অনলাইন ডেস্ক: 'গুগল প্লে', গুগল দ্বারা পরিচালিত একটি ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পর্যালোচনা ও ডাউনলোড করতে পারে।
সম্প্রতি গুগল 'গুগল প্লে' পরিসেবাটি কয়েকটি এনড্রয়েড ফোনের জন্য বন্ধ করতে যাচ্ছে। একটি সূত্র থেকে জানা গেছে, পুরোনো ভার্সনের এনড্রয়েড ব্যবহৃত হচ্ছে এমন কিছু স্মার্টফোনে আগামী বছর থেকে প্লে পরিসেবাটি বন্ধ করার কথা জানিয়েছে গুগল।
গুগল কর্তৃপক্ষের খবরে বলা হয়, এনড্রয়েড জিঞ্জারব্রেড (এনড্রয়েড-২.৩) ও হানিকম্ব ভার্সনে গুগল প্লে পরিসেবাটি সাপোর্ট করবে না। বর্তমানে এনড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বিশ্বের প্রায় ১ দশমিক ৩ শতাংশ এনড্রয়েড গেজেটে জিঞ্জারব্রেড ব্যবহৃত হচ্ছে।
গুগল কর্তৃপক্ষ বলছে, এনড্রয়েডের শুরুর দিকের প্রায় ছ'বছর পুরোনো জিঞ্জারব্রেড। বর্তমানে অনেক এনড্রয়েড অ্যাপ নির্মাতারা এই ভার্সনের জন্য কোন অ্যাপ তৈরিও করেন না, আবার আগের ভার্সনের অ্যাপগুলোকেও আপডেট আনে না। ফলে পুরোনো সংস্করণের এনড্রয়েড ফোনে বন্ধ হতে চলছে 'গুগল প্লে'। সূত্র: গ্যাজেটস নাউ।
0 comments: