Thursday, December 29, 2016

‘খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ মানেই ক্রিকেট, ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু সেই প্রানের ক্রিকেট এখন আর ক্রিকেট নেই! কেননা, এখন খেলোয়াড়দের স্কোয়াডে রাখা হয় শুধু মাত্র পানির বোতল টানার জন্য। আর যাদের পানির বোতল টানার কথা তারা মাঠে খেলে। হ্যাঁ, বলছিলাম অবহেলিত অলরাউন্ডার নাসির হোসাইনের কথা কথা। দেশের হয়ে

তারা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যায় তখন নাসির এবং আনামুল বাংলাদেশ জাতীয় ডিভিশন লীগ খেলে।

বাংলাদেশের সকল ক্রিকেট ভক্তদের বলছি, ভাই আমরা ৭১এর যুদ্ধ দেখিনি! কিন্তু দেশের হয়ে খেলোয়াড়দের মাঠে নেমে যুদ্ধ করতে দেখেছি সহস্র বার। তাই সবার প্রতি আহ্বান জানাচ্ছি, স্লোগান হবে আরও একবার "খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ।"

খেলবে নাসির দেখবে দেশ, জিতবে আবার বাংলাদেশ। এই স্লোগানে ফেসবুকে ইভেন্ট খুলেছে নাসির ভক্তরা। আর তার ডিটেইলসে উপরের কথা গুলো লেখেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ডিভিশন ক্রিকেট লীগে ২০১ রানের অনবদ্য ক্রিকেট খেলেন নাসির হোসেন।
২৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/ এআর


SHARE THIS

Author:

0 comments: