Friday, February 17, 2017

এক সেলফিই পাল্টে দিয়েছে সাইমার জীবন |

এক সেলফিই পাল্টে দিয়েছে সাইমা হুসেন মিরের জীবন। কিছুদিন আগে ‘রইস’ ছবির প্রচারে পুণের একটি কলেজের ক্যাম্পাসে ছাত্র–ছাত্রীদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপফি তোলেন। সেই গ্রুপফিতেই ছিলেন শ্রীনগর থেকে পড়তে আসা সাইমা হুসেন মির। সেই ছবি পোস্ট করতেই সারা দেশের নজর কেড়ে নেন এই কাশ্মীরি তরুণী। তারপর থেকেই ক্রমাগত বিয়ের প্রস্তাব পাচ্ছেন সাইমা। রাতবিরাতে বেজে উঠছে ফোন। যাঁদের কাছে ফোন নম্বর নেই, তাঁরা ফেসবুকেই বিরক্ত করছেন সাইমাকে। কয়েকদিন আগে সাইমা নিজের আঁকা একটি ছবি ফেসবুকে আপলোড করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘নট জাস্ট এ প্রিটি ফেস’। তারপরেই এই ছবিটিতে অন্তত দুই হাজার লাইক এবং ২০০টি কমেন্ট পোস্ট হয়। যা কোনো সেলেব্রিটির থেকে কম নয়। ‌‌


SHARE THIS

Author:

0 comments: