খাঁটি বিনোদনের খোরাক ‘দেশি মুরগী’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত। না, কোন খাবারের আইটেম কিন্তু না, বাংলা নাটক দেশি মুরগী। তৌসিফ মাহবুব ও মুমতাহিনা চৌধুরী টয়া ‘দেশি মুরগি’ ধারাবাহিকে জুটিবদ্ধ হয়েছেন।
বাংলা টিভির জন্য নির্মিত পাঁচ পর্বের ধারাবাহিক নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করছেন ইমরাউল রাফাত। নাটকটির গল্প ও নানা বিষয় নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা হলো নির্মাতা ইমরাউল রাফাত’র।
নাম কেন দেশি মুরগী জানতে চাইলে নির্মাতা রাফাত বলেন, বন্ধুমহলে যারা একটুন ভিতু বা লাজুক প্রকৃতি তাদের আমরা অনেক সময় মজা করে ফার্মের মুরগী বলি আর যারা চটপটে সাহসী তাদেরকে ডাকা হয় দেশি মুরগী হিসেবে। নাটকে তৌসিফকে দেখা যাবে ফার্মের মোরগের মতো আচার-আচরণ করতে। অন্যদিকে টয়া পাবলিক বাসে উঠে, টঙের দোকানে চা খায়, সাহসী-এজন্য তাকে বলা হচ্ছে দেশি মুরগী।
গল্পে দেখা যাবে, তৌসিফ-টয়া পালিয়ে বিয়ে করতে চায়। বিয়ের সব আয়োজন হয়, টয়া কবুলও বলে ফেলে কিন্তু তৌসিফ সেই মুহূর্তে কান্না শুরু করে দেয়। হাস্যরসাত্মক গল্পে পুরো ঘটনা সাজানো হয়েছে। নানা ক্লাইমেক্স শেষে শেষপর্যন্ত বিয়ে হচ্ছে কিনা তা দেখতে অপেক্ষা করতে হেবে!
তৌসিফ-টয়া ছাড়াও এতে অভিনয় করছেন, ইভানা, শামীম হাসান সরকার প্রমূখ। নাটকে শামীমের চরিত্রের নাম লিয়াকত আলী লারু, আর আরেকটি চরিত্রে ইভানাকে দেখা যাবে সে কথায় কথায় কেঁদে ফেলে।
পুবাইল, গাজীপুর ও নগরীর মগবাজার, আজিমপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারনের কাজ হয়েছে।
ইত্তেফাক/এমএআর
0 comments: