J.S.C Exam Preparation 2016
Bengali 1st
১০০% হুবহুব প্রশ্ন পেতে ইনবক্সে যোগাযোগ রাখুন
Update: 29 October 2016
জেএসসি মডেল টেস্ট বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। মন থেকে তেঁতুলগাছের ভূতের ভয় দূর হওয়ার কারণ
কী?
ক. সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
খ. প্রচণ্ড শীতের প্রকোপে
গ. পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায়
ঘ. পড়ে পাওয়া বাক্সটি কিভাবে ভাঙতে হবে তাতে ব্যস্ত
থাকায়
২। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বাস্তবসম্মত খ. জনপ্রিয়
গ. প্রতীকধর্মী ঘ. সাবলীল
৩। ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’—এই স্লোগান
কোন আন্দোলনের সঙ্গে ম্পর্কিত?
ক. রাষ্ট্রভাষা খ. অসহযোগ
গ. ছয় দফা ঘ. গণ-অভ্যুত্থান
৪। উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক. নিলাজ কুলটা খ. নিলাজ জননী
গ. নিলাজ দাসী ঘ. দাসী জননী
৫। ‘সে মাটি সোনার বাড়া’ চরণটিতে প্রকাশ পেয়েছে—
ক. দীনহীন অবস্থা
খ. দেশমাতৃকা তথা জন্মভূমির প্রেম
গ. মাটি সোনার মতো
ঘ. মাটির মূল্য সোনার মতো
৬। নবাব সাহেব সর্বত্র নিজের ‘নবাব’ বংশের গরিমা দেখান।
উদ্দীপকের বংশের সাথে ‘মানবধর্ম’ কবিতার কোনটির
সাদৃশ্য আছে?
ক. পণপ্রথা খ. জাতভেদ
গ. কুলীন প্রথা ঘ. বংশ গৌরব
৭। ‘পাছে লোকে কিছু বলে’—কবিতাটি পাঠকের প্রাণে
কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক. ভয়হীনতা খ. পরোপকারিতা
গ. সাহসিকতা ঘ. সংকোচহীনতা
৮। ‘ভীতির কবলে শক্তি মরে কেন?’
ক. প্রাণের ভয়ে
খ. উপেক্ষার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. মন দুর্বল বলে
৯। ‘পাছে লোকে কিছু বলে’—এমন মনোভাব মানুষকে
কী করে?
ক. ব্যথিত করে
খ. সমালোচিত করে
গ. হীনবল করে
ঘ. গুরুত্বহীন করে
১০। নুজহাত তার শ্রেণির সবচেয়ে মেধাবী ছাত্রী
হয়েও বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা থেকে নিজেকে
গুটিয়ে রাখতে চায়।
নুজহাতের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার
ফুটে ওঠা দিকটি হচ্ছে—
i. সংশয় রর. সমালোচনার ভয়
iii. লোকলজ্জা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। আলি বন্ধুর কাছে কোন বিষয়টি লুকান?
ক. হজে যাওয়ার
খ. জলপাই রাখার
গ. কলসিতে মোহর রাখার
ঘ. মক্কায় যাওয়ার
১২। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে
খ. মাছ ধরত বলে
গ. গান গাইত বলে
ঘ. ভ্রমণের নেশা ছিল বলে
১৩। রুদাবা অসুস্থ হয়ে পড়েছিল কেন?
ক. অনেক পরিশ্রম করত বলে
খ. স্বামীর জন্য দুশ্চিন্তা করত বলে
গ. ঠিকমতো খাওয়াদাওয়া করত না বলে
ঘ. মা হতে চলেছে বলে
ু উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নদীপথে ভ্রমণ করা শাহেদের অনেক দিনের শখ।
একদিন সে নৌকায় করে ভ্রমণে গেলে হঠাৎ প্রচণ্ড
ঝড়ে নৌকা ডুবে যায়। শাহেদ সাঁতরে তীরে আসে এবং
মনোবল না হারানোর জন্য বন্ধুদের উৎসাহ দেয়।
১৪। উদ্দীপকটিতে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন
দিকটি অনুপস্থিত?
ক. অভিজ্ঞতার রোমাঞ্চকর বর্ণনা
খ. ভাগ্য বিড়ম্বনা
গ. মানসিক দৃঢ়তা
ঘ. সহযোগিতার মানসিকতা
#আকাশ__বাণী___কলকাতা
১৫। উদ্দীপকের অনিকের সাথে রবিনসন ক্রুশোর
সাদৃশ্য রয়েছে—
i. ভ্রমণবিলাসী মানসিকতার
ii. প্রতিকূল পরিস্থিতিতে মনোবল না হারানোর
iii. বিপদাপন্ন মানুষদের সাহায্য না করার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
১৬। ঘোড়ার খুরের দাগ অনুসরণ করে রোস্তম কোন
শহরে গিয়েছিলেন?
ক. মাজেন্দ্রান খ. সামেনগান
গ. জাবুলিস্তান ঘ. তুরান
১৭। আসল রাজকুমার প্রমাণের জন্য কী পরীক্ষা ছিল?
ক. লোহার পেরেক পরীক্ষা
খ. ছোট সিলটার সন্ধান
গ. বড় সিলটার সন্ধান
ঘ. গুপ্ত আলমারির সন্ধান
১৮। রাজপ্রাসাদে টম ক্যান্টি পদে পদে ভুল করছিল কেন?
ক. বিরক্তির কারণে
খ. ভীত হয়ে
গ. ইচ্ছাকৃতভাবে
ঘ. অনভ্যাসের জন্য
১৯। ‘কিশোর কাজি’ গল্পের বালকেরা কী দিয়ে
জলপাইয়ের কলসি ভর্তি করেছিল?
ক. ইটের কুচি
খ. নুড়ি পাথর
গ. মাটির ঢেলা
ঘ. কাগজের টুকরো
২০। রোস্তম সোহরাবকে ‘মূষিকপ্রবর’ বলায় প্রকাশ
পেয়েছে—
ক. বীরত্ব খ. তাচ্ছিল্য
গ. ঘৃণা ঘ. ক্রোধ
উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ
১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ঘ
১৯. গ ২০. খ।
এক মাএ আমরাই প্রথমে
মাদ্রেসার সাজেশন দিই।
JDC Exam - 2016
কোরআন মাজীদ
Al-Fatah Suggestion
Number:
+»»Al Hadid:
1,4,8,14,15,20,
21,22,24,28,31, 45,48.
+»»Hifjul Hadid: 1,2,5,6.
+»»Ulumul Hadid:
2,7,9,10,11,14.
লাইক দিয়ে শেয়ার
করবেন পোস্ট টি।
ধন্যবাদ ।
((এটি কোনো বোড প্রশ্ন নয়))
# JSC Exam Preparation 2016
Sub: Bengali 2nd Paper (Model Test)
Update: October 2016
# জেএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্রআগে এই
পোষ্টটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ দিন
please please plz.....
পূর্ণমান ৫০
রচনামূলক পশ্ন
মান : ৩০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
[দ্রষ্টব্য : ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।
উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের
উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
১। (ক) সারাংশ লেখো : ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে—‘বাঙালির বাংলা’ -
সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি
ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায়
কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু
কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি
তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব,
মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার
কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে
হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই
অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে
নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা (খ) সারমর্ম লেখো :
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম, জননী জন্মভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলা গেহ,
স্তব্ধ অতল, দিঘি কালো জল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে—
মা বলিতে প্রাণ, করে আনচান, চোখে আসে জল
ভরে।
২। যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো : ৫
(ক) একতাই বল
(খ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে—
চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে?
৩। (ক) অনুচ্ছেদ লেখো : ৫
‘বইমেলা’
অথবা
(খ) নিচের অনুচ্ছেদটি পড়ে বিষয়টি অনুধাবন করো এবং
প্রশ্নগুলোর উত্তর দাও :
যেকোনো জাদুঘর দেশের ইতিহাস-ঐতিহ্য ও
সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরার মধ্য দিয়ে অতীত ও
বর্তমানের মধ্যে সেতু বন্ধন রচনা করে। বাংলাদেশের
মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময়
জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতি-স্মারক
দলিলপত্রের একমাত্র সংগ্রহশালা। আমাদের ভবিষ্যৎ
প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে
পারে, ভুলে না যায়, সে লক্ষ্যেই মুক্তিযুদ
0 comments: