Saturday, December 10, 2016

সেই হ্যাপি ফিরছেন নায়িকা হয়ে

আসছে নতুন বছরে নাজনীন আক্তার হ্যাপিকে নায়িকা হসেবে পাচ্ছেন দর্শকেরা।   ছবির নাম 'সত্যিকারের মানুষ’।

হ্যাপির বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন।   এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে। আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে।
ছবির নাম প্রথমে ‘রিয়েলম্যান’ছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে নির্মাতা বদরুল আমিন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ধুমকেতু ছবি। শাকিব খানের এই ছবিতে হ্যাপি একটি আইটেম গানে অংশ নিয়েছেন।


SHARE THIS

Author:

0 comments: