Thursday, February 2, 2017

এসএসসি পরীক্ষার বাংলা ২য় ১০০% কমন সাজেশন সকল বোডের জন্য তাই মিস করলেই লস!!!

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন।
১০০% কমন পড়বে ইনশাল্লাহ।
বাংলা অনুবাদ:-
1. Education is the backbone ... see the light of hope.
2. A good teacher is one ... hidden inside each student.
3. A student is a learner ... he loused his parents.
4. Honesty is a noble ... best policy.
5. He who loves his country ... even after their death.
6. Knowledge is vaster than ... the Ocean of Knowledge.
7. Our total environment ... happier life.
8. Punctuality is to be ... should be our motto.
9. We should bear the courage ... life and search its goal.
10. Books are men best ... you much pleasure.
11. The necessity of learning ... can do without English.
12. Self-reliance means ... the face of difficulty.
13. Good book are store ... an employment.
14. Man is the architect ... seed time of life.
15. Work is life ... health and happiness.
পত্র লিখন:-
১. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে একটি পত্র রচনা কর।
২. তোমার দেখা একটি একুশের বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৩. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
৪. ছাত্রজীবনে শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইয়ের কাছে পত্র লেখ।
৫. এসএসসি পরীক্ষার পর অবসর সময়গুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৬. পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।
৭. তোমার দেখা কোনো ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা ও অনুভূতির বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।
৮. তোমার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি সংবর্ধনাপত্র রচনা কর।
আবেদনপত্র:-
১. তোমাদের গ্রামে পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখ।
২. ছাত্রকল্যাণ তহবিল/দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৩. যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি পত্র লেখ।
৪. তোমার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
৫. শিক্ষাসফরে/বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৬. সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় প্রকাশ উপযোগী একটি পত্র রচনা কর।
সারাংশ:-
১. অভ্যাস ভয়ানক জিনিস .... তাহলে সব পণ্ড হবে।
২. মাতৃস্নেহের তুলনা নেই ... রক্ষা করিতে ব্যস্ত হয়।
৩. তুমি জীবনকে সার্থক সুন্দর ... জীবন সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।
৪. অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও ... গৌরব বোধ করেন।
৫. শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ ... সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।
৬. অতীতকে ভুলে যাও ... জীবন নিয়ে বাঁচতে।
৭. সময় ও স্রোত কারও ... আসবে না।
৮. প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে ... দিগন্ত উন্মোচিত হবে না।
৯. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ... গমন বিধেয় নহে।
১০. সত্য ওজন দরে বা গজের মাপে ... তারাই দীপ্যমান।
সারমর্ম:-
১. বসুমতী কেন তুমি এতই কৃপণা.... তাহে একেবারেই ছাড়ে।
২. পরের মুখে শেখা বুলি...আর কোথাও পাবি নারে।
৩. নিন্দুকেরে বাসি আমি....পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
৪. বহুদিন ধরে বহু .... একটি শিশির বিন্দু।
৫. সবারে বাসিবো ভালো.....জাগিয়ে নবজীবন স্পন্দনে।
৬. আসিতেছে শুভ দিন.....আসে নব উত্থান
৭. পুণ্যে-পাপে, দুঃখে-সুখে... সংগ্রাম করিতে দাও ভালো মন্দের সাথে।
৮. ছোট ছোট বালুকণা.....স্বর্গ সুখ নিত্য দেয় আনি
৯. হে দারিদ্র্য তুমি..... হেরি মম কল্পলোক।
১০. সার্থক জনম....মুদব নয়ন শেষে।
ভাবসম্প্রসারণ:-
১. শিক্ষাই জাতির মেরুদণ্ড।
২. সুজনে সুযশ গায়... সুরব না শিয়া।
৩. মেঘ দেখে কেউ... অন্ধকারেই ফিরে আসে।
৪. অন্যায় যে করে..... তৃণ সমদহে।
৫. স্বদেশের উপকারে ... পশু সেই জন।
৬. আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য।
৭. ভোগে সুখ নাই.... সুখ।
৮. কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহ-ই নাই।
৯. মিথ্যা শুনিনি ভাই... কাবা নাই।
১০. দুর্জন বিদ্বান.... পরিত্যাজ্য।
১১. নানান দেশের নানান ভাষা... মিটে কি আশা?
১২. উত্তম নিশ্চিন্তে চলে... যিনি চলেন তফাতে।
১৩. প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।
১৪. বিশ্বের যা কিছু মহান.... অর্ধেক তার নর।
১৫. আমার এ ঘর ভাঙ্গিয়াছে... যে মোরে করেছে পর।
১৬. মানুষ বাঁচে তার .... মধ্যে নহে।
প্রবন্ধ রচনা:-
১. সময়ের মূল্য/সময়ানুবর্তিতা
২. স্বদেশ প্রেম
৩. শ্রমের মর্যাদা
৪. কর্মমুখী শিক্ষা/বৃত্তিমূলক শিক্ষা
৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৭. পরিবেশ দূষণ ও তার প্রতিকার।


SHARE THIS

Author:

0 comments: