মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র টিজার। গত ২২ নভেম্বর ইউটিউবে প্রকাশ করা হয় সিনেমার টিজার। টিজারটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
১ মিনিট ২ সেকেন্ডের এই টিজারটি এরই মধ্যে প্রায় দেড় লাখ মানুষ দেখেছেন।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।
ব্যাতিক্রমী নির্মাণশৈলী এরই মধ্যে দর্শকদের মুগ্ধ করেছে।
এক পুলিশ সদস্যকে ঘিরে সিনেমার গল্প। যে নিজের জীবন বাজি রেখে জনগণের জীবন রক্ষার জন্য কাজ করে যান। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন শুভ। অন্যদিকে মাহি অভিনয় করেছেন সাংবাদিকের ভূমিকায়।
সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।
চলতি বছরের শুরুতে ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং শুরু হয়। এরপর ফেব্রুয়ারিতে ছবির টানা শুটিং হয়। শুভ-মাহি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন এ বি এম সুমন, শিপন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, আফজাল হোসেন প্রমুখ।
0 comments: