Friday, April 14, 2017

জিপি ফ্রি নেট হাই স্পিডে সকল মোবাইলে কাজ করবে তাই মিস করবেন না!!!

আজ শেয়ার করবো কিভাবে জিপি সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট চালাবেন, এর স্পিড পাবেন 1mbps তাই আর দেরি করবো না।
আমি যেভাবে কাজ করবো ঠিক সেভাবেই কাজ করবেন, তা না হয় স্পিড পাবেন না।
প্রথমে  playstore থেকে droid vpn সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
আর কথা বাড়াবো না নিম্নের স্কিনশট গুলো ফলো করুন।
প্রথম সার্ভারটি সিলেক্ট করে দিন।তার পর Account-এ ক্লিক করে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে লগিন করুন, আর অ্যাকাউন্ট না থাকলে Sign Up Free- তে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন।
এখন সফটওয়্যারটির Settings এ চলে আসুন।
তারপর UDP Settingss-এ যান।
তারপর Remote UDP Setting এ গিয়ে 5000 করে দিন।
তারপর Choose Mode এ গিয়ে Mode1 দিন।
তারপর TCount-এ গিয়ে ওটা 500 করে দিন।
তারপর RCount-এ গিয়ে 114 করে দিন।
এখান কার কাজ শেষ।
এবার আবার মূল Settings-এ যান।
তারপর TCP and HTTP-তে যান।
তাররপর Local TCP Port-এ গিয়ে 1 দিন।
এরপর আবার মুল Settings-এ যান । তারপর ICMP settingss- এ যান।
তার পর Choose ICMP Settings এ গিয়ে Static Seq number করে দিন।
ব্যাস!!! Dorid Vpn-এর সেটিংস করা শেষ।
এখন আপনি আপনার মোবাইলের Setting-এ যান তারপর নিচ থেকে Developer Options-এ গিয়ে Don’t Keep Activity অন করে দিন ।
অনেকের মোবাইলের Developer Options এনাবল করা থাকেনা, যাদের মোবাইলের Developer options নাই তারা মোবাইলের Setting-এ গিয়ে নিচ থেকে About Phone- এ যান, তার পর Bulid Number-এ নাম্বারে সাত বার একসাথে টাচ করুন।
সব কাজ করা শেষ হলে Dorid Vpn – এ গিয়ে Start- এ ক্লিক করে কানেক্ট করে সব Apps ফ্রিতে ব্যবহার করুন।।


SHARE THIS

Author:

0 comments: