ক অংশ
১. আনোয়ার ও মনোয়ার দুই বন্ধু। ইসলামের
বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল।
আনোয়ার বলল,
পৃথিবীর জীবনই সবকিছু। মৃত্যুর
পরে আর কিছু নেই। একথা শুনে মনোয়ার
বলল,
দুনিয়ার সকল কাজকর্মের জন্য আমাদের
জবাবদিহি TipsRain.Com
করতে হবে।
ক. কিয়ামত শব্দের অর্থ কী? ১
খ. মহানবী (সা.)-এর শাফাআত ছাড়া
জান্নাত লাভ
সম্ভব নয়- ব্যাখ্যা কর। ২
গ. আনোয়ারের ধারণা কোন বিশ্বাসের
পরিপন্থী?
ব্যাখ্যা কর। ৩
ঘ. মনোয়ারের বক্তব্যের যথার্থতা
ইসলামের
আলোকে বিশ্লেষণ কর।৪
২. রুখসাত মিয়া লোকদেরকে বিপদে
ফেলার জন্য
তাদের গোপন বিষয় অন্যদের নিকট প্রকাশ
করে
দেয় এবং অন্যের গচ্ছিত
সম্পদ যথাসময়ে মালিককে ফেরত দেয় না।
তার স্ত্রী
রুহানা বেগম বললেন, তোমার কর্মকাণ্ড
হাদিসের TipsRain.Com
পরিপন্থী।
ক. তাকদির শব্দের অর্থ কী? ১
খ. প্রতারণা বর্জনীয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. রুখসাত মিয়ার আচরণের মাধ্যমে কোন
বিষয়টি
প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।৩
ঘ. রুহানা বেগমের মন্তব্যটি সংশ্লিষ্ট
হাদিসের TipsRain.Com
আলোকে বিশ্লেষণ কর। ৪
৩. মিজান সাহেব ভুলবশত পাপের কাজ
করে ফেলেন।
তার বন্ধু মনসুর সাহেব বললেন, আপনার
কাজের
জন্য পরকালে হিসাব
দিতে হবে। মিজান সাহেব বলেন, তা হবে
কেন?
বিষয়টি নিয়ে মসজিদের ইমাম সাহেবের
নিকট গেলেTipsRain.Com
তিনি কোরআনের উদ্ধৃতি
দিয়ে বলেন, আল্লাহ বলেছেন, এবং আমি
অবশ্যই
অতি ক্ষমাশীল তার প্রতি, যে তাওবা
করে, ইমান
আনে, সৎকাজ করে ও
সৎপথে অবিচল থাকে। (ত্বহা-২০:৮২)
ক. হাসিবুন শব্দের অর্থ কী? ১
খ. আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। ব্যাখ্যা
কর। ২
গ. মিজন সাহেবের ধারণা কোরআন ও
হাদিসের সাথে
কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমাম সাহেবের বক্তব্য ইসলামের
আলোকে TipsRain.Com
বিশ্লেষণ কর। ৪
৪. মাহফুজ সাহেব ২০১১ সালে পূর্ণ এক বছর
যাবৎ
দশ লক্ষ টাকার মালিক ছিলেন এবং বছর
শেষে
২০১২ সালে কিছু টাকা
মসজিদ নির্মাণে জাকাত হিসেবে দান
করেন। তার
বন্ধু মাহবুব সাহেব বলেন, যথাযথ নিয়মে
আপনার
সম্পদের জাকাত আদায়
করতে হবে। কারণ, কোরআনে জাকাত
প্রদানের
খাতসমূহ নির্ধারিত।
ক. জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কোনটি?
১
খ. জাকাত দিলে মাল পবিত্র হয়। ব্যাখ্যা TipsRain.Com
কর। ২
গ. ২০১২ সালে মাহফুজ সাহেবকে কত টাকা
জাকাত
দিতে হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মাহফুজ সাহেবের জাকাত আদায়
হয়েছে কি?
বিশ্লেষণ কর। ৪
খ অংশ
৫. জনাব এম মিয়া তার মেয়ের বিয়েতে
এলাকার
নামিদামি লোকদের দাওয়াত দেন।
নির্ধারিত দিনে
হাজার হাজার লোকের সমাগম
হয়। এদের মধ্যে যারা নোংরা পোশাকে TipsRain.Com
এসেছিল,
তিনি তাদেরকে দূর দূর বলে তাড়িয়ে দেন।
ক. অহংকারের স্তর কয়টি? ১
খ. আখলাকে যামিমা বলতে কী বোঝায়? ২
গ. জনাব এম মিয়ার আচরণে কী প্রকাশ
পেয়েছে?
ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব এম মিয়ার আচরণের পরিণতি
কোরআন ও
হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৬. জুমার খুতবায় মসজিদের ইমাম সাহেব
বলেন,
কোনো এক রাতে ইবাদত হাজার মাসের
ইবাদতের
চেয়ে উত্তম। খুতবা থেকে TipsRain.Com
যায়েদের ধারণা হল, এ রাতের ইবাদত অতি
গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত সওয়াব লাভের
উপায়।
এর পরিপূর্ণ ফজিলত পেতে হলে
সারা বছরের অন্যান্য ইবাদত পালন করা
উচিত?
ক. তারতিল কাকে বলে? ১
খ. কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত।
বুঝিয়ে
লেখ। ২
গ. ইমাম সাহেব এক রাতের ইবাদত বলতে
কোন
রাতকে বুঝিয়েছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. যায়েদের ধারণার পক্ষে তোমার বক্তব্য
কোরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
৪
৭. রাফিন ও শাফিন মাতৃহীন দুই সহোদর।
পিতা TipsRain.Com
বিদেশে অবস্থানের কারণে তারা
বিপথগামী হয়।
রাফিন অসৎ বন্ধুদের সঙ্গে মিলে
পথিকের সর্বস্ব ছিনিয়ে নেয়ার কাজে
লিপ্ত।
অন্যদিকে শফিক লজ্জাশীলতাকে
হারিয়ে পথভ্রষ্ট
হয়।
ক. অশ্লীলতা শব্দের অর্থ কী? ১
খ. পূর্ববর্তী উম্মতের কোন দুটি রোগ
আমাদের
মধ্যে সংক্রমিত হয়েছে বুঝিয়ে লেখ। ২
গ. রাফিনের কাজটি কী হিসেবে গণ্য
হবে? ব্যাখ্যা
কর। ৩
ঘ. শাফিনের কাজের পরিণতি ইসলামী
শরিয়তের TipsRain.Com
আলোকে বিশ্লেষণ কর। ৪
৮. মজনু মিয়ার আদর্শ স্ত্রী মর্জিনা।
প্রায়ই তিনি
স্ত্রীর প্রতি অসদাচরণ করেন। তরকারি
সুস্বাদু না
হলে, কাপড়-চোপড়,
ঘর-দরজা পরিষ্কার করতে দেরি হলে তিনি
তার
প্রতি অসদ্ব্যবহার করেন। একদিন তার
স্ত্রী
বললেন, তুমি মহানবী (সা.)-এর
বিদায় হজের ভাষণ থেকে শিক্ষাগ্রহণ
করলে এমন
খারাপ আচরণ কখনোই করতে পারতে না।
ক. রাসূলুল্লাহ (সা.) কোন মাসে ইন্তেকাল
করেন? TipsRain.Com
১
খ. বিদায় হজে মহানবী (সা.)-এর ভাষণ
মানবাধিকারের সনদ হিসেবে বিখ্যাত?-
বুঝিয়ে লেখ। ২
গ. মজনু মিয়ার কর্মকাণ্ড ইসলামের
আলোকে
ব্যাখ্যা কর। ৩
ঘ. মর্জিনার বক্তব্যের যথার্থতা বিদায়
হজের
ভাষণের আলোকে মূল্যায়ন কর। ৪
TipsRain.Com
৯. কোরআন মাজিদ তিলাওয়াত
প্রতিযোগিতায় ৮
বছরের ফাহিম প্রথম হলে আজমল সাহেব
তার
একমাত্র ছেলে রিফাতকে
কোরআন শিখিয়ে বড় আলিম বানানোর
সিদ্ধান্ত
নেন। এতে রিফাতের নানা খুশি হয়ে
আজমলকে নিচের
হাদিসটি শুনিয়ে দেয়-
কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত,
তোমরা
কোরআন তিলাওয়াত কর, কেননা
কিয়ামতের দিন
স্বীয় পাঠকের জন্য সুপারিশ
করবে। (মুসলিম)
ক. নুন সাকিন ও তানবিনকে কয়টি নিয়মে
পড়তে হয়?
১
খ. তাজবিদ বলতে কী বোঝায়? ২
গ. আজমল সাহেবের সিদ্ধান্তের মাধ্যমে
কোন
বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. রিফাতের নানা খুশি হওয়ার কারণ
উদ্দীপকে
বর্ণিত হাদিসটির আলোকে বিশ্লেষণ কর।
জে.এস.সি ২০১৬ ইসলাম শিক্ষা (গুরুত্বপূর্ন ২০ টি বহু নির্বাচনী প্রশ্ন) :
বহু নির্বাচনী প্রশ্ন:
১। ইসলামের মূল বিষয়গুলোকে মনেপ্রাণে বিশ্বাস করাকে বলে_ ক. ইমান খ. ইসলাম গ. আকাইদ ঘ. তাওহিদ
২। তাকদির অর্থ_ ক. ভালো ভাগ্য খ. ভাগ্য গ. মন্দ ভাগ্য ঘ. পরিবর্তনশীল ভাগ্য
৩। মোনাফিকের চিহ্ন কয়টি? ক. তিনটি খ. দুটি গ. চারটি ঘ. পাঁচটি
৪। দ্বিমুখী নীতি অবলম্বন করে_ ক. কাফিরগণ খ. ফাসিকগণ গ. পাপীগণ ঘ. মোনাফিকগণ
৫। আল্লাহর জিক্র কাদের জীবনের লক্ষ্য_ ক. আলেমদের খ. ফেরেশতাদের গ. পীরসাহেবদের ঘ. নবী-রাসুলদের
৬। পরিপূর্ণ মুমিন সে, যে_ i. আল্লাহকে মুখে স্বীকার করে ii. যে আল্লাহর হুকুম মেনে চলে iii. যার অন্তরে একত্ববাদে সংশয় আছে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ওiii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। মানুষের সঙ্গে ফেরেশতাদের অমিল হচ্ছে_ i. ফিরিস্তাগণ যেকোনো আকৃতি ধারণ করতে পারেন ii. তাঁদের আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে iii. তাঁদের আহার-নিদ্রার প্রয়োজন হয় না নিচের কোনটি সঠিক? ক. i খ. iও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। কেন মোনাফিকরা কাফির? ক. কাফিরদের সহযোগিতার জন্য খ. তাদের অন্তর পাপের কালিমায় ভরা বলে গ. তারা কাফিরদের গুপ্তচর বলে ঘ. তারা অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে রাখে বলে
৯। মোনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে বলে বোঝানো হয়েছে_ ক. তারা সবার শেষে দোজখে যাবে খ. তাদের পর আর কেউ দোজখে যাবে না গ. তাদের শাস্তি হবে সবার চেয়ে বেশি ঘ. তারা সবচেয়ে নিকৃষ্ট
১০। মোনাফিকদের মিথ্যাবাদী আখ্যায়িত করা হয়েছে কোন সুরায়? ক. সুরা বাকারায় খ. সুরা আল মুনাফিকুলে গ. সুরা আরাফে ঘ. সুরা তওবায়
১১। ক্ষমাশীলতা বিদ্যমান বলে আল্লাহর এক নাম_ ক. গাফফারুন খ. রাউফুন গ. রাহমানুন ঘ. রাহিমুন
১২। রাসুলের প্রয়োজন হয়_ i. কোনো জাতি আল্লাহকে ভুলে গেলে ii. কোনো জাতি পাপাচারে লিপ্ত হলে iii. তাগুতকে গ্রহণ করার ফলে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ওiii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। আল্লাহ কোন জাতিকে কখন শাস্তি দেন? i. রাসুলের অবাধ্য হলে ii. নিজের চেষ্টায় একত্ববাদের সন্ধান না পেলে iii. দাওয়াত পাওয়ার পর সীমালঙ্ঘন করলে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ওiii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪। কাদের সংখ্যা কোরআনে উল্লেখ করা হয়নি? ক. নবীদের খ. নবী-রাসুলদের গ. রাসুলদের ঘ. ফেরেশতাদের
১৫। নবীদের শিক্ষার সমাপ্তি কোন নবীর মাধ্যমে? ক. হজরত নূহ (আ.)-এর মাধ্যমে খ. হজরত ইসা (আ.)-এর মাধ্যমে গ. হজরত ইব্রাহীম (আ.)-এর মাধ্যমে ঘ. হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে
১৬। কে সমগ্র বিশ্বের নবী? ক. হজরত মুহাম্মদ (সা.) খ. হজরত সোলায়মান (আ.) গ. হজরত আদম (আ.) ঘ. হজরত নূহ (আ.)
১৭। মানুষকে সৎ কর্মশীল করে কোন বিশ্বাস? ক. তাওহিদে বিশ্বাস খ. রাসুলগণের প্রতি বিশ্বাস গ. আখিরাতে বিশ্বাস ঘ. তাকদিরে বিশ্বাস নিচের অনুচ্ছেদের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। সাবিনা তার ভাই সাঈদকে বলল, তোমরা ইসলাম নিয়ে কেন রাজনীতি করছ? জবাবে সাঈদ বলল, তুমি কি জানো না যে আল্লাহ বলেছেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম'
১৮। উল্লিখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে_ i. ইসলামে রাজনীতি আছে ii. ইসলামে অর্থনীতি আছে iii. ইসলাম সব যুগেই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ছিল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ওiii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। আয়াতটির মধ্যে একজন মুসলিমের জন্য শিক্ষা হলো_ i. সকল কাজ ইসলামের আলোকে করবে ii. সকল সময় ইবাদতে মশগুল থাকবে iii. আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো আদর্শ মানবে না। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ওiii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। আল্লাহর গুণাবলি সম্পর্কে জ্ঞান থাকলে_ i. আল্লাহর আদেশমতো চলা সহজ হয় ii. আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় iii. আল্লাহর ক্রোধ থেকে বাঁচা যায় কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
জে.এস.সি || ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন ১. ব্যক্তির জীবনকে সুন্দর ও উন্নত করে কিসে? Ο ক) উত্তম চরিত্রে Ο খ) ভালো পোশাকে Ο গ) উপদেশে Ο ঘ) কুপরামর্শে সঠিক উত্তর: (ক) ২. কত ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্যকে নিসাব বলা হয়? Ο ক) সাড়ে চার Ο খ) সাড়ে পাঁচ Ο গ) সাড়ে ছয় Ο ঘ) সাড়ে সাত সঠিক উত্তর: (ঘ) ৩. হাজিগণ কোথায় শয়তানকে কংকর নিক্ষেপ করেন? Ο ক) মুযদালিফায় Ο খ) জাবালুন নূরে Ο গ) আরাফায় Ο ঘ) জামরাতুল আকাবায় সঠিক উত্তর: (ঘ) ৪. ফেরেশতাগণ কিসের তৈরি? Ο ক) মাটির Ο খ) নূরের Ο গ) আগুনের Ο ঘ) পানির সঠিক উত্তর: (খ) ৫. জিহাদের নির্দেশ দেওয়ার উদ্দেশ্য হলো- i. ইসলামের প্রচার ii. বিধর্মীদের উচ্ছেদ iii. কুফরি ব্যবস্থার নির্মূল নিচের কোনটি সঠিক? Ο ক) i Ο খ) i ও iii Ο গ) ii Οঘ) iii সঠিক উত্তর: (খ) ৬. জান্নাত হলো- i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান ii. মুমিনদের বাসস্থান iii. চির শান্তির স্থান নিচের কোনটি সঠিক? Ο ক) i Ο খ) ii Ο গ) iii Ο ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ৭. হযরত সুলাইমান (আ)-এর পিতার নাম কী? Ο ক) দাউদ (আ) Ο খ) মুসা (আ) Ο গ) নূহ (আ) Ο ঘ) ঈসা (আ) সঠিক উত্তর: (ক) ৮. আসমানি কিতাব সর্বমোট কয়খানা? Ο ক) ১০৪ Ο খ) ১০৬ Ο গ) ১০৮ Ο ঘ) ১১০ সঠিক উত্তর: (ক) ৯. শাফাআত সাধারণত কত প্রকার? Ο ক) দুই Ο খ) তিন Ο গ) চার Ο ঘ) পাঁচ সঠিক উত্তর: (ক) ১০. ঈসা (আ)কে হত্যা করার জন্যকাকে পাঠানো হয়েছিল? Ο ক) নমরুদকে Ο খ) ফিরআউনকে Ο গ) েআব্রাহামক Ο ঘ) তাইতারানুসকে সঠিক উত্তর: (ঘ) ১১. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে? Ο ক) দুটি Ο খ) তিনটি Οগ) চারটি Ο ঘ) পাঁচটি সঠিক উত্তর: (ক) ১২. যাকাত আদায় করা কী? Ο ক) সুন্নাত Ο খ) মুস্তাহাব Ο গ) ফরয Ο ঘ) ওয়াজিব সঠিক উত্তর: (গ) ১৩. ইসলামের প্রথম খলিফার নাম কী? Ο ক) হযরত উমর (রা) Ο খ) হযরত আবু বকর (রা) Ο গ) হযরত আলী (রা) Ο ঘ) হযরত উসমান (রা) সঠিক উত্তর: (খ) ১৪. চৌর্যবৃত্তি মানে কী? Ο ক) হিংসা করা Ο খ) অবজ্ঞা করা Ο গ) চোরের পেশা Ο ঘ) অশ্লীলতা সঠিক উত্তর: (গ) ১৫. দ্রুত যাতায়াতের জন্য সুলাইমান (আ) কিসের ওপর ভর করে যেতেনে? Ο ক) হেলিকপ্টারে Ο খ) ঈগলে Ο গ) বাতাসে Ο ঘ) বিমানে সঠিক উত্তর: (গ) ১৬.আহার-নিদ্রার প্রয়োজন নেই- Ο ক) জিনদের Ο খ) ইনসানদের Ο গ) অলিদের Ο ঘ) ফেরেশতাদের সঠিক উত্তর: (ঘ) ১৭. আয়িশা (রা)-এর অন্যতম বৈশিষ্ট্য কোনটি? Ο ক) প্রখর মেধাশক্তি Ο খ) একাকী জীবনে অভ্যস্ততা Ο গ) কঠোর পরিশ্রম Ο ঘ) যুদ্ধবিদ্যায় পারদর্শিতা সঠিক উত্তর: (ক) ১৮. আল কুরআনে সর্বমোট কতটি রুকু রয়েছে? Ο ক) ৪৪৪টি Ο খ) ৫৫৪টি Ο গ) ৩৪৫টি Ο ঘ) ৩২০টিসঠিক উত্তর: (খ) ১৯. ‘ফাতহুম মুবিন’ অর্থ- Ο ক) শান্তিচুক্তি Ο খ) সুস্পষ্ট বিজয় Ο গ) হুদায়বিয়ার সন্ধি Ο ঘ) মক্কা বিজয় সঠিক উত্তর: (খ) ২০. মাসারিফ কোন ভাষার শব্দ? Ο ক) আরবি Ο খ) ফারসি Ο গ) উর্দু Ο ঘ) হিন্দি সঠিক উত্তর: (ক) ২১. কুরআনের সুরাসমূহ কয় ভাগে বিভক্ত? Ο ক) দুই Ο খ) তিন Ο গ) চার Ο ঘ) পাঁচ সঠিক উত্তর: (ক) ২২. সুরা যিলযাল কোথায় অবতীর্ণ হয়েছে? Ο ক) মক্কায় Ο খ) মদিনায় Ο গ) তায়েফে Ο ঘ) কুবায় সঠিক উত্তর: (খ) ২৩. কোন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দনীয়? Ο ক) চরিত্রবান Ο খ) চরিত্রহীনব্যক্তি Ο গ) মুমিন ব্যক্তি Ο ঘ) ইমানদার ব্যক্তি সঠিক উত্তর: (খ) ২৪. তাওহিদের পরে কোনটি স্থান? Ο ক) পুলসিরাতের Ο খ) রিসালাতের Ο গ) হাশরের Ο ঘ) আসমানি কিতাবের সঠিক উত্তর: (খ) ২৫. আখলাকই উন্নত জাতির- Ο ক) জীবনীশক্তি Ο খ) শত্রু Ο গ) অবলম্বন Ο ঘ) মেরুদন্ড সঠিক উত্তর: (ক) ২৬. অহংকার থাকে- i. অন্তরে ii. আচরণে iii. কথাবার্তায় নিচের কোনটি সঠিক? Οক) i Ο খ) ii Ο গ) iii Ο ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ২৭. আমাদের নিন্দনীয় চরিত্র থেকে দূরে থাকতে হবে- i. সমাজকে সুশৃঙ্খল করতে ii. পরিবশে সুন্দর করতে iii. মানুষের সম্মান পেতেনিচের কোনটি সঠিক? Ο ক) i Ο খ) ii Ο গ) iii Ο ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (ঘ) ২৮. ‘আসমাউল হুসনা’ অর্থ কী? Ο ক) নামসমূহ Ο খ) সুন্দরতম নামসমূহ Ο গ) সুন্দর Ο ঘ) সুন্দরতম সঠিক উত্তর: (খ) ২৯. কুরআন পড়তে হবে- i. শুদ্ধভাবে ii. তাজবিদ অনুসারে iii. নিজের মতো করে নিচের কোনটি সঠিক? Ο ক) i ও ii Ο খ) i Ο গ) ii Ο ঘ) iii সঠিক উত্তর: (ক) ৩০. আগুণের পোশাক কাদের জন্য তৈরি করা হয়েছে? Ο ক) মুমিনদের Ο খ) মুসলিমদের Ο গ) কাফিরদের Ο ঘ) সত্যবাদীদের সঠিক উত্তর: (গ) ৩১. হযরত সুলাইমান (আ)-কে কোথায় সমাহিত করা হয়? Ο ক)মদিনা শরিফে Ο খ) জেরুজালেমে Ο গ) মক্কা শরিফে Ο ঘ) আফগানিস্তানে সঠিক উত্তর: (খ) ৩২. ফিরআউন কেন দুশ্চিন্তাগ্রস্ত হলেন? Ο ক) ইসরাঈল বংশে একটি শিশু সন্তান জন্মের কথা শুনে Ο খ) আল্লাহর ভয়ে Ο গ) জিবরাঈলের ভয়ে Ο ঘ) জনগণের দাবি না মানায় সঠিক উত্তর: (ক) ৩৩. মাহমুদ উমর ইবনে আবদুল আযিযকে অনুসরণ করে- i. কূটনৈতিক হবে ii. পরহেজগ
0 comments: