Tuesday, November 1, 2016

জেএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র ১০০% কমন সাজেশন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না!!!

((এটি কোনো বোড প্রশ্ন নয়))
# JSC Exam Preparation 2016
Sub: Bengali 2nd Paper (Model Test)
Update: October 2016
# জেএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্রআগে এই পোষ্টটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ দিন please please plz.....
পূর্ণমান ৫০
রচনামূলক পশ্ন
মান : ৩০
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
[দ্রষ্টব্য : ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়।]
১। (ক) সারাংশ লেখো : ৫
বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে—‘বাঙালির বাংলা’ - সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়ত্ব, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়ত্বই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।
অথবা (খ) সারমর্ম লেখো :
নমঃ নমঃ নমঃ সুন্দরী মম, জননী জন্মভূমি।
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলা গেহ,
স্তব্ধ অতল, দিঘি কালো জল-নিশীথ শীতল স্নেহ।
বুকভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে—
মা বলিতে প্রাণ, করে আনচান, চোখে আসে জল ভরে।
২। যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো : ৫
(ক) একতাই বল
(খ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে—
চির স্থির কবে নীর, হায়রে জীবন নদে?
৩। (ক) অনুচ্ছেদ লেখো : ৫
‘বইমেলা’# জয়_স্যার (নেট ২৪. কম)
অথবা
(খ) নিচের অনুচ্ছেদটি পড়ে বিষয়টি অনুধাবন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
যেকোনো জাদুঘর দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরার মধ্য দিয়ে অতীত ও বর্তমানের মধ্যে সেতু বন্ধন রচনা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতি-স্মারক দলিলপত্রের একমাত্র সংগ্রহশালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, ভুলে না যায়, সে লক্ষ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে।# জয়_স্যার (নেট ২৪. কম)
i) ‘স্মারক’ শব্দটির অর্থ কী? ১
ii) সংস্কৃতি কাকে বলে? ১
iii) মুক্তিযুদ্ধ কী? ১
iv) মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে আমাদের অনুপ্রাণিত করে, সংক্ষেপে লেখো। ২
৪। (ক) মনে করো, তোমার নাম মুহিত। তোমার বন্ধুর নাম সুহৃদ। সে জামালপুর থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখো। ৫
অথবা (খ) মনে করো, তোমার বাবা একজন সরকারি চাকরিজীবী। সম্প্রতি তাঁকে চট্টগ্রাম বদলি করা হয়েছে। এ অবস্থায় তোমাকেও তাঁর সঙ্গে যেতে হবে। এ জন্য তোমার প্রতিষ্ঠানপ্রধানের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করো।
৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০# জয়_স্যার (নেট ২৪. কম)
(ক) অধ্যবসায় : [সংকেত—সূচনা, অধ্যবসায় কী, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায় ও প্রতিভা, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার]
(খ) বাংলাদেশের কৃষক : [সংকেত—সূচনা, কৃষকের অতীত ইতিহাস, কৃষকের বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার]
(গ) স্বদেশপ্রেম : [সংকেত—সূচনা, স্বদেশপ্রেমের সংজ্ঞা, স্বদেশপ্রেমের স্বরূপ, স্বদেশপ্রেমের অনুভূতি, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, বাঙালির স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার]
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ২০
সময় : ২০ মিনিট
[প্রতিটি প্রশ্নের মান ১। সব প্রশ্নের উত্তর দিতে হবে।]
১। ভাষার প্রাণ কোনটি?
(ক) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি (খ) অর্থপূর্ণ বাক্য
(গ) অর্থপূর্ণ ধ্বনি (ঘ) অর্থপূর্ণ শব্দ
২। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
(ক) অ (খ) আ (গ) ঈ (ঘ) ঋ
৩। যুক্ত শ + ঋ/ল-এর উচ্চারণ ইংরেজি ঝ-এর মতো, উচ্চারণ হলো—
(ক) সচিব (খ) শ্বেত (গ) শ্লোক (ঘ) দৃশ্য
৪। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?# জয়_স্যার (নেট ২৪. কম)
(ক) শীত + আর্ত
(খ) শীত + ঋত
(গ) শীতা + ঋত
(ঘ) শীর্তা + ত
৫। শব্দে বিভক্তি যুক্ত হলে তা কী হয়ে যায়?
(ক) শব্দ (খ) বাক্য
(গ) বর্ণ (ঘ) পদ
৬। শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলো—
(ক) শূদ্র > শূদ্রানী (খ) ঠাকুর - ঠাকুরানি
(গ) কাঙাল > কাঙালিনী (ঘ) ইন্দ্র - ইন্দ্রানী
৭। কোন কোন পদের বচনভেদ হয়?
(ক) বিশেষ্য ও বিশেষণ (খ) সর্বনাম ও ক্রিয়া
(গ) ক্রিয়া ও অব্যয় (ঘ) বিশেষ্য ও সর্বনাম
৮। সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
(ক) মেঘনা (খ) নদী (গ) শ্রবণ (ঘ) বাঙালি
৯। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?
(ক) সাইরেন বেজে উঠল (খ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
(গ) কাঞ্চন বই পড়ে (ঘ) হাফিজা চিঠি লিখছে
১০। কোনটির নাম ধাতু?
(ক) ঘুম + আ (খ) কৃ + তব্য (গ) খেল্ + এ (ঘ) নাচ্ + আ
১১। বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি?
(ক) আমাকে তুমি রক্ষা করো প্রভু (খ) বড় হও, বুঝতে পারবে
(গ) সব সময় সত্যি বলবে (ঘ) অসুস্থ হলে ওষুধ খাবে
১২। অনুভূতির কাল্পনিক অনুকৃতি কোনটি?
(ক) কলকল (খ) ঠাঠা (গ) কুহুকুহু (ঘ) মড়মড়# জয়_স্যার (নেট ২৪. কম)
১৩। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(ক) সুদিন (খ) ভাবুক
(গ) দিগন্ত (ঘ) নদীমাতৃক
১৪। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
(ক) আকাঙ্ক্ষা (খ) আকাঙ্খা (গ) আসত্তি (ঘ) আসক্তি
১৫। দুটি বাক্যর মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোনটি বসে?
(ক) কমা (খ) দাঁড়ি
(গ) কোলন
(ঘ) সেমিকোলন
১৬। সন্ধিতে (তৎসম শব্দে) প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে কী হবে?
(ক) ন হবে (খ) ং হবে
(গ) ণ হবে (ঘ) ম হবে
১৭। অভিধানে শব্দের পর শব্দ সাজানো থাকে কিভাবে?# জয়_স্যার (নেট ২৪. কম)
(ক) প্রথম বর্ণ ধরে ক্রমান্বয়ে (খ) বর্ণানুক্রমিকভাবে
(গ) শেষ বর্ণ ধরে ক্রমান্বয়ে (ঘ) বাগক্রমিকভাবে
১৮। ‘কথাটা পাঁচ কান করো না’—‘কান’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রকাশ (খ) মনোযোগ (গ) নির্লজ্জ (ঘ) বধির
১৯। ‘শূন্য-এর বিপরীত শব্দ কোনটি?
(ক) অপূর্ণ (খ) সম্পূর্ণ
(গ) পূর্ণ (ঘ) অসম্পূর্ণ
২০। ‘সোনার পাথর বাটি’ বাগধারাটির অর্থ হলো— # জয়_স্যার (নেট ২৪. কম)
(ক) অজানা বস্তু
(খ) অদেখা বস্তু
(গ) অদৃশ্য বস্তু
(ঘ) অসম্ভব বস্তু
উত্তর
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ
# জয়_স্যার (নেট ২৪. কম)
[সাজেশন লাগলে বোডের নাম লিখুন]
█▓▒░ হট নিউজ ░▒▓█►
আমাদের কাছে যেসব প্রতারক এর
লিষ্ট আছে, তার নিচে তুলে ধরা হলো
আপনাদের কাছে নতুন কোনো
প্রতারক এর নাম জানা থাকলে
কমেন্ট করুন
https://m.facebook.com/1730434823875333
# _ফেসবুক_আইডির_নাম
১) আমরা বাংলাদেশী আজাদ (১০০% প্রতারক)
২) Nosto ID Azad
৩) Romeo
৪) আমরা বাংলাদেশী অনিক
৫) হেল্প সার্ভিস সেন্টার
৬) রেজাউল ইসলাম সুমন
৭) Roni Talukdar
৮) রাকিব শেখ
https://m.facebook.com/1730434823875333
৯) Md Hossain Kazi
১০) আদনান আহমেদ জয় (প্রতারক)
১১) Rifat Ahamed
১২) Nirhara Pakhi
১৩) স্পর্শের অন্তরালে
১৪) জুবায়ের আহমেদ
১৫) Thê Exám Pártñèr
১৬) Akash Roy
https://m.facebook.com/1730434823875333
১৭) আকাশ বানী কলকাতা (প্রতারক)
১৮) Emon Khan
১৯) আশিকুর রহমান আশিক
২০) Ondhokarer Alo
২১) Moshiur Rahman
২২) সৈকত আরিফিন
২৩) Adnan Rahman
২৪) ভালবাসার নীল কষ্ট
২৫) Prince Ahmed
২৬) Milon Vi
২৭) আহনাব মাহির
২৮) Md Mizan
https://m.facebook.com/1730434823875333
২৯) Ahammed Abir
৩০) Mahfuz Rahman
৩১) নাজমুজ সাকিব
৩২) Abdur Rahim
৩৩) রাকিবুল ইসলাম
৩৪) Md Alamin Khan Akhil
৩৫) Niloy Ahmeed (প্রতারক)
৩৬) Himu Ahmed
৩৭) Upset Hridoy
৩৮) রওনক রিয়ান
https://m.facebook.com/1730434823875333
৩৯) JR Hemel Khan
৪০) Taufiq Joy
৪১) MD Nazrul Islam
৪২) ভালবাসার নীল কষ্ট
৪৩) SJ Sohag Sarkar
৪৪) Softheart Djshadhin Provat
৪৫) Md Hossain Kazi
৪৬) প্রশ্ন ফাস কারী
৪৭) প্রশ্নদাতা
৪৮) জেএসসি হেল্প লাইন
৪৯) MdAntor Ahmed
https://m.facebook.com/1730434823875333
৫০) Riyadul Islam
৫১) Taskin Ahmed Tusher
৫২) শামিম ইসলাম
৫৩) বেশ কিছু মেয়েদের নামের
আইডি, যারা বলে তাদের চাচা/মামা/ ভাই
বোডে চাকরি করে বা যে আইডি গুলোতে
পোষ্ট দেওয়া হয় আমার দেওয়া প্রশ্ন কমন পড়ছে
৫৪) যারা বলে অমুক ভায়ার কাছে প্রশ্ন
নিন, আমি কমন পাইছি ইত্যাদি কথা।
৫৫) যেসব আইডি থেকে প্রশ্ন
ফাস করার কথা বলা হয় সব ভুয়া
কারন প্রশ্ন কখন ফাস হয় না।
তাই বই পড়ুন, না হলে
এক্সামে ডিম পাবেন,
৫৬) বেশ কিছু পেজ যারা টাকা
মেরে খায়, সাবধান থাকুন
https://m.facebook.com/1730434823875333
৫৭) PSC JSC JDC SSC HSC TECH All Board
Suggestion& Question Bank Help Line
এই জাতীয় পেজ থেকে দুরে থাকুন।
আর কিছু প্রতারক এর নাম
৫৮) Bangladesh board
৫৯) বিজি প্রেস
৬০) Softheart Djshadhin Provat
https://m.facebook.com/1730434823875333
৬১) AK Azad (প্রতারক)
৬২) শিক্ষা বোড
৬৩)Nisho Chowdhury (প্রতারক)
৬৪) Saifur Rahman Sohag
৬৫)Gm Shagor Khan
৬৬)Salman Farsi
৬৭) আহম্মেদ আরিয়ান
৬৮) আরিয়ান ভাই
৬৮) রকি ভাই (Roki vai)
লিষ্ট টি বানিয়েছেন তোমাদের প্রিয়
জেমস রহমান জয় স্যার


SHARE THIS

Author:

1 comment: