JSC পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য
(সকল বোর্ডের জন্য)
বাংলা ১ম পত্র
••ক-বিভাগ••
-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
-অতিতের স্মৃতি.....100%
-শিল্প কলার নানা দিক....90%
-তৈল চিত্রের ভূত....70%
-মংডুর পথে......95%
For avoiding risk (আমাদের
লোক শিল্প,বাঙ্গালীর বাংলা)
••খ-বিভাগ••
-২বিগা জমি.......90%
-দেশ....90%
-নদীর স্বপ্ন....90%
-একুশের গান.....100%
-নারী.....100%
For Avoiding risk:(বঙ্গ ভূমির)
••গ-বিভাগ••
-সাড়ে তিন হাত জমি:১০০%
-রিভাভ্যান উইংকল....100%
-কিশোর কাজী....90%
-রবিন্সোন....90%
-সোহরাব রোস্ত্ম....90%
For avoiding risk:
(marchent of venis)
ইনশা আল্লাহ্ এর বাহিরে আসবে না!
সবাই শেয়ার করবেন।
১ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
২ অতিতির সৃতি ১০০%
৩ শিল্পকলার নানান দিক।
*তৈল চিত্রের নানান দিক।
*মংডুর পথে।
*আমাদের লোকশিল্প
********
*২বিঘা জমি
*নারি
*একুশের গান ১০০%
*দেশ
*নদির সপ্ন
*********
*সাড়ে তিন হাত জমি১০০%
*সোহরাব রোস্তম
*কিশোর কাজি
* রিপভ্যান উংকল
*রবিসোন্স
জেএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
নৈব্যত্তিক
সাজেশন
১। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কেন
দেওঘরে এসেছিলেন?
ক. গল্প লেখার জন্য
খ. বায়ু পরিবর্তনের জন্য
গ. তীর্থ ভ্রমণের জন্য
ঘ. সুচিকিৎসার জন্য
২। প্রার্থনামূলক গানকে কী বলে অভিহিত
করা হয়?
ক. সাধন খ. ভজন
গ. স্তুতি ঘ. গজল
৩। অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে
বেশি বাধাবিঘ্ন আনে?
ক. সাত্ত্বিক ভাবাপন্নদের
খ. ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
গ. রজোগুণ ভাবাপন্নদের
ঘ. ব্রহ্মশক্তি ভাবাপন্নদের
৪। বাংলার সুবর্ণরেখার বালিতে
পানিতে কী
আছে?
ক. মাঠ খ. মহিষ
গ. স্বর্ণরেণু ঘ. ঐশ্বর্য
উদ্দীপকটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর
প্রশ্নের উত্তর দাও :
জাওয়াদ ও তার বন্ধুরা একদিন বাসে চড়ে
স্কুলে যাচ্ছিল। পথে ওদের বাসটির
ইঞ্জিন
বিকল হয়ে যায়। অন্যরা বাস বদলে স্কুলে
যাওয়ার কথা তুললেও জাওয়াদ তাতে
রাজি হয়
না। ওর আহ্বানে সবাই মিলে ধাক্কা দেয়।
কিছুক্ষণের মধ্যে বাসটির ইঞ্জিন সচল হয়।
৫। উদ্দীপকের জাওয়াদ ‘পড়ে পাওয়া’
গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব
করে?
ক. লেখক খ. বিধু
গ. বাদল ঘ. কাপালি
৬। কোন গুণটির কারণে উভয় চরিত্রকে
সাদৃশ্যপূর্ণ বিবেচনা করা যায়?
ক. অসহায়ত্ব খ. নেতৃত্বগুণ
গ. মানবিকতা ঘ. অস্থিরতা
৭। উদ্দীপকের মূল বক্তব্য ‘পড়ে
পাওয়া’ গল্পের কিশোরদের কোন দিকটি
তুলে ধরে?
ক. সততা খ. মানবিকতা
গ. ঐক্যচেতনা ঘ. অস্থিরতা
৮। প্রথমবার রাত কয়টার সময় নগেন
তৈলচিত্র প্রমাণ করতে যায়?
ক. ২টায় খ. ৩টায়
গ. ৪টায় ঘ. ৫টায়
৯। বিজ্ঞানভিত্তিক বিচারবুদ্ধি দিয়ে দূর
করা
যায়—
i) প্রচলিত কুসংস্কার
ii) আত্মগ্লানি ও অহমিকা
iii) অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. i ও iii ঘ. ii ও iii
১০। ডরঃযফত্ধ ৎশব্দটির অর্থ কোনটি?
ক. প্রতিদান খ. অনুমোদন
গ. সঙ্গে নিয়ে আঁকা ঘ. প্রত্যাহার
১১। লালন শাহের জীবনীর কোন বিষয়
নিয়ে মতভেদ আছে?
ক. দর্শন
খ. ধর্ম
গ. জন্ম ঘ. মৃত্যু
১২। বাঙালির হাতে পাকিস্তানিদের
ক্ষমতা
হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল—
i) অন্যায় ii) অপরিহার্য iii)
অগণতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i ও iii
১৩। খাদি কাপড়ের যারা সুতা কাটে
তাদের
কী বলে?
ক. কাটুনি খ. বাঁধুনি
গ. ঢাকুনি ঘ. সুতানি
১৪। মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে
ফোটে?
ক. মে খ. জুন
গ. জুলাই ঘ. আগস্ট
১৫। ‘বৈসাবি’ নামক নববর্ষের উৎসব পালন
করে কারা?
ক. আদিবাসীরা খ. হিন্দুরা
গ. দলিতরা ঘ. খ্রিস্টানরা
১৬। বাংলা ভাষা সংস্কৃতির কেমন
মেয়ে?
ক. দুরন্ত খ. দুষ্টু
গ. চঞ্চল ঘ. চপল
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭, ১৮
ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নানা দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
মিটে কি আশা?
১৭। উদ্দীপকের কবিতাংশে বিশেষ
ভালোবাসা প্রকাশ পেয়েছে—
ক. বাংলা ভাষার প্রতি
খ. মাতৃভাষার প্রতি
গ. স্বদেশ ভূমির প্রতি
ঘ. দেশের মানুষের প্রতি
১৮। উদ্দীপকের বিষয়বস্তু কবি মাইকেল
মধুসূদনের জীবন বাস্তবতার সঙ্গে যে
অর্থে সম্পর্কযুক্ত—
i) কবির বিদেশি ভাষার কাব্যচর্চা আদর্শ
ii) শেষ জীবনে মাতৃভাষায় সাহিত্য
সাধনার উপলব্ধি
iii) কবির অতুলনীয় দেশপ্রেমের
আদর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. ii ও iii
১৯। উদ্দীপকের মধ্যে যে ভাষাপ্রেম
জাগ্রত হয়েছে—
ক. স্বার্থচেতনা খ. আত্মপরায়ণতা
গ. দেশপ্রেম ঘ. স্বার্থপরতা
২০। জমিজমা হারিয়ে উপেন কী বেশে
ঘুরতে লাগল?
ক. ভিক্ষুক খ. সন্ন্যাসী
গ. দরবেশ ঘ. মুসাফির
উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ
৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫.
ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. খ
0 comments: