অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল কে হবেন 'ধুম'সিরিজের পরবর্তী সিনেমার চোর।
কিছুদিন আগেও খবর ছিল বলিউডের ভাইজান সালমান খানকে 'ধুম ৪' সিনেমায় দেখা যাবে।
তবে এবার খবর হল সালমান খান নন, বলিউড কিং শাহরুখ খানকে দেখা যাবে ধুমের পরবর্তী সিরিজে!
আর সিনেমায় চোরের ভূমিকায় হাজির হবেন শাহরুখ!
'ধুম' সিনেমার আগের সিরিজগুলোতে চোরের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান।
'ধুম ৩' সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন আমির খান। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যায় আমিরকে।
'ধুম' সিনেমা মানেই চোর আর পুলিশের খেলা। যেখানে আগের সবগুলো সিরিজেই পুলিশের ভূমিকায় দেখা গেছে অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে।
জানা গেছে, পরিচালক আদিত্য চোপড়ার নতুন সিনেমা ‘বেফিকরে’ খুব ব্যবসা করতে পারেনি। আদিত্য চোপড়া এখন নতুন ছবি করার জন্য মরিয়া হয়ে আছেন।
আর যশরাজ ফিল্মের ব্যান্যারে ‘ধুম ৪’ নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিতে চান তিনি।
জানা গেছে, আদিত্য চোপড়া আর শাহরুখ খান একসঙ্গে কাজ করবেন। আর সেটা 'ধুম'র পরবর্তী সিক্যুয়লেই।
এদিকে 'ধুম ৪' থেকে বাদ পড়তে পারেন অভিষেক বচ্চন।
0 comments: