বিনোদন ডেস্ক : এবার ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহিকে শোকজ পাঠিয়েছে শিল্পী সমিতি। জানা যায়, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির নায়িকা হিসেবে নেয়া হয়েছিল পরীমনিকে। কিন্তু ছবিটির প্রথম এক লট শুটিংয়ের পর বিশেষ কারণে তাকে বাদ দিয়ে মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করেন পরিচালক।
চুক্তির পর বিয়েতে আবদ্ধ হন মাহি। ফলে শুটিং শুরু হয়নি ছবিটির। বিয়ের পর মাহি অভিনয়ে ফিরেন। এরপর
ছবিটির কিছু অংশের শুটিংও করেন। কিন্তু হঠাৎ করে অজানা কারণে পরে আর শিডিউল দেননি মাহি। পরিচালক বারবার মাহির শিডিউল চেয়েও পাননি বলে জানিয়েছেন। ফলে উপায়ন্তর না দেখে গত ৩০ ডিসেম্বর পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির কাছে মাহির বিরুদ্ধে অভিযোগ করেছেন শানু। এ অভিযোগের কারণেই মাহিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শিল্পী সমিতি।
এ শোকজের বিষয়ে সত্যতা জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা অমিত হাসান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মাহিকে চিঠি দিয়েছি। এতে আমরা তার বক্তব্য জানাতে বলেছি। আমার বিশ্বাস, শিগগিরই তিনি উত্তর দেবেন।’
তবে মাহিয়া মাহি এ বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমি পেশাদার অভিনেত্রী, অবশ্যই ঝামেলা মিটিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’
০১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস
0 comments: