আন্তর্জাতিক ডেস্ক: ভোট পুনর্গণনার দাবিটা উঠেই গেল। যার জেরে বিপাকে পরতে পারেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে পপুলার ভোট কম পেয়েও ইলেক্টোরাল ভোট বেশি পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয় অনেকেই মেনে নিতে পারেননি।
বেশ কয়েকটি রাজ্যে অল্প ব্যবধানে জিতেছেন ট্রাম্প।
সেই রাজ্যগুলোতে ভোট পুনর্গণনা করার দাবি উঠেছে। অবশেষে উইসকনসিন প্রদেশে আবার ভোট গণনার অনুরোধ করেছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেন। রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে শুক্রবার তিনি এই আবেদন করেছেন।
তাছাড়া মিশিগান এবং পেনসিলভিনিয়াতেও আবার ভোট গণনা করতে বলেছেন তিনি। তবে উইসকনসিনে আবার ভোট গণনার পর যদি দেখা যায় যে হিলারি জিতে গিয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্ট হওয়া আটকাবে না ট্রাম্পের। কারণ সেক্ষেত্রে মাত্র ১০ জন ইলেক্টোরাল ভোট জোগাড় করতে পারবেন হিলারি। আসন সংখ্যার বিচারে ট্রাম্প অনেক এগিয়ে।-আজকাল
২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ
0 comments: