জে .এস. সি . ২০১৬ বাংলা ১ম পত্র (ঢাকা বোর্ড সাজেশন ): 85 % common !
# গদ্য : পড়ে পাওয়া ,তৈল চিত্রের ভূত, আমাদের লোকশিল্প#
পদ্য : দুই বিঘা জমি, আবার আসিব ফিরে ,জাগো তবে অরন্য কন্যারা
# সহপাঠ : কিশোর কাজীরিপভ্যান উইংকেলরবিনসন ক্রুসো।
এই অধ্যায় গুলা ভাল করে পড়।
জে .এস. সি . ২০১৬ বাংলা ১ম পত্র (কুমিল্লা বোর্ড সাজেশন ) :
গদ্য : পড়ে পাওয়াবাঙ্গালির বাংলাআমাদের লোকশিল্প
পদ্য : দুই বিঘা জমি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামজাগো তবে অরন্য কন্যারা
সহপাঠ : কিশোর কাজীসোহরাব রুস্তমরবিনসন ক্রুসো।
বরিশাল ↓
গদ্য : পড়ে পাওয়াবাঙ্গালির বাংলাএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
পদ্য : দুই বিঘা জমি নারীজাগো তবে অরন্য কন্যারা
সহপাঠ : কিশোর কাজীরামায়নরবিনসন ক্রুসো।
জেএসসি বাংলা ১ম ফাইনাল সাজেশন
সকল বোডের জন্য!!!
••ক-বিভাগ••
-এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম
-অতিতের
-
••খ-বিভাগ••
-২বিগা জমি......
-দেশ..
••গ-বিভাগ••
-সাড়ে তিন হাত
জমি
পরীক্ষার পর মিলিয়ে নিও প্রমাণ দিলাম
Monday, October 31, 2016
জেএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র ফুল এন্ড ফাইনাল সাজেশন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না
JSC পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য
(সকল বোর্ডের জন্য)
বাংলা ১ম পত্র
••ক-বিভাগ••
-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
-অতিতের স্মৃতি.....100%
-শিল্প কলার নানা দিক....90%
-তৈল চিত্রের ভূত....70%
-মংডুর পথে......95%
For avoiding risk (আমাদের
লোক শিল্প,বাঙ্গালীর বাংলা)
••খ-বিভাগ••
-২বিগা জমি.......90%
-দেশ....90%
-নদীর স্বপ্ন....90%
-একুশের গান.....100%
-নারী.....100%
For Avoiding risk:(বঙ্গ ভূমির)
••গ-বিভাগ••
-সাড়ে তিন হাত জমি:১০০%
-রিভাভ্যান উইংকল....100%
-কিশোর কাজী....90%
-রবিন্সোন....90%
-সোহরাব রোস্ত্ম....90%
For avoiding risk:
(marchent of venis)
ইনশা আল্লাহ্ এর বাহিরে আসবে না!
সবাই শেয়ার করবেন।
১ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
২ অতিতির সৃতি ১০০%
৩ শিল্পকলার নানান দিক।
*তৈল চিত্রের নানান দিক।
*মংডুর পথে।
*আমাদের লোকশিল্প
********
*২বিঘা জমি
*নারি
*একুশের গান ১০০%
*দেশ
*নদির সপ্ন
*********
*সাড়ে তিন হাত জমি১০০%
*সোহরাব রোস্তম
*কিশোর কাজি
* রিপভ্যান উংকল
*রবিসোন্স
জেএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
নৈব্যত্তিক
সাজেশন
১। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কেন
দেওঘরে এসেছিলেন?
ক. গল্প লেখার জন্য
খ. বায়ু পরিবর্তনের জন্য
গ. তীর্থ ভ্রমণের জন্য
ঘ. সুচিকিৎসার জন্য
২। প্রার্থনামূলক গানকে কী বলে অভিহিত
করা হয়?
ক. সাধন খ. ভজন
গ. স্তুতি ঘ. গজল
৩। অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে
বেশি বাধাবিঘ্ন আনে?
ক. সাত্ত্বিক ভাবাপন্নদের
খ. ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
গ. রজোগুণ ভাবাপন্নদের
ঘ. ব্রহ্মশক্তি ভাবাপন্নদের
৪। বাংলার সুবর্ণরেখার বালিতে
পানিতে কী
আছে?
ক. মাঠ খ. মহিষ
গ. স্বর্ণরেণু ঘ. ঐশ্বর্য
উদ্দীপকটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর
প্রশ্নের উত্তর দাও :
জাওয়াদ ও তার বন্ধুরা একদিন বাসে চড়ে
স্কুলে যাচ্ছিল। পথে ওদের বাসটির
ইঞ্জিন
বিকল হয়ে যায়। অন্যরা বাস বদলে স্কুলে
যাওয়ার কথা তুললেও জাওয়াদ তাতে
রাজি হয়
না। ওর আহ্বানে সবাই মিলে ধাক্কা দেয়।
কিছুক্ষণের মধ্যে বাসটির ইঞ্জিন সচল হয়।
৫। উদ্দীপকের জাওয়াদ ‘পড়ে পাওয়া’
গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব
করে?
ক. লেখক খ. বিধু
গ. বাদল ঘ. কাপালি
৬। কোন গুণটির কারণে উভয় চরিত্রকে
সাদৃশ্যপূর্ণ বিবেচনা করা যায়?
ক. অসহায়ত্ব খ. নেতৃত্বগুণ
গ. মানবিকতা ঘ. অস্থিরতা
৭। উদ্দীপকের মূল বক্তব্য ‘পড়ে
পাওয়া’ গল্পের কিশোরদের কোন দিকটি
তুলে ধরে?
ক. সততা খ. মানবিকতা
গ. ঐক্যচেতনা ঘ. অস্থিরতা
৮। প্রথমবার রাত কয়টার সময় নগেন
তৈলচিত্র প্রমাণ করতে যায়?
ক. ২টায় খ. ৩টায়
গ. ৪টায় ঘ. ৫টায়
৯। বিজ্ঞানভিত্তিক বিচারবুদ্ধি দিয়ে দূর
করা
যায়—
i) প্রচলিত কুসংস্কার
ii) আত্মগ্লানি ও অহমিকা
iii) অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. i ও iii ঘ. ii ও iii
১০। ডরঃযফত্ধ ৎশব্দটির অর্থ কোনটি?
ক. প্রতিদান খ. অনুমোদন
গ. সঙ্গে নিয়ে আঁকা ঘ. প্রত্যাহার
১১। লালন শাহের জীবনীর কোন বিষয়
নিয়ে মতভেদ আছে?
ক. দর্শন
খ. ধর্ম
গ. জন্ম ঘ. মৃত্যু
১২। বাঙালির হাতে পাকিস্তানিদের
ক্ষমতা
হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল—
i) অন্যায় ii) অপরিহার্য iii)
অগণতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i ও iii
১৩। খাদি কাপড়ের যারা সুতা কাটে
তাদের
কী বলে?
ক. কাটুনি খ. বাঁধুনি
গ. ঢাকুনি ঘ. সুতানি
১৪। মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে
ফোটে?
ক. মে খ. জুন
গ. জুলাই ঘ. আগস্ট
১৫। ‘বৈসাবি’ নামক নববর্ষের উৎসব পালন
করে কারা?
ক. আদিবাসীরা খ. হিন্দুরা
গ. দলিতরা ঘ. খ্রিস্টানরা
১৬। বাংলা ভাষা সংস্কৃতির কেমন
মেয়ে?
ক. দুরন্ত খ. দুষ্টু
গ. চঞ্চল ঘ. চপল
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭, ১৮
ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নানা দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
মিটে কি আশা?
১৭। উদ্দীপকের কবিতাংশে বিশেষ
ভালোবাসা প্রকাশ পেয়েছে—
ক. বাংলা ভাষার প্রতি
খ. মাতৃভাষার প্রতি
গ. স্বদেশ ভূমির প্রতি
ঘ. দেশের মানুষের প্রতি
১৮। উদ্দীপকের বিষয়বস্তু কবি মাইকেল
মধুসূদনের জীবন বাস্তবতার সঙ্গে যে
অর্থে সম্পর্কযুক্ত—
i) কবির বিদেশি ভাষার কাব্যচর্চা আদর্শ
ii) শেষ জীবনে মাতৃভাষায় সাহিত্য
সাধনার উপলব্ধি
iii) কবির অতুলনীয় দেশপ্রেমের
আদর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. ii ও iii
১৯। উদ্দীপকের মধ্যে যে ভাষাপ্রেম
জাগ্রত হয়েছে—
ক. স্বার্থচেতনা খ. আত্মপরায়ণতা
গ. দেশপ্রেম ঘ. স্বার্থপরতা
২০। জমিজমা হারিয়ে উপেন কী বেশে
ঘুরতে লাগল?
ক. ভিক্ষুক খ. সন্ন্যাসী
গ. দরবেশ ঘ. মুসাফির
উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ
৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫.
ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. খ
Sunday, October 30, 2016
সাকিবের সেই ‘স্যালুট’ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড খেলোয়াড় বেন স্টোকসকে চতুর্থ ইনিংসে সরাসরি বোল্ড করে ‘স্যালুট’ করে বসেন টাইগার দলের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে তামিমকে অহেতুক ধাক্কা দিয়ে বসেন স্কোকস। তা নিয়ে টুইটারে নিজেদের শক্তিমত্তা জাহির করতেও ভুলেননি এ ইংলিশ ক্রিকেটার। এছাড়া প্রস্তুতি ম্যাচেও হাত না মেলানোর মতো অভব্য আচরণ করেন তিনি। তার উপর টাইগাররা
মনে মনে ক্ষিপ্ত হয়ে থাকলেও সেটা প্রকাশ করেনি। শেষবারের মতো বাংলাদেশ সফরে ব্যাট করতে নেমে ২৫ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে যান স্টোকস। আর সাকিবও নিজের ঝাল ঝাড়ার উপলক্ষ্য পেয়ে স্যালুট করে বসেন স্টোকসকে। এর আগে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার মারলন স্যামুয়েলস এই বেন স্টোকসকেই স্যালুট করেছিলেন।
সাকিবের এমন উদযাপন সোশ্যাল মিডিয়া খুব পছন্দ করেছে। ফেসবুক, টুইটার সহ সব জায়গায় মানুষ সাকিবের স্যালুটের ভঙ্গিতে ছবি তুলে স্ট্যাটাস/পোস্ট করছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ইংল্যান্ড সম্পাদক অ্যান্ড্রু মিলার বাসের সব যাত্রী সাকিবের ভঙ্গিতে স্যালুট দেওয়া ছবি টুইটারে পোস্ট করে বলেন, এটা অসাধারণ। বাংলাদেশি ভক্তরা বাসের থেকে সাকিবের স্যালুট অনুকরণ করছে।
এছাড়া বাংলাদেশে পুরো ফেসবুকে সাকিবের স্যালুটের ছবিতে ছেয়ে গেছে। অনেকেই নিজের প্রোফাইল ছবি হিসেবে সাকিবের ছবিটি ব্যবহার করছে। এছাড়া অনেকেই সাকিবের ভঙ্গি অনুকরণ করে সেলফি/গ্রুপ ছবি প্রকাশ করছেন। বলা যায় পুরো স্যালুটময় বাংলাদেশের ফেসবুক ওয়াল।
৩১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর
যেকোনো মেয়েকে মোবাইলে যে পাঁচটি রোমান্টিক কথা বললে সহবাসের জন্য পাগল হয়ে যায়!!!
শারীরিক সম্পর্কের বিকল্প ফোন সেক্স এখন জলভাত। ফোন সেক্স হয়তো বর্তমান যুগে কারও অজানা নয়। বর্তমান তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তারা প্রায়ই তাদের দু’জনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স করে থাকেন। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ প্রয়োজনীয়। সঙ্গিনীর মুখ থেকে উত্তেজনক কথা শুনে যেকোন ছেলেই কিছুটা হলেও ‘টার্ন অন’ হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই নিম্নে ফোন সেক্সের কিছু দিক তুলে ধরা হল৷
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
সুন্দর কোন মুহূর্ত ভেবে নিতে পারেন, কল্পনা করে নিতে পারেন কোন জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন। সেক্স পজিশনগুলো বর্ণনা করুন একে অন্যের কাছে। অনেকেই ইমাজিনেটিভ সেক্সে অনেক বেশি টার্ন অন হয়ে পরে।
শারীরিক সম্পর্কের বিকল্প ফোন সেক্স এখন জলভাত। ফোন সেক্স হয়তো বর্তমান যুগে কারও অজানা নয়। বর্তমান তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তারা প্রায়ই তাদের দু’জনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স করে থাকেন। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ প্রয়োজনীয়। সঙ্গিনীর মুখ থেকে উত্তেজনক কথা শুনে যেকোন ছেলেই কিছুটা হলেও ‘টার্ন অন’ হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই নিম্নে ফোন সেক্সের কিছু দিক তুলে ধরা হল৷
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
সুন্দর কোন মুহূর্ত ভেবে নিতে পারেন, কল্পনা করে নিতে পারেন কোন জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন। সেক্স পজিশনগুলো বর্ণনা করুন একে অন্যের কাছে। অনেকেই ইমাজিনেটিভ সেক্সে অনেক বেশি টার্ন অন হয়ে পরে।
যেকোনো মেয়েকে মোবাইলে যে পাঁচটি রোমান্টিক কথা বললে সহবাসের জন্য পাগল হয়ে যায়!!!
শারীরিক সম্পর্কের বিকল্প ফোন সেক্স এখন জলভাত। ফোন সেক্স হয়তো বর্তমান যুগে কারও অজানা নয়। বর্তমান তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তারা প্রায়ই তাদের দু’জনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স করে থাকেন। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ প্রয়োজনীয়। সঙ্গিনীর মুখ থেকে উত্তেজনক কথা শুনে যেকোন ছেলেই কিছুটা হলেও ‘টার্ন অন’ হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই নিম্নে ফোন সেক্সের কিছু দিক তুলে ধরা হল৷
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
সুন্দর কোন মুহূর্ত ভেবে নিতে পারেন, কল্পনা করে নিতে পারেন কোন জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন। সেক্স পজিশনগুলো বর্ণনা করুন একে অন্যের কাছে। অনেকেই ইমাজিনেটিভ সেক্সে অনেক বেশি টার্ন অন হয়ে পরে।
শারীরিক সম্পর্কের বিকল্প ফোন সেক্স এখন জলভাত। ফোন সেক্স হয়তো বর্তমান যুগে কারও অজানা নয়। বর্তমান তরুণ প্রজন্মের যারা সেক্সুয়াল রিলেশনে আগ্রহী বা অভ্যস্ত তারা প্রায়ই তাদের দু’জনের চাহিদা মেটানোর জন্য ফোন সেক্স করে থাকেন। এছাড়া লং ডিস্টেন্স রিলেশনেও ফোন সেক্স বেশ প্রয়োজনীয়। সঙ্গিনীর মুখ থেকে উত্তেজনক কথা শুনে যেকোন ছেলেই কিছুটা হলেও ‘টার্ন অন’ হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই নিম্নে ফোন সেক্সের কিছু দিক তুলে ধরা হল৷
ফোন সেক্সের কিছু দিক:
ফোন সেক্সের জন্য এমন একটা সময় বেছে নেওয়া উচিৎ, যখন কেউ বিরক্ত করবে না। নিরবিচ্ছিন্নভাবে দু’জন দুইজনকে সময় দিতে পারবেন৷ মজা দিতে পারবেন।
সুন্দর কোন মুহূর্ত ভেবে নিতে পারেন, কল্পনা করে নিতে পারেন কোন জায়গা যেখানে একটা পরিপূর্ণ একটি সেক্স আপনি করতে পারেন। সেক্স পজিশনগুলো বর্ণনা করুন একে অন্যের কাছে। অনেকেই ইমাজিনেটিভ সেক্সে অনেক বেশি টার্ন অন হয়ে পরে।
নিয়ে নিন JSC বাংলা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন,৯০%+ কমন পরবে তাই কেউ মিস করবেন না!!!
কেমন আছেন আপনারা?
পরিক্ষা খুবই নিকটে।
ভালো থাকার কথা নয়।
তাই আপনকে বা আপনার ছোট ভাই /বোন কে
ভালো রাখাতে নিয়ে এলাম সাজেশন।
আর কথা বারাবো না,চলুন টুকে নিন।
আপনি যদি JSC/JDC ১০০% কমন সাজেশন চান, তা হলে এএইচট্রিকবিডি এর সাথেয় থাকুন।
জেএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র নৈব্যতিক,বাংলা ২য় পত্র রচনামূলক এবং জেডিসি পরীক্ষার কোরআন মাজীদ ১০০% ফুল এন্ড ফাইনাল সাজেশন নিয়ে নিন!!!
J.S.C Exam Preparation 2016
Bengali 1st
১০০% হুবহুব প্রশ্ন পেতে ইনবক্সে যোগাযোগ রাখুন
Update: 29 October 2016
জেএসসি মডেল টেস্ট বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। মন থেকে তেঁতুলগাছের ভূতের ভয় দূর হওয়ার কারণ
কী?
ক. সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
খ. প্রচণ্ড শীতের প্রকোপে
গ. পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায়
ঘ. পড়ে পাওয়া বাক্সটি কিভাবে ভাঙতে হবে তাতে ব্যস্ত
থাকায়
২। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বাস্তবসম্মত খ. জনপ্রিয়
গ. প্রতীকধর্মী ঘ. সাবলীল
৩। ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’—এই স্লোগান
কোন আন্দোলনের সঙ্গে ম্পর্কিত?
ক. রাষ্ট্রভাষা খ. অসহযোগ
গ. ছয় দফা ঘ. গণ-অভ্যুত্থান
৪। উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক. নিলাজ কুলটা খ. নিলাজ জননী
গ. নিলাজ দাসী ঘ. দাসী জননী
৫। ‘সে মাটি সোনার বাড়া’ চরণটিতে প্রকাশ পেয়েছে—
ক. দীনহীন অবস্থা
খ. দেশমাতৃকা তথা জন্মভূমির প্রেম
গ. মাটি সোনার মতো
ঘ. মাটির মূল্য সোনার মতো
৬। নবাব সাহেব সর্বত্র নিজের ‘নবাব’ বংশের গরিমা দেখান।
উদ্দীপকের বংশের সাথে ‘মানবধর্ম’ কবিতার কোনটির
সাদৃশ্য আছে?
ক. পণপ্রথা খ. জাতভেদ
গ. কুলীন প্রথা ঘ. বংশ গৌরব
৭। ‘পাছে লোকে কিছু বলে’—কবিতাটি পাঠকের প্রাণে
কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক. ভয়হীনতা খ. পরোপকারিতা
গ. সাহসিকতা ঘ. সংকোচহীনতা
৮। ‘ভীতির কবলে শক্তি মরে কেন?’
ক. প্রাণের ভয়ে
খ. উপেক্ষার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. মন দুর্বল বলে
৯। ‘পাছে লোকে কিছু বলে’—এমন মনোভাব মানুষকে
কী করে?
ক. ব্যথিত করে
খ. সমালোচিত করে
গ. হীনবল করে
ঘ. গুরুত্বহীন করে
১০। নুজহাত তার শ্রেণির সবচেয়ে মেধাবী ছাত্রী
হয়েও বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা থেকে নিজেকে
গুটিয়ে রাখতে চায়।
নুজহাতের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার
ফুটে ওঠা দিকটি হচ্ছে—
i. সংশয় রর. সমালোচনার ভয়
iii. লোকলজ্জা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। আলি বন্ধুর কাছে কোন বিষয়টি লুকান?
ক. হজে যাওয়ার
খ. জলপাই রাখার
গ. কলসিতে মোহর রাখার
ঘ. মক্কায় যাওয়ার
১২। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে
খ. মাছ ধরত বলে
গ. গান গাইত বলে
ঘ. ভ্রমণের নেশা ছিল বলে
১৩। রুদাবা অসুস্থ হয়ে পড়েছিল কেন?
ক. অনেক পরিশ্রম করত বলে
খ. স্বামীর জন্য দুশ্চিন্তা করত বলে
গ. ঠিকমতো খাওয়াদাওয়া করত না বলে
ঘ. মা হতে চলেছে বলে
ু উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নদীপথে ভ্রমণ করা শাহেদের অনেক দিনের শখ।
একদিন সে নৌকায় করে ভ্রমণে গেলে হঠাৎ প্রচণ্ড
ঝড়ে নৌকা ডুবে যায়। শাহেদ সাঁতরে তীরে আসে এবং
মনোবল না হারানোর জন্য বন্ধুদের উৎসাহ দেয়।
১৪। উদ্দীপকটিতে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন
দিকটি অনুপস্থিত?
ক. অভিজ্ঞতার রোমাঞ্চকর বর্ণনা
খ. ভাগ্য বিড়ম্বনা
গ. মানসিক দৃঢ়তা
ঘ. সহযোগিতার মানসিকতা
#আকাশ__বাণী___কলকাতা
১৫। উদ্দীপকের অনিকের সাথে রবিনসন ক্রুশোর
সাদৃশ্য রয়েছে—
i. ভ্রমণবিলাসী মানসিকতার
ii. প্রতিকূল পরিস্থিতিতে মনোবল না হারানোর
iii. বিপদাপন্ন মানুষদের সাহায্য না করার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
১৬। ঘোড়ার খুরের দাগ অনুসরণ করে রোস্তম কোন
শহরে গিয়েছিলেন?
ক. মাজেন্দ্রান খ. সামেনগান
গ. জাবুলিস্তান ঘ. তুরান
১৭। আসল রাজকুমার প্রমাণের জন্য কী পরীক্ষা ছিল?
ক. লোহার পেরেক পরীক্ষা
খ. ছোট সিলটার সন্ধান
গ. বড় সিলটার সন্ধান
ঘ. গুপ্ত আলমারির সন্ধান
১৮। রাজপ্রাসাদে টম ক্যান্টি পদে পদে ভুল করছিল কেন?
ক. বিরক্তির কারণে
খ. ভীত হয়ে
গ. ইচ্ছাকৃতভাবে
ঘ. অনভ্যাসের জন্য
১৯। ‘কিশোর কাজি’ গল্পের বালকেরা কী দিয়ে
জলপাইয়ের কলসি ভর্তি করেছিল?
ক. ইটের কুচি
খ. নুড়ি পাথর
গ. মাটির ঢেলা
ঘ. কাগজের টুকরো
২০। রোস্তম সোহরাবকে ‘মূষিকপ্রবর’ বলায় প্রকাশ
পেয়েছে—
ক. বীরত্ব খ. তাচ্ছিল্য
গ. ঘৃণা ঘ. ক্রোধ
উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ
১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ঘ
১৯. গ ২০. খ।
এক মাএ আমরাই প্রথমে
মাদ্রেসার সাজেশন দিই।
JDC Exam - 2016
কোরআন মাজীদ
Al-Fatah Suggestion
Number:
+»»Al Hadid:
1,4,8,14,15,20,
21,22,24,28,31, 45,48.
+»»Hifjul Hadid: 1,2,5,6.
+»»Ulumul Hadid:
2,7,9,10,11,14.
লাইক দিয়ে শেয়ার
করবেন পোস্ট টি।
ধন্যবাদ ।
((এটি কোনো বোড প্রশ্ন নয়))
# JSC Exam Preparation 2016
Sub: Bengali 2nd Paper (Model Test)
Update: October 2016
# জেএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্রআগে এই
পোষ্টটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ দিন
please please plz.....
পূর্ণমান ৫০
রচনামূলক পশ্ন
মান : ৩০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
[দ্রষ্টব্য : ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।
উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের
উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
১। (ক) সারাংশ লেখো : ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে—‘বাঙালির বাংলা’ -
সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি
ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায়
কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু
কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি
তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব,
মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার
কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে
হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই
অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে
নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা (খ) সারমর্ম লেখো :
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম, জননী জন্মভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলা গেহ,
স্তব্ধ অতল, দিঘি কালো জল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে—
মা বলিতে প্রাণ, করে আনচান, চোখে আসে জল
ভরে।
২। যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো : ৫
(ক) একতাই বল
(খ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে—
চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে?
৩। (ক) অনুচ্ছেদ লেখো : ৫
‘বইমেলা’
অথবা
(খ) নিচের অনুচ্ছেদটি পড়ে বিষয়টি অনুধাবন করো এবং
প্রশ্নগুলোর উত্তর দাও :
যেকোনো জাদুঘর দেশের ইতিহাস-ঐতিহ্য ও
সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরার মধ্য দিয়ে অতীত ও
বর্তমানের মধ্যে সেতু বন্ধন রচনা করে। বাংলাদেশের
মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময়
জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতি-স্মারক
দলিলপত্রের একমাত্র সংগ্রহশালা। আমাদের ভবিষ্যৎ
প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে
পারে, ভুলে না যায়, সে লক্ষ্যেই মুক্তিযুদ
Friday, October 28, 2016
JSC পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় সাজেশান সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তাই কেউ মিস করবেন না!!
জে এস সি ২০১ ৬ বাংলা ২য় সাজেশন সকল বোর্ড
সকল বোর্ডের জন্য এই সাজেশান টি ফলো করো এবং আরো আপডেট সাজেশান পেতে
এএইচট্রিকবিডি ভিসিট করো
১। সারাংশ বা সারমর্ম (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর(টিপসরেইন)
(ক) আনন্দ প্রকাশ জীবনীশক্তির……… শিল্পকলা।
(খ) কোথা থেকে এসেছে……… হয়েছে বাংলা ভাষার।
অথবা,
(ক) নমঃ নমঃ নমঃ ……… জল ভরে।
(খ) ভদ্র মোরা, শান্ত বড়ো…… সকল বাধা- হীন।
২। ভাবসম্প্রসারণ (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর (ক) একতাই বল।
(খ) লোভে পাপ, পাপে মৃত্যু।
অথবা, (ক) করিতে পারি না কাজ…… কিছু বলে।
(খ) এ জগতে হায়, কাঙালের ধন চুরি।
(গ) জন্মিলে মরিতে…… জিবন নদে? ৩। অনুচ্ছেদ/ অনুধাবন (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর অপেক্ষা কর………(টিপসরেইন)
৪। পত্র/দরখাস্ত/মানপত্র/ পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
(ক) তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন।
তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ।
(খ) কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।
(গ) ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি চিঠি পাঠাও।
অথবা, (ক) স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন পত্র লেখ।
(খ) বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন পত্র লেখ।
(গ) স্কুলে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র রচনা কর।
(গ) স্কুলে ‘নজরুল জন্মজয়ন্তী’ উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা কর।
৫। প্রবন্ধ/রচনা লিখন (৩ টি প্রশ্ন থেকে ১ টি) -১০ নম্বর(টিপসরেইন)
(ক) ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য (খ) শ্রমের মর্যাদা অথবা, (ক) স্বদেশ প্রেম (খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান (গ) বাংলাদেশের ষড়ঋতু
তামিম ইকবালকে কেন ভুল আউট দিলেন নতুন আলিমদার ধর্মসেনা?
স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে ভুল আউট দিয়েছেন নতুন এক আলিমদার। তার নাম ধর্মসেনা। সাদা চোখে ধর্মসেনা ও তার সঙ্গী আমাদের খুব একটা ক্ষতি করতে পারছেন না। তামিম ইকবালকে কেন ভুল আউট দিলেন নতুন আলিমদার ধর্মসেনা? এনিয়ে ঝড়।
মনে হচ্ছে, তারা তো ভুল দিলেই রিভিউ হচ্ছে। ফলে আমরা কোনো ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি না। কিন্তু ব্যাপারটা এতো সরল নয়। আম্পায়ারদের এই ডজন ডজন ভুল আসলে ঠিকই সর্বনাশ করে দিচ্ছে ক্রিকেটের।
চট্টগ্রাম টেস্টে রিভিউ হয়েছে ২৬টি; এর মধ্যে ১২টি সিদ্ধান্ত আম্পায়ারদের বিপক্ষে গেছে। আজ এই অবদি রিভিউ হয়েছে দুটি; একটি ধর্মসেনার বিপক্ষে
গেছে।
মনে করছেন, বাকীগুলো নির্ভুল ছিলো। জ্বি না। বাকীগুলোর বেশীরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তটা ছিলো সন্দেহজনক। কিন্তু যেহেতু রিভিউ আইন অনুযায়ী আম্পয়ারের ফিফটি-ফিফটি ডিসিশন তৃতীয় আম্পায়ার বদলাতে পারে না, তাই কলগুলো টিকে গেছে। মানে, আম্পায়ার একবার ভুল করলে, সেটাকে সত্যিই ভুল বলতে গেলে তৃতীয় আম্পায়ারের হাতে অকাট্য প্রমাণ থাকতে হবে। নইলে বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের বদলে আম্পায়ার পাবেন!
ঠিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম টেস্টের শেষে সফিউলের আউটে। এই সিদ্ধান্তই আম্পায়ার নট আউট দিলে, নট আউট থেকে যেতো। আবার আজ তামিমের ক্ষেত্রেও একই ঘটনা। আম্পায়ার আউট বলেছেন বলে এই ‘শট অফার না করা’ এলবিডব্লু তামিমের বিপক্ষে গেলো।
এখন কথা হচ্ছে, আইন এই রক্ষাকবচ দিচ্ছে আম্পায়ারকে। সেই সুবিধার ফলে আম্পায়াররা এমন ভুল করতে থাকলে শেষ অবদি ভুক্তভোগী তো আমরাই হচ্ছি। আম্পায়ার যদি সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হন, একটা ম্যাচে ২৬টা সন্দেহজনক সিদ্ধান্ত দেন; তাহলে তিনি কেনো দায়ী হবেন না।
আমরা জানি, খেলোয়াড়দের এই প্রশ্ন তোলার উপায় নেই। কিন্তু টানা দুটি টেস্ট ধরে আম্পায়াররা এই ছেলেখেলা করতে থাকলে আইসিসি বা বিসিবিরও কী কিছু বলার নেই?-খেলাধুলা
২৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর