শীর্ষ নিউজ, ঢাকা: ক্যারিয়ারে এখনও তেমন কোনো ব্যবসাসফল সিনেমা নেই। তবে নিজেকে ভালো নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমনি।
সোমবার মুক্তি পেয়েছে তার পরবর্তী সিনেমা 'রক্ত'র টিজার। সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত।
আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। এতে পরিচালক ওয়াজেদ আলী সুমন অন্য এক পরীমনিকে হাজির করেছেন। এখানে পরীর নায়ক নবাগত রিক্ত রোশন।
১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে ধুন্ধুমার অ্যাকশন দেখা গেছে। সিনেমায় বলা যায়, পরীমনিই নায়ক। কেননা অধিকাংশ সিনেমাতে নায়কদের অ্যাকশন চরিত্রে দেখা যায়। এখানে পরীমনিকে সেই ভূমিকাতে দেখা যাবে।
পরীমনি-রোশন ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।
শীর্ষ নিউজ/এ
0 comments: