Saturday, December 10, 2016

দু'রকম মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং

ভাঁজ করা যায় এমন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং, এ খবার অনেক দিন ধরেই জানানো হচ্ছে। তবে সম্প্রতি জানা যায়, জোড়া স্ক্রিনওয়ালা ও বইয়ের মতো ভাঁজ করা এই দু’রকম মডেলের দুটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং।

খুব সম্ভবত ২০১৭-র জানুয়ারিতে লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক শোতে স্মার্টফোনটির দুটি মডেল প্রকাশ করবে সংস্থা। যদি কোন কারণে সেটা না হয়, তবে ঠিক ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কনফারেন্সে ফোন দুইটা তুলে ধরা হবে বিশ্বের সামনে।
স্যামসাং জানিয়েছে, আপাতত তিন রকম ভাবে গ্রাহকদের এই ফোন ব্যবহারের সুবিধা দিতে পারবে তারা। চাইলে ফোনটার ভাঁজ খুলে রেখে ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যাবে। ইচ্ছে হলে স্ক্রিনটাকে লুকিয়ে রাখা যাবে স্রেফ ভিতরের ভাঁজে। অথবা আর পাঁচটা মোবাইল ফোনের মতো স্ক্রিনটা রাখা যাবে সামনেও। তবে এখনো পর্যন্ত এই ভাঁজ করা স্মার্টফোনের অন্য কোন ফিচারস জানায়নি স্যামসাং। ফলে ফোনটার দাম কত হতে পারে, তাও এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে অজানাই!


SHARE THIS

Author:

0 comments: