Wednesday, February 15, 2017

এন্ড্রয়েড মোবাইল দিয়ে প্রতিদিন ১০০-২০০ টাকা ফ্লেক্সিলোড নেওয়া শিখুন!!!

আজ আমি আপনাদের মাঝে এমনি একটি app শেয়ার করতে যাচ্ছি যেটা থেকে কোনো কাজ না করেই প্রতিদিন ২০ টাকা রিচার্জ নিবেন। যাই হোক কাজ শুরু করা যাক। ১//play store থেকে # Vodi ™ নামের সফটওয়ারটা ডাউনলোড করে নিন।
২// *তারপর, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে "Continue" ক্লিক করুন। ৩// তারপর, আপনার ফোন নম্বরে একটা মেসেজ আসবে এবং অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ৪// তারপর, আপনার বন্ধুর রেফারেল কোড (Friends রেফারেল Code) চাইবে, (যেটা দিতেই হবে) তখন, আপনি AH307 লেখাটি কপি করে "রেফারেল কোড" এর ঘরে বসিয়ে দিবেন। অথবা, নিচের মত হুবহু AH307 লেখাটা লিখে দেবেন। (সবগুলো বড়হাতের ও মাঝে কোন স্পেস নেই)। তাহলে আপনি (১৪০ পয়েন্ট) ৳.১৫ পাবেন। ৫// তারপর, আপনার ইমেইল চাইলে ইমেইল দিয়ে submit/next এ চাপুন। তাহলে একাউন্ট হয়ে খোলা হয়ে যাবে। [Email না দিলেও হবে] ৬// এবার, আপনি সফটওয়ারটির প্রতিটা মেনুতে ঢুকে দেখুন, তাহলে আপনি ১০ পয়েন্ট করে পাবেন। এভাবে ১৪০ পাবেন প্রথম দিনে। ★আর প্রতিদিন সফটওয়ারটি ওপেন করলেই আপনি প্রতিদিন ৪০ পয়েন্ট বোনাস পাবেন। ★ 273 পয়েন্ট হলেই সাথে সাথে নগত (৳.২০) reacharge করে নিতে পারবেন। ৬// একাউন্ট খোলার পর, আপনার রেফারেল কোড পাবেন। ৭//তাছাড়া আমার রেফারেল নাম্বার AH307 এড করার পর,সেখান থেকে আমাকে মেসেজ কিংবা কল দিলেও পয়েন্ট পাবেন,কোন টাকা লাগবে না। সেটা দিয়ে, মাত্র ২ জন বন্ধুকে একাউন্ট খুলে দিলেই আপনি 273 পয়েন্ট (৳.২০) পেয়ে যাবেন। এবং সাথে সাথে রিচার্জ করে নিবেন আর পারলে ইউটিউবের ভিডিওটি দেখে কাজ শুরু করবেন।
https://youtu.be/Lm_wwExmr-Y
সবাই ভাল থাকুন আর যে কোন সমস্যায় কমেন্ট করবেন।


SHARE THIS

Author:

0 comments: