Thursday, January 19, 2017

কাঁচা কাজুবাদাম এর কার্যকরী স্বাস্থ্য উপকারিতা

সবুজ কাজুবাদাম বলতে কাঁচা কাজুবাদামকে বোঝানো হয়, যাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এই কাজুবাদাম স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি অনেক ঔষধি এবং গুণাগুণের জন্য পরিচিত।

এখানে সবুজ কাজুবাদাম এর কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা হলোঃ

১। সবুজ কাজুবাদাম স্বাস্থ্যের জন্য ভাল কারণ তারা শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টসমূহ লোড করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেড় করে দেয়। তারা শরীরে রোগ প্রতিরোধক ব্যবস্থার কার্যক্রম বৃদ্ধি করে এবং সংক্রমণ কারী রোগ প্রতিরোধ করে।

২। এটি শরীরের ওজন কমাতেও সাহায্য করে। সাদা কাজু যেমন খুব দ্রুত ওজন বাড়িয়ে দেয়, সবুজ কাজু তেমনি খুব দ্রুত ওজন কমিয়ে দেয়।

৩। সবুজ কাজুবাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পরিপাকে সহায়তা করে ফলে পাকস্থলী ভালো থাকে। এছাড়াও এটি পেটের বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

৪। সবুজ কাজু বাদামের ক্যালসিয়াম ও ফসফরাস উপাদান শরীরের হাড়ের সুষ্ঠু গঠন নিশ্চিত করে। মজবুত আর শক্তিশালী হাড় গঠনে সবুজ কাজু বাদামের সাথে অন্য কিছুর তুলনা হয়না।

৫। সবুজ কাজু বাদামের ভিটামিন এবং খনিজ পদার্থ চুলের গোঁড়ায় পুষ্টি যোগায়। ফলে চুল পড়া কমে গিয়ে চুলের গোরা হয় সুস্থ ও মজবুত। এবং চুল হয় আকর্ষণীয়।

৬। তাছাড়া সব ধরণের কাজু বাদাম আপনার ব্রেইনের জন্য একটি অন্যতম সেরা খাদ্য। কাজু বাদামের ভিটামিন ই আপনার ব্রেইনের কার্যক্রম সঠিক
রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুব সাহায্য করে। এছাড়া বাদামের জিঙ্ক উপাদান ও মিনারেল ব্রেইনের সেল ড্যামেজ থেকে রক্ষা করে।


SHARE THIS

Author:

0 comments: