Tuesday, November 1, 2016

জেএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র ১০০% ফুল এন্ড ফাইনাল সাজেশন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না!!!

জে.এস.সি-২০১৬ বাংলা ২য় পত্র সাজেশন
সকল র্বোডের জন্ন্যঃ
১। সারাংশ বা সারমর্ম (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
(ক) কোথা থেকে এসেছে......... হয়েছে বাংলা ভাষার। ***
(খ) একজন মানুষ ভালো কি মন্দ......... তোমার মনুষ্যত্বের পরিচয়। ***
(গ) বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে......... মৃতপ্রায় হয়ে থাকে। **
(ঘ) আনন্দ প্রকাশ জীবনীশক্তির......... শিল্পকলা। *
অথবা,
(ক) নমঃ নমঃ নমঃ ......... জল ভরে। ***
(খ) ভদ্র মোরা, শান্ত বড়ো...... সকল বাধা-হীন। **
(গ) হে সূর্য! শীতের সূর্য!...... মনে হয় দামি। *
(ঘ) এই যে বিটপি-শ্রেণি...... ঠাই নহে অবনত। *
২। ভাবসম্প্রসারণ (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
(ক) একতাই বল। ***
(খ) জ্ঞানহীন মানুষ পশুর সমান। ***
(গ) লোভে পাপ, পাপে মৃত্যু। **
(ঘ) সঙ্গদোষে লোহা ভাসে। *
অথবা,
(ক) এ জগতে, হায়,...... কাঙালের ধন চুরি। ***
(খ) বিশ্বের যা কিছু...... অর্ধেক তাঁর নর। ***
(গ) জন্মিলে মরিতে...... জিবন নদে? **
(গ) করিতে পারি না কাজ...... কিছু বলে। *
৩। অনুচ্ছেদ/ অনুধাবন (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
খুব শিগ্রই দেওয়া হবে.........
৪। পত্র/দরখাস্ত/মানপত্র/ পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২ টি প্রশ্ন থেকে ১ টি)-৫ নম্বর
(ক) বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তোমার বন্ধুর নিকট একটি চিঠি লেখ। ***
(খ) তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ। ***
(গ) কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ। **
(ঘ) ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি চিঠি পাঠাও। *
অথবা,
(ক) বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন পত্র লেখ। ***
(খ) স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন পত্র লেখ। ***
(গ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদন পত্র লেখ। **
(ঘ) স্কুলে একটি ‘বিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র রচনা কর। *
৫। প্রবন্ধ/রচনা লিখন (৩ টি প্রশ্ন থেকে ১ টি)-১০ নম্বর
(ক) অধ্যাবসায় ***
(খ) স্বদেশ প্রেম ***
(গ) বাংলাদেশের কৃষক ***
(ঘ) কর্মমুখী শিক্ষা **
অথবা,
(ক) শ্রমের মর্যাদা **
(খ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান **
(গ) ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য **


SHARE THIS

Author:

0 comments: