স্পোর্টস ডেস্ক : এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার সাব্বির রহমান। বছরের শুরু থেকেই আছেন ফর্মের তুঙ্গে। তবে এবার তিনি খবরে এলেন ব্যতিক্রমী এক কারণে। মাঠের খেলা দিয়ে তো মন কেড়েছেন সকলের। এবার তিনি দর্শকের হৃদয় জয় করলেন ‘অস্কার’ নামক একটি এনার্জি পানীয় একটি নতুন পণ্যের বিজ্ঞাপনচিত্র (টিভিসি)’তে কাজ করে। আর সেখানে
তিনি জুটি বেঁধেছেন হালের জনপ্রিয় মডেল নাইলা নাঈমের সঙ্গে।
যে পণ্যের বিজ্ঞাপনে কাজ দেখা যাচ্ছে সাব্বিরের সেটা হল দেশের বৃহৎ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল’র নতুন কোমল পানীয় অস্কার। মাত্র কিছুদিন আগে বাজারে এসেছে পণ্যটি। এখনো হয়থ খুব একটা পরিচিতি পায়নি। তাই সাব্বিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করে অস্কারের পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় প্রাণ-আরএফএল গ্রুপ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এখানের নায়লা নাঈমকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাচ্ছে। যিনি নিখোঁজ ক্রিকেটার সাব্বিরকে খোঁজার দায়িত্ব নিয়েছেন এবং অবশেষে খুঁজে পেয়েছেন।
৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি
0 comments: