আবার বাতাস ভারি করছে অপু-শাকিব জুটির রসায়ন। নভেম্বরেই নতুন অতিথি নিয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। নিশ্চয়ই বিয়ে সংক্রান্ত কোনো বিষয় নয়। অপুর কথায় বিয়ের পর্ব তো আগেই শেষ। তাহলে কে?
সূত্র বলছে, অতিথি যখন অপুর কোলে চড়েই আসছে তাহলে অনুমান করা যাক কে সে? অপু বলছেন, হ্যাঁ নভেম্বরে ফেরার পরিকল্পনা আছে সেটা ঠিক, তবে অতিথি! ঠিক আছে, চমকের অপেক্ষায় থাকুন সবাই। দেখা যাক কী হয়। অন্যদিকে শাকিব একেবারেই চুপ। সম্প্রতি অপুর সূত্রেই প্রকাশ হলো তাঁদের গোপন বিয়ের খবর। তারপরও শাকিবের এসব নিয়ে মাথাব্যথা নেই।
তিনি শুধু বলছেন, ‘অপেক্ষা করুন, দেখুন কী হয়। আমিও অপুর অপেক্ষায় আছি। শুধু এটুকু জানি বেশ আটঘাট বেঁধে নতুন চমক নিয়ে ফিরবেন তিনি।’ শাকিবের কণ্ঠেও আছে সেই চমক শব্দটি। তাহলে কী সেই চমক? অপুর কাছের কিছু সূত্র জোর দিয়েই বলছে ছবিতে চমক, নতুন রূপের চমক, বিয়ের চমক, সব পর্বই তো শেষ করলেন অপু। এবার তাহলে কী চমক থাকতে পারে তা তো চোখ বন্ধ করেই বলা যায়।
শাকিব-অপুর ঘরে নতুন অতিথি আসছে নিশ্চয়ই। শাকিব যেহেতু এ বিষয়ে একেবারেই নীরব তাই সহজেই বোঝা যায় ‘মৌনতাই সম্মতির লক্ষণ।’ ঘটনা আসলেই সত্যি।
অপুর সূত্র জানায়, ২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। দীর্ঘদিন ঘর-সংসারও করেছেন। সূত্রের দেওয়া হিসাব মতে, তাদের বিয়ের বয়স এখন প্রায় ৯ বছর। ঢের সময় পার হয়েছে। এবার সন্তান নেওয়ার পালা। তা-ই হলো। সন্তান জন্ম দিতেই জুন মাসের শেষ দিকে কলকাতা চলে যান অপু। নভেম্বরে সন্তান ভূমিষ্ঠের কথা। আর সন্তানই হচ্ছে নতুন চমক।
0 comments: