Friday, October 28, 2016

JSC পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় সাজেশান সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তাই কেউ মিস করবেন না!!

জে এস সি ২০১ ৬ বাংলা ২য় সাজেশন সকল বোর্ড
সকল বোর্ডের জন্য এই সাজেশান টি ফলো করো এবং আরো আপডেট সাজেশান পেতে
এএইচট্রিকবিডি ভিসিট করো
১। সারাংশ বা সারমর্ম (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর(টিপসরেইন)
(ক) আনন্দ প্রকাশ জীবনীশক্তির……… শিল্পকলা।
(খ) কোথা থেকে এসেছে……… হয়েছে বাংলা ভাষার।
অথবা,
(ক) নমঃ নমঃ নমঃ ……… জল ভরে।
(খ) ভদ্র মোরা, শান্ত বড়ো…… সকল বাধা- হীন।
২। ভাবসম্প্রসারণ (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর (ক) একতাই বল।
(খ) লোভে পাপ, পাপে মৃত্যু।
অথবা, (ক) করিতে পারি না কাজ…… কিছু বলে।
(খ) এ জগতে হায়, কাঙালের ধন চুরি।
(গ) জন্মিলে মরিতে…… জিবন নদে? ৩। অনুচ্ছেদ/ অনুধাবন (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর অপেক্ষা কর………(টিপসরেইন)
৪। পত্র/দরখাস্ত/মানপত্র/ পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
(ক) তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন।
তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ।
(খ) কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।
(গ) ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি চিঠি পাঠাও।
অথবা, (ক) স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন পত্র লেখ।
(খ) বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন পত্র লেখ।
(গ) স্কুলে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র রচনা কর।
(গ) স্কুলে ‘নজরুল জন্মজয়ন্তী’ উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা কর।
৫। প্রবন্ধ/রচনা লিখন (৩ টি প্রশ্ন থেকে ১ টি) -১০ নম্বর(টিপসরেইন)
(ক) ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য (খ) শ্রমের মর্যাদা অথবা, (ক) স্বদেশ প্রেম (খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান (গ) বাংলাদেশের ষড়ঋতু


SHARE THIS

Author:

0 comments: