Friday, November 25, 2016

পিএসসি পরীক্ষার গণিত ১০০% কমন সাজেশন!!!

প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত
বহু নির্বাচনী প্রশ্ন
Imran Hossain
Teacher: Eqra Child Cadet Academy
Mo:01737872289
১। সঠিক উত্তরে টিক দাও।
১। ৭/৫ কে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল ১ হবে?
ক. ৫/৭
খ. ৩৫/২৫
গ. ৭/৫
ঘ. ১/৫
২। ৬টি বইয়ের প্রতিটির ওজন ০.৪ কেজি হলে, ৬টি বইয়ের ওজন কত?
ক. ৩ কেজি
খ. ২.৪ কেজি
গ. ১.৪ কেজি
ঘ. ৩.৪ কেজি
৩। আগস্ট মাসের গড় তাপমাত্রা ৩২0সে.। আগস্ট মাসের তাপমাত্রার সমষ্টি কত?
ক. ৬৪০0সে খ. ৯৯২0সে
গ. ৯২৯0সে ঘ. ৯৯০0সে
৪। ০.৩*০.০৩*০.০০৩ = ?
ক. ০.০০২৭
খ. ০.০০০২৭
গ. ০.০২৭
ঘ. ০.০০০০২৭
৫। ১টি বইয়ের ওজন ১২০ গ্রাম হলে, ৯০টি বইয়ের ওজন কত কেজি?
ক. ১০.৮
খ. ১০৮
গ. ১০৮০
ঘ. ১.০৮
৬। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটির ক্ষেত্রফল নির্ণয়ের অনুরূপ?
ক. আয়ত খ. বর্গ
গ. রম্বস ঘ. বৃত্ত
৭। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
ক. ৩০ খ. ২৮
গ. ২৯ ঘ. ৩১
৮। উপাত্ত দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যম কোনটি?
ক. উপাত্ত খ. লেখচিত্র
গ. সারণি ঘ. স্তম্ভ
৯। একটি গ্রামের আয়তন ৫০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব ২৩। ওই গ্রামের মাথাপিছু জমির পরিমাণ কত?
ক. ৪ খ. ৩
গ. ৬ ঘ. ৫
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ
১০। রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করলে গড় পাওয়া যাবে?
ক. যোগ খ. বিয়োগ
গ. গুণ ঘ. ভাগ
উত্তর : ভাগ
১১। কতগুলো রাশির সমষ্টি পেতে হলে রাশিগুলোর সংখ্যা দ্বারা রাশিগুলোর গড়কে কী করতে হবে?
ক. যোগ খ. বিয়োগ
গ. গুণ ঘ. ভাগ
উত্তর : গুণ
১২। রবিন ও তুহিনের গড় বয়স ২০ বছর। তুহিনের বয়স ২৫ বছর হলে, রবিনের বয়স কত?
ক. ১২ খ. ১৫
গ. ২২ ঘ. ২৪
উত্তর : ১৫
১৩। একই জাতীয় একাধিক রাশির গড়
ক. রাশিগুলোর যোগফল — রাশিগুলোর সংখ্যা
খ. রাশিগুলোর যোগফল – রাশিগুলোর সংখ্যা
গ. রাশিগুলোর যোগফল + রাশিগুলোর সংখ্যা
ঘ. রাশিগুলোর যোগফল - রাশিগুলোর সংখ্যা
উত্তর : রাশিগুলোর যোগফল — রাশিগুলোর সংখ্যা
১৪। রাশিগুলোর যোগফল =
ক. গড় – রাশিগুলোর সংখ্যা
খ. গড় — রাশিগুলোর সংখ্যা
গ. গড় + রাশিগুলোর সংখ্যা
ঘ. গড় - রাশিগুলোর সংখ্যা
উত্তর : গড় – রাশিগুলোর সংখ্যা
১৫। কোনো রাশির গড় মান জানা থাকলে রাশিগুলোর সমষ্টি নির্ণয় করতে কোনটি জানা প্রয়োজন?
ক. রাশিগুলোর বিয়োগফল
খ. রাশিগুলোর গুণফল
গ. রাশিগুলোর ভাগফল
ঘ. রাশিগুলোর সংখ্যা
উত্তর : রাশিগুলোর সংখ্যা
১৬। নিচের কোনটি সংখ্যা?
ক. ০ খ. >
গ. = ঘ. ( )
উত্তর : ০
১৭। ‘সংখ্যা প্রতীক’ কয়টি?
ক. ৭ খ. ৯
গ. ৮ ঘ. ১০
উত্তর : ১০
১৮। ‘প্রক্রিয়া প্রতীক’ কোনটি?
ক. [ ] খ. ৭
গ. – ঘ. <
উত্তর : –
১৯। ‘সম্পর্ক প্রতীক’ কোনটি?
ক. + খ. –
গ. = ঘ. শু
উত্তর : =
২০। সংখ্যা প্রতীককে নিচের কোনটি বলা হয়?
ক. প্রতীক খ. সম্পর্ক
গ. প্রক্রিয়া ঘ. অঙ্ক
উত্তর : অঙ্ক
২১। নিচের কোনটি সঠিক নয়?
ক. (৪৮গু৬)–৫=৪৮গু(৬–৫)
খ. ১৭ একটি মৌলিক সংখ্যা
গ. ১২ ও ১৫-এর গ.সা.গু ৩
ঘ. ৯, ৩ দ্বারা বিভাজ্য
উত্তর : (৪৮গু৬)–৫=৪৮গু(৬–৫)
২২। ষোলোকে ষোলো দ্বারা গুণ করে তা থেকে ষোলো বিয়োগ করলে কত হয়?
ক. ২৫৬ খ. ২৪০
গ. ১৬০ ঘ. ০
উত্তর : ২৪০
২৩। নিচের কোনটি সঠিক?
ক. ৬–৭ < ৪২ খ. ৪–৭ > ২৮
গ. ৬–৩০ গ্গ ১৮০ ঘ. ৪৫গু৩ = ১৫
উত্তর : ৪৫গু৩ = ১৫
২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :
ক. ৪৬৮৫
-৮৯#
=৩৭৮৫ এই অংকের # কত হবে?
খ. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
গ. চার প্রক্রিয়া বলতে কী বোঝায়?
ঘ. ঐকিক নিয়ম কাকে বলে?
ঙ. গুণনীয়কের অপর নাম কী?
চ. অঙ্ক কাকে বলে?
ছ. প্রতীকের সাহায্যে প্রকাশ করো : পাঁচ কোটি বায়ান্ন লক্ষ সত্তর হাজার সাত।
জ. ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো বলতে কী বোঝায়?
ঝ. গাণিতিক বাক্য কাকে বলে?
ঞ. অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
উত্তর :
ক. শূন্যস্থানে ‘০’ হবে।
খ. ভাগফল = ভাজ্য গু ভাজক
ভাজক = ভাজ্য গু ভাগফল
গ. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ
ঘ. প্রথমে একটি রাশির মান বের করে পরে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
ঙ. উত্পাদক
চ. সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীকগুলোকে অঙ্ক বলে।
ছ. ৫, ৫২, ৭০, ০০৭
জ. ছোট থেকে বড় মানে সাজানো
ঝ. গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়
ঞ. খোলা বাক্য বলে।
যোগ্যতাভিত্তিক অংক
১। একটি খুঁটির ১৬ অংশ কাদায় ও ১২ অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার।
ক. কাদায় ও পানিতে কত অংশ আছে?
উত্তর : ১৩ অংশ
খ. পানির ওপরে কত অংশ আছে?
উত্তর : ১৩ অংশ
গ. খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ৬ মিটার
ঘ. পানিতে যতটুকু আছে তার দৈর্ঘ্য কত? উ : ৩ মি. ২
অথবা,
৬/৫, ২/৩, ৯/১০ ও ৫/৭ চারটি ভগ্নাংশ।
ক. প্রথম ২টি ভগ্নাংশের গুণফল কত?
উত্তর : ৪

খ. ২য় ও ৩য় ভগ্নাংশের ভাগফল কত?
উত্তর : ২০২৭
গ. প্রদত্ত ভগ্নাংশগু
প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত
বহু নির্বাচনী প্রশ্ন
Imran Hossain
Teacher: Eqra Child Cadet Academy
Mo:01737872289
১। সংখ্যা প্রতীক কয়টি?
ক. ১০টি খ. ৮টি
গ. ১১টি ঘ. ৬টি
উত্তর : ১০টি
২। প্রক্রিয়া প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৪টি
গ. ৭টি ঘ. ১০টি
উত্তর : ৪টি
৩। অজানা সংখ্যা নির্দেশ করতে কী প্রতীক ব্যবহার করা হয়?
ক. সংখ্যা প্রতীক
খ. অক্ষর প্রতীক
গ. সম্পর্ক প্রতীক
ঘ. বন্ধনী প্রতীক
উত্তর : অক্ষর প্রতীক
৪। সম্পর্ক প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
উত্তর : ৬টি
৫। কোনটি সম্পর্ক চিহ্ন নয়?
ক. < খ. =
গ. + ঘ. ≥
উত্তর : +
৬। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকসংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
ক. সম্পর্ক প্রতীক
খ. খোলা বাক্য
গ. গাণিতিক বাক্য
ঘ. মৌলিক সংখ্যা
উত্তর : খোলা বাক্য
৭। কোনটি বিশেষ প্রতীক?
ক. ( ) খ. +
গ. ঘ. <
উত্তর :
৮। কোনটি সম্পর্ক প্রতীক?
ক. ( ) খ. >
গ. + ঘ. ÷
উত্তর : >
৯। কোনটি অক্ষর প্রতীক?
ক. ক
খ. +
গ. ÷
ঘ. <
উত্তর : ক
১০। > এর অর্থ কী?
ক. বড় নয় খ. ছোট
গ. বড় ঘ. সমান
উত্তর : বড় নয়
১১। ≤ এর অর্থ কী?
ক. ছোট খ. বড়
গ. সমান ঘ. ছোট বা সমান
উত্তর : ছোট অথবা সমান
১২। ‘[ ]’ প্রতীকটি নিচের কোন বন্ধনী প্রতীক?
ক. প্রথম বন্ধনী
খ. দ্বিতীয় বন্ধনী
গ. তৃতীয় বন্ধনী
ঘ. কোনোটি নয়
উত্তর : তৃতীয় বন্ধনী
১৩। তোমার মামাবাড়ির তিনটি আমগাছ থেকে ১০টি করে আম পেড়ে তোমাদের ৬ ভাইবোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে এর সমাধান প্রক্রিয়া কী হবে?
ক. (৩x১০) ÷ ৬
খ. (৩+১০) ÷ ৬
গ. (৩x৬) ÷ ১০
ঘ. (৩+৬) ÷ ১০
উত্তর : (৩–১০) ÷ ৬
১৪। (৩৬ ৪) – ৫-৭ = ৩৮ হলে খালি ঘরে কোন চিহ্ন বসবে?
ক. x খ. +
গ. ÷ ঘ. -
উত্তর : ÷
১৫। অক্ষর প্রতীকের কোন মানের জন্য নিচের খোলা বাক্যটি সত্য হবে?
(ক + ৬) ÷ ৩ = ১২
ক. ১০ খ. ১২
গ. ১৮ ঘ. ৩০
উত্তর : ৩০
১৬। পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগফলকে তিন দিয়ে গুণ করলে গুণফল কত হবে?
ক. ৩০ খ. ৪৫
গ. ৬০ ঘ. ৭৫
উত্তর : ৪৫
১৭। ১৫ + < ১০+১৫ গাণিতিক বাক্যটিতে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ৫ খ. ১০
গ. ২০ ঘ. ২৫
উত্তর : ৫
১৮। নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের মূল একক?
ক. মিটার
খ. সেন্টিমিটার
গ. লিটার
ঘ. গ্রাম
উত্তর : মিটার
১৯। ৩৬ সেন্টিমিটার ৮ মিলিমিটারকে একসঙ্গে মিলিমিটারে প্রকাশ করলে কত হবে?
ক. ৩৬০ মিলিমিটার
খ. ৩৬৮ মিলিমিটার
গ. ৩৬৬ মিলিমিটার
ঘ. ৩৩৮ মিলিমিটার
উত্তর : ৩৬৮ মিলিমিটার
২০। কিলোমিটার মূল একক মিটারের কত গুণ?
ক. দশ
খ. হাজার
গ. শত
ঘ. দশ হাজার
উত্তর : হাজার

#PSC_2016

বিষয়: গনিত

পাটি গনিত :

২ = [১২***] .

৩ (ক) = [১০***,১১***,১২***]

৩ (খ) = [১৩***,১৮***]

৪ = [৫***,১০***]

৫ = [১৩***,১৪]

৭ (ক)=১৪**

৭ (ঘ) =১৫*** ৯

অনুশীলনী: ৭(ঘ) এর - ১৫ নং

অনুশীলনী: ৫ এর - ৫ নং

পেজ নঃ ১১৩ এর উদাহরণ - ৯

অনুশীলনী--৫ : ১৩, ১৫ নং,,

অনুশীলনী--৭ (গ) : ৬, ৮ নং,,

অনুশীলনী--৮ (খ) : ৮, ১০ নং ,,

অনুশীলনী--৯ : ৬, ১৪ নং

২১পৃঃ-৩,৪

৬৩পৃঃ-৭,১৪

৯০পৃঃ-৮,১০

১০৪পৃঃ-৩,১১ 


SHARE THIS

Author:

0 comments: