জ্যেষ্ঠ প্রতিবেদক : মিয়ানমারে নির্যাতিত প্রতিবন্ধী, পঙ্গু ও বৃদ্ধ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আল্লামা শায়খ খন্দকার গোলাম মাওলা নকশবন্দী।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী ওলামা লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
গোলাম মাওলা বলেন, রোহিঙ্গা মুসলিমরা করুণ অবস্থায় দিনাতিপাত করছে। তাদের রক্ষায় সরকার যেভাবে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়ে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার কাছে অনুরোধ, প্রতিবন্ধী, বৃদ্ধ, পঙ্গু অসহায় রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে আশ্রয় দিন। তাদের বাঁচান।’ রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় আন্তর্জাতিক শান্তি রক্ষীবাহিনী পাঠানোর দাবি জানিয়ে আওয়ামী লীগের এই উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসির ভূমিকার কঠোর সমালোচনা করেন।
ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মুফতি মাসুম বিল্লাহ, ওলামা লীগের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৬/নঈমুদ্দীন/মুশফিক
0 comments: