Saturday, October 22, 2016

মুসলমান থেকে হিন্দু হয়ে গেলেন শাকিলা জাফর!

শাকিলা জাফর থেকে হয়ে গেলেন শাকিলা শর্মা। এখন থেকে এ নামেই তাঁকে চিনতে হবে। সম্প্রতি শাকিলা বিয়ে করেছেন মুম্বাইবাসী রবি শর্মাকে। তার নামের পদবিই এখন যুক্ত হয়েছে শাকিলার সঙ্গে। এটিএন বাংলার অনুষ্ঠানে ‘আজ সকালের গান’এ গান পাওয়ার পাশাপাশি এ কণ্ঠশিল্পীকে নতুন নামে ‘পরিচয়’ করিয়ে দেওয়া হবে। কিছুদিন আগে রবি শর্মাকে বিয়ে করেছেন শাকিলা। তিন বছর আগে দুজনার পরিচয়। রবি তড়িৎ প্রকৌশলী হলেও তিনি এখন করপোরেট জগতের মানুষ। তবে তার বড় পরিচয়, তিনি একজন কবি।

এই অনুষ্ঠানে জনপ্রিয় চারটি গান গাইবেন তিনি। গানগুলো হলো- তুমি আমার প্রথম সকাল, কারে বলবো আমি মনের কথা, এ কোন ফাগুন এবং ভুলিতে পারিনা তারে ভোলা যায় না। অনুষ্ঠানটি উপস্থাপনা করেবেন ফেরদৌস বাপ্পী। রয়েছে শিল্পীর সঙ্গে উপস্থাপকের আলাপচারিতাও।অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হয় ‘আজ সকালের গান’


SHARE THIS

Author:

0 comments: