Sunday, November 6, 2016

যে ছোট্ট একটি কারণে আপনি সব সময়ই একাকী বোধ করেন

একাকিত্ব নিয়ে আমরা খুব বেশি একটা কথা বলি না। কারণ আপনি যেমনটা চান তেমন করে আপনি অন্যদের সঙ্গে নিজেকে যুক্ত ভাবতে পারেন না এ কথা বলাটা একটু লজ্জাজনকই বটে।

কিন্তু একাকিত্বে ওষুধ শুধু অন্য লোকদের সঙ্গে বেশি সময় কাটানোর মধ্যেই নেই। তারচেয়ে বরং নিজের জন্য একাকিত্বকে আলিঙ্গন করার মধ্যেই এর সমাধান রয়েছে।

এককিত্বের বোধ মানুষ হওয়ার জন্য একটি প্রাকৃতিক এবং প্রয়োজনীয় অংশ। দ্য স্কুল অফ লাইফ এর নতুন একটি ভিডিওতে এমনটাই বলেছেন দার্শনিক অ্যালেইন ডে বোটোন। প্রতিটি মানুষই পরস্পর থেকে আলাদা। ফলে পরস্পরকে পুরোপুরি বুঝাটা আমাদের জন্য প্রায় অসম্ভবই বটে। এমনকি সবচেয়ে বহির্মুখী স্বভাবের লোকটির ভেতরেও একটি ছোট্ট নিঃসঙ্গ মানুষ বাস করেন।

বোটন আপনার আবেগগুলো শব্দ, কবিতা বা গানের মধ্য দিয়ে প্রকাশের পরামর্শ দিয়েছেন। যা দেখে অন্যরা হয়ত আপনার অনুভূতির সঙ্গে তাদের অনুভূতির মিল খুঁজে পেতে পারেন। অন্যদের কাজ পড়া বা শোনার মাধ্যমে আপনি উপলব্ধি করবেন যে আপনিও নিজেও একটি বিশেষ ঐতিহ্যের অংশ- একাকিত্ব, সুখ, দুঃখ এবং অন্য আর সকল মানবীয় অনুভূতির ঐতিহ্যের একটি অংশ আপনি নিজেও। আর এই অনুভূতি খুবই চমৎকার একটি অনুভূতি।

আরএম-৪৫/০৬-১১ (লাইফস্টাইল ডেস্ক


SHARE THIS

Author:

0 comments: