Friday, December 23, 2016

টাঙ্গাইলে স্টার জলসা দেখা নিয়ে নারীর হাতে নারী খুন

টাঙ্গাইল পৌর শহরের কলেজপাড়া এলাকায় ভারতীয় টিভি স্টার জলসার সিরিয়াল দেখাকে কেন্দ্র করে সুমি আক্তারকে (২২) গলা টিপে হত্যা করেছে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম। এ ঘটনার জড়িত রিনা বেগমকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজপাড়া ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত সুমি আক্তার ভূঞাপুর উপজেলার বাহাদিপুর গ্রামের লিটু সরকারের স্ত্রী।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলর শামীমের বাসার ভাড়াটিয়া শাহাজাদির ঘরে টিভি দেখতে যায় পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার ও রিনা বেগম। এ সময় ভারতীয় টিভি স্টার জলসার সিরিয়াল দেখা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সুমিকে লাঠি দিয়ে আঘাত করে এবং গলা টিপে ধরে রিনা। এতে সুমি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সুমিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


SHARE THIS

Author:

0 comments: