয়েকে ধবলধোলাই; ভারত, দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের অদম্য মানসিকতার পরিচয়। বেড়েছে র‌্যাংকিং। নয় আর দশ নম্বরে জিম্বাবুয়ের সঙ্গে ঘুরপাক খেতে থাকা টাইগাররা এখন সাতে। এখন সুযোগ আর একধাপ এগিয়ে ৬ নম্বরে যাওয়ার।

তাহলে এজন্য কী করতে হবে টাইগারদের? সমীকরণটা একটু কঠিন হলেও টাইগারদের কাছে এখন কিছুই অসম্ভব নয়। ১০১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা। তাদের চাইতে মাত্র ৩ রেটিং পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ছয়ে উঠতে হলে ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে হবে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে চাই একটা সিরিজ জয়। তা যে কোনো ব্যবধানেই হতে পারে।

সব মিলিয়ে টাইগারদের সামনে এখন ইতিহাসের হাতছানি। গত দেড় বছরে অনেক ইতিহাসই সৃষ্টি করেছে ম্যাশ বাহিনী। আফগানিস্তানকে পাত্তা না দিলেও ইংল্যান্ড যতই শক্তিশালী হোক তাদের নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না তামিম-সাকিব-সাব্বিররা। আফটার অল বিশ্বকাপের স্মৃতিটা কিন্তু টাইগারদের পক্ষেই।

Sunday, September 4, 2016

নতুন বিজ্ঞাপনে নায়লা নাঈমের সাথে ক্রিকেটার সাব্বিরের ধামাকা

নতুন বিজ্ঞাপনে নায়লা নাঈমের সাথে ক্রিকেটার সাব্বিরের ধামাকা

স্পোর্টস ডেস্ক : এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার সাব্বির রহমান। বছরের শুরু থেকেই আছেন ফর্মের তুঙ্গে। তবে এবার তিনি খবরে এলেন ব্যতিক্রমী এক কারণে। মাঠের খেলা দিয়ে তো মন কেড়েছেন সকলের। এবার তিনি দর্শকের হৃদয় জয় করলেন ‘অস্কার’ নামক একটি এনার্জি পানীয় একটি নতুন পণ্যের বিজ্ঞাপনচিত্র (টিভিসি)’তে কাজ করে। আর সেখানে

তিনি জুটি বেঁধেছেন হালের জনপ্রিয় মডেল নাইলা নাঈমের সঙ্গে।

যে পণ্যের বিজ্ঞাপনে কাজ দেখা যাচ্ছে সাব্বিরের সেটা হল দেশের বৃহৎ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল’র নতুন কোমল পানীয় অস্কার। মাত্র কিছুদিন আগে বাজারে এসেছে পণ্যটি। এখনো হয়থ খুব একটা পরিচিতি পায়নি। তাই সাব্বিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করে অস্কারের পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এখানের নায়লা নাঈমকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে। যিনি নিখোঁজ ক্রিকেটার সাব্বিরকে খোঁজার দায়িত্ব নিয়েছেন এবং অবশেষে খুঁজে পেয়েছেন। 

৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

রবির আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক

রবির আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক

দেশে আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে এলো মোবাইলফোন অপারেটর রবি। অফারটিকে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের অগ্রগতিতে এক অনন্য সংযোজন হিসেবে দেখছে বলে অপারেটরটটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আজীবন মেয়াদের ইন্টারনেট অফারের আওতায় তিনটি ডাটা প্যাক রয়েছে। ৯৯ টাকায় ৩৫০ এমবি ডাটার অফারটি পেতে *১২৩*৯৯#, ১৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেটের প্যাকের জন্য *১২৩*১৯৯# এবং ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি গ্রহণ করতে #১২৩*২৯৯# কোডে ডায়াল করতে হবে।
প্যাকের মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে।
ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা এই ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকায়। এর সঙ্গে বিভিন্ন চার্জ যুক্ত হবে।
অনেক সময়ই গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদের কেনা ইন্টারনেট প্যাকটি শেষ করতে পারেন না। এতে করে তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে এ সমস্যাটি সমাধানের জন্যই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে রবি।
/এইচএএইচ/এমএনএইচ/

দেখুন, কোন নায়ক কোন ‘নেশা’য় আসক্ত

দেখুন, কোন নায়ক কোন ‘নেশা’য় আসক্ত

বিনোদন ডেস্ক: না, মাদকাসক্তি নয়। বলিউডের হিরোদের নানা রকম ‘নেশা’ রয়েছে। আর সেই ‘নেশা’ অভিনয় জগতের পাশাপাশি অন্য পরিচয়ও দেয় তারকাদের। অবসর বিনোদন নয়, রীতিমতো আসক্তি দেখা যায় এক এক জনের এক একটি বিষয়ে‌। তারই পরিচয় রইল ছবিতে ছবিতে।

শাহরুখ খান: তিনি আইপিএল ক্রিকেট দলের মালিক। কিন্তু তাঁর প্রিয় খেলা ফুটবল। রীতিমতো নেশা। সুযোগ পেলেই বল নিয়ে মাঠে নেমে পড়েন। মুম্বইতে ‘আমেরিকান স্কুল অফ বম্বে’-র মাঠে দুই ছেলেকে নিয়ে ফুটবল খেলতে যান নিয়মিত। শোনা যায়, শুটিং-এর জন্য মুম্বইয়ের বাইরে গেলে সঙ্গে ফুটবল নিয়ে যান কিং খান।

সালমান খান: ছোট থেকেই ছবি আঁকতে ভালবাসেন। এখন এত ব্যস্ততার মাঝেও ঠিক রং-তুলির জন্য সময় বের করে নেন। ক্যানভাসে ফুটে ওঠে তাঁর শিল্প। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু ছবি নিয়ে প্রদর্শনী হয়ে গিয়েছে। হাজার চাপের মধ্যে তাঁকে মানসিক শান্তি দেয় ছবি আঁকা।

হৃতিক রোশন: তিনি বলিউডের অভিনেতা। কিন্তু তাঁর লক্ষ্য ছিল গায়ক হওয়া। সেটা মনের টান। তাই অভিনেতা হিসেবে সাফল্যের শীর্ষে উঠেও গান গাওয়া ছাড়েননি। সুযোগ পেলেই ডুবে থাকেন সঙ্গীতচর্চায়। অবসর সময়ে এবং শুটিং-এর ফাঁকে সুযোগ পেলেই দল বেঁধে গানের লড়াইয়ে মেতে ওঠেন গায়ক হৃতিক।

অক্ষয় কুমার: তার আসক্তি

জিমন্যাস্টিক্স এবং কিক বক্সিং-এ। শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও ফিট থাকতেই পছন্দ করেন অক্ষয়। আর সেই ফিট থাকাটা রীতিমতো আসক্তি তাঁর। ভার্সোভাতে তাঁর ফ্ল্যাট আসলে যেন একটা জিম। অবসর পেলেই ছেলে আরভকে সঙ্গে নিয়ে লেগে পড়েন ফিট থাকার সাধনায়।

শাহিদ কপূর: তার ইচ্ছা ছিল ডিজে হবেন কিন্তু খ্যাতি পেয়ে গিয়েছেন অভিনেতা হিসেবে। কিন্তু নেশা ছেড়ে দেওয়া কি অতই সহজ! একটা সময়ে এক বন্ধুর নাইটক্লাবে নাকি নিয়মিত ডিজে হিসেবে পারফর্ম করতেন। ডিজেয়িং শিখেও নেন। এখন আর সেটা হয় না, কিন্তু বাড়িতেই ডিজে কনসোল কিনে নিয়েছেন। সেখানে চর্চা চলে। তার পাশাপাশি কোনও পার্টিতে গেলেই একবার কনসোলের পিছনে তাঁকে দেখা যায়।

জন আব্রাহাম: বেস্ট ফ্রেন্ড তাঁর বাইক। কলেজজীবন থেকেই বাইকের প্রতি তাঁর আসক্তি। একটা সময় নাকি বাইকে চেপেই খাওয়া-দাওয়া করতেন। এমনকী ঘুমিয়েও পড়তেন। একটু বিশ্রাম নিয়ে আবার বাইক চালাতেন। এখন অতটা না সম্ভব হলেও বাইক-প্রীতি একটুও কমেনি। বাইক নিয়ে স্টান্ট করাও তাঁর নেশা। বিভিন্ন বাইকারস্‌ ক্লাবের সঙ্গেও যুক্ত জন।

ফারহান আখতার: তার গিটারের নেশা মারাত্মক। গিটার অন্ত প্রাণ ফারহান। প্রতি ছ-মাস অন্তর নতুন গিটার কেনা চাই-ই চাই। বাড়িতে একটা ঘর নাকি শুধু গিটারে ভর্তি। যখন যে গিটারটা ইচ্ছে হয় সেটা নিয়ে বাজানোয় মেতে ওঠেন। বন্ধু-বান্ধবদের কয়েকটি ব্যান্ড রয়েছে। তাঁদের সঙ্গেও গিটার বাজাতে চলে যান ছুটি পেলে।

রণবীর সিং: লং ড্রাইভে যাওয়াটা নেশা রণবীর সিংহের। কাজের চাপ থেকে নিজেকে রিফ্রেশ করতে গাড়ি নিয়ে অজানা দূর পথে বেরিয়ে পড়েন রণবীর। শোনা যায় রণবীর বেশ পেটুকও। তাই লং ড্রাইভ মানেই কোনও ধাবায় গিয়ে খাওয়াটা রণবীরের আর এক আসক্তি। বন্ধু-বান্ধবদের নিয়ে হইচই করলেই মুড রিফ্রেশ হয়ে যায়।

সাইফ আলি খান: তার বই পড়তে ভালবাসেন। সবথেকে প্রিয় কমিক্‌স। শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই বই নিয়ে বসে পড়েন। এটা বলিউডের সবাই জানে। বাড়িতেও কাজ নেই মানে বইয়ে মুখ গুঁজে বসে পড়েন। আর যত কাজই থাকুক দিনের একটা সময় বইয়ের জন্য নির্দিষ্ট থাকে। এমনকী জন্মদিনে কেউ উপহার দিতে চাইলে সেফ কমিক্‌স চেয়ে নেন।

রণবীর কপূর: বাবা ঋষি কপূর একটা অ্যানালগ ক্যামেরা কিনে দিয়েছিলেন। সেটা নিয়েই হাতেখড়ি। আর কবে যেন ছবি তোলাটা নেশা হয়ে যায়। এখন নিজে দামি ডিএসএলআর ক্যামেরা কিনেছেন। সুযোগ পেলেই হল, ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তো বটেই সর্বক্ষণের সঙ্গী ক্যামেরা নিয়ে দেশ-বিদেশের ছবি তোলাও তাঁর নেশা।-এবেলা

চিত্রনায়ক রিয়াজের মায়ের ইন্তেকাল

চিত্রনায়ক রিয়াজের মায়ের ইন্তেকাল

চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।
 
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আরজুমান আরা।  
 
রিয়াজের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার যশোরের পারিবারিক কবরস্থানে আরজুমান আরাকে সমাহিত করা হবে।
 
মায়ের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ।

'রক্ত'র টিজারে অ্যাকশন লেডি পরীমনি

'রক্ত'র টিজারে অ্যাকশন লেডি পরীমনি

শীর্ষ নিউজ, ঢাকা: ক্যারিয়ারে এখনও তেমন কোনো ব্যবসাসফল সিনেমা নেই। তবে নিজেকে ভালো নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমনি।

সোমবার মুক্তি পেয়েছে তার পরবর্তী সিনেমা 'রক্ত'র টিজার। সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত।

আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। এতে পরিচালক ওয়াজেদ আলী সুমন অন্য এক পরীমনিকে হাজির করেছেন। এখানে পরীর নায়ক নবাগত রিক্ত রোশন।

১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে ধুন্ধুমার অ্যাকশন দেখা গেছে। সিনেমায় বলা যায়, পরীমনিই নায়ক। কেননা অধিকাংশ সিনেমাতে নায়কদের অ্যাকশন চরিত্রে দেখা যায়। এখানে পরীমনিকে সেই ভূমিকাতে দেখা যাবে।

পরীমনি-রোশন ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

শীর্ষ নিউজ/এ

Saturday, September 3, 2016

Katrina sleeping  video leaked in Internet

Katrina sleeping video leaked in Internet

I think it was one of fatigue on the eyes. But who knew he would be leaked picture that netaduniyaya! But the heroine want or not want, it is. At the moment viral sleeping Photo Katrina.

Since the days of his "love of deaf casamara is sinepremira maje. He is, however, still stopped craze. Jane Y. Song talei still dancing. In fact, many times on film promotion is not playing any khamatii Katrina. Sidharth Malhotra partner. The film has two campaign around Calcutta. Kolkata tram that tradition, he went to the room the two single width nacaganao. Less than that for the sake of promotion is not running. So the usual fatigue eyes closed. Dudanda fell asleep or was to be relaxed, or NAP. But the private moments that will spread netaduniyaya may not be aware.

But did you do that? Baliparara prominent heroines sleeping pictures leaked to the Net Working himmatai or there! While the relationship with Ranbir Kapoor was caught in front of the camera once paparatjidera. Is something like that again? Many people assume that if, in fact siddhartharai celebrity. Katrina has exposed film is sleeping. What did he do it? What should be the heroine sleeping pictures publicly? Your judgment.

Source: Daily News

Friday, September 2, 2016

Tisha acting role of genes

Tisha acting role of genes

The story is played by a different kind of artists. Shankari shopkeepers are to keep themselves in the market, sometimes Bohemian village girl. The audience in the attempt to stop identity with the character of something like this.

The continuation of Jim and Jimmy called Nusrat Imroz Tisha made a drama starring Gene botalabandi. It is written and directed montasira marketing.

The play can be seen in the story of the ordinary had twenty foot gym, a writer by profession. There is no end of problems in his life. Every stage of life has been a joke with him. Jim wants to change the lives of heart. A glass bottle gives up his life suddenly changed. Because one has to pick up the botalatite jinakanya. This story goes on through the genes with different drama.

The film context Tisha said, "This is the first time such a role was played. It has some great experience. Imagine yourself during the shooting of Jean Hussey said. I hope the story of the play the audience will be amused

Publish a new teaser to new discussion in basagiri

Publish a new teaser to new discussion in basagiri

After the publication of the new teaser discussion Shakib-bubalira 'basagiri' image. Friday (September) at midnight Khan Films produced the film for 1 minute, 48-second teaser was released. Shamim Ahmed Rony directed basagiri image tijare Shakeeb new look, with romance and action Shakeeb Newcomer bubalira view with the audience, um.

Some of the old house at the scene tijare kin has been aorate dialogue. Her previous film has been successful for some businesses. In addition, Thailand has been found in different locations bubalira silver screen chemistry with the music scene in this exciting new partnership.

Moreover teaser Amit Hasan horrible at first glance appear as the 'Holly, I do not like the color, I like the Holy Blood and Shakeeb "water in arm with both panga same date and same with the boss' has been praised dayalagaguloo. I was shocked because the end of the performance while at the same time, "Abe before you see the trailer, the film when I see the movie! 'Total' basagirira first lukai it is going to be an action-romantic-comedy full of savory commercial picture.

"Basagiri film also starred Shakib-bubali rajatabha Dutt, Amit Hasan, Sadek Bachchu, Mizan and others is getting. The film will be released nationwide next Friday.

Again use free internet in Android with gp sim

Again use free internet in Android with gp sim

At first credit the post to Apu DB
Let's go firstly download droidvpn apk from here Download droidvpn from here
Then make a config
Make Config:
Name: Free Net
Proxy: 10.128.1.2
port: 80
APN: gpmms
Then Create an account From Here
Signup from here
Now install it and open.
1. login with your email and password.
2. select server
3. now click for chose a good working server.
4. After that you can selete many server which is free for you. i suggest you for select Netherlands server. its good
Press on connect and just wait until it will connected
You can use free unlimited using internet by gp sim & it is 100 mb limited for everyday.
Thanks everybody & stay with us.
Breaking News: India's all tv channel Ban as soon

Breaking News: India's all tv channel Ban as soon

Pakistan's electronic media, government regulatory agencies in the country has banned all Indian channels. A few days ago, the Baloch in Balochistan, Pakistan and India began a radio broadcast. Then the Indian channel campaign was such a strong Pakistan.
The government of Pakistan has stated that, next October 15 in the Indian DTH (direct-to-home-with that of satellite TV channels to the customer provides the information) to close the business. If any DTH business within the period prescribed by the government in this direction does not mean, however, that the government will take action against them.
Indian DTH-off with Pakistan is going to start its DTH business. According to Pakistani sources said such an Indian news media.
The Indian Channels Pakistani authorities as a reason to stop preaching "Right landing" or having the right to broadcast mentions. According to Pakistani authorities, the Indian DTH business, their instructions have been given all kinds of activities to suppress the proper authorities.
According to Pakistani media, Pakistan has been sold three million Indian DTH. Indian DTH to stop it, as well as new business will be completely closed.