Sunday, November 27, 2016

এবার ফটোস্ক্যান অ্যাপ আনল গুগল

এবার ফটোস্ক্যান অ্যাপ আনল গুগল

অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনের জন্য ফটোস্ক্যান নামের একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে গুগল। আপনি এবার পুরোনো প্রিন্ট করা ছবির রেকর্ড রাখতে এ অ্যাপ কাজে লাগাতে পারবেন। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে এ অ্যাপ ফ্রিতে ডাউনলোড করা যাবে।

ফটোস্ক্যান অ্যাপটি ইউজ করা প্রিন্ট ছবিতে ক্লিক করে অ্যাপে সেভ করতে পারবেন। এ ছাড়া ছবিগুলোর কোণা ঠিক করা, সোজা করা বা ছবি নানা রকম পরিবর্তন করার কাজটিও করা যাবে এ অ্যাপে। গুগল কর্তৃপক্ষের বক্তব্য, স্ক্যান করা ফটো সহজে ফটোজ অ্যাপে ফ্রিতে রাখা যাবে। ফটোস্ক্যান অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণটির সাইজ মাত্র ২২ এমবি।

অ্যান্ড্রয়েড 5.0 বা ললিপপ ও এর পরের সব ভার্সনে এটি সাপোর্ট করবে। আইওএস প্ল্যাটফর্মে এর আকার 65.9 এমবি। আইওএস 8.1 ও এর পরের সংস্করণেও এটি সাপোর্ট করবে। ফটোস্ক্যান ছাড়াও গুগল ফটোজ অ্যাপে তিনটি এডিটিং ফিচার অ্যাড করেছে গুগল। এগুলো হচ্ছে নতুন ও উন্নত অটো এনহ্যান্স, ইউনিক নিউ লুকস ও অ্যাডভান্সড এডিটিং টুলস। অটো এনহ্যান্স টুলে ফিল্টারের লিস্ট থাকবে। এখানে ১৩টি ফিল্টার আছে, যাতে মেশিন ইনটেলিজেন্স ব্যবহৃত হয়েছে।

বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৬/হিমেল

রোহিঙ্গাদের ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

রোহিঙ্গাদের ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

রোববার ভোরে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৪১৬ অনুপ্রবেশ চেষ্টাকারী রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উখিয়ার বালুখালী ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তিনজন পুরুষ ও দুই শিশুকে ফেরত পাঠানো হয়েছে।

অন্যদিকে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।

প্রতি নৌকায় অন্তত ১০ জন রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় সেনাবাহিনীর অভিযান শুরু হয়।

ওই অভিযানে সেনাবাহিনী নির্বিচারে হত‌্যা ও জ্বালাও-পোড়াও করে সংখ‌্যালঘু রোহিঙ্গাদের এলাকা ছাড়তে বাধ‌্য করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশ।

তবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Saturday, November 26, 2016

শিগগিরই ভাঁজ করতে পারবেন আপনার টেলিভিশন কিংবা স্মার্টফোন!

শিগগিরই ভাঁজ করতে পারবেন আপনার টেলিভিশন কিংবা স্মার্টফোন!

চাইলেই টেলিভিশন বা স্মার্টফোনটিকে কাগজের মতো ভাঁজ করে ফেললেন। এটা এখন পর্যন্ত সায়েন্স ফিকশন ছবির ঘটনা বলেই মনে হয়। কিন্তু খুব শিগগিরই তার বাস্তবে পরিণত হবে।

এক দল ডাচ বিজ্ঞানী এমন এক ধরনের গ্রাফিন (বিশেষ বন্ধনে যুক্ত কার্বনের অণু) আবিষ্কার করেছেন, যাকে টানলে বা স্পর্শ করলে রং বদলাতে পারে। এগুলো ‘যান্ত্রিক পিক্সেল’ যা ভবিষ্যতের প্রযুক্তি যন্ত্রের পর্দায় ঠাঁই করে নেবে বলে মনে করেন বিজ্ঞানীরা। এই পর্দা হবে আরো বেশি স্থিতিস্থাপক, টেকসই এবং শক্তি সাশ্রয়ী। আধুনকি এলইডি প্রযুক্তির চেয়েও গ্রহণযোগ্য হয়ে উঠবে এটা। নেদারল্যান্ডসের ডেল্ফট ইউনিভার্সিটি অব টেকনলজির গবেষক দল এমন গ্রাফিন আবিষ্কার করেছেন।

গ্রাফিন হলো কার্বনের এক আল্ট্রা-থিন স্তর। এটি একটি অণুর সমান পাতলা যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন খাত থেকে শুরু করে যেকোনো বাণিজ্যিক খাতে এর ব্যবহার বেশ কাজের হবে। এই পদার্থ স্টিলের চেলে ২০০ গুণ শক্তিশালী। ক্লিং-ফিল্ম এর মতো পাতলা গ্রাফিনের একটি পাতায় গোটা একটা হাতির ওজন বহন করা সম্ভব হবে।

গবেষকরা জানান, গ্রাফিনের পিক্সেল নিয়ে আপাতত কাজ করা হচ্ছে। এর রং নিয়ন্ত্রণর কৌশল রপ্ত করতে হবে।

ইতিমধ্য প্রোটোটাইপ তৈরিতে মন দিয়েছেন বিজ্ঞানীরা। আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখানো হবে গ্রাফিনকে।

বিজ্ঞানীরা গ্রাফিনের দুটো পাতার মাধ্যমে স্তর সৃষ্টি করে সেখানে সিলিকন প্যানেল ব্যবহার করেছেন। সিলিকন প্যানেলটি গ্রাফিনের সঙ্গে সেঁটে দেওয়া হয় ফুটোর মাধ্যমে। সিলিকনের ত্বকে গ্রাফিন লেগে যায় ড্রামের চামড়ার মতো।

এই প্যানেলে চাপ প্রয়োগ করার সময় বিজ্ঞানীরা লক্ষ্য করেন, গ্রাফিনের ত্বকে বুদ্বুদ আকারে রং পরিবর্তন হচ্ছে। সিলিকনে চাপের প্রয়োগ ঘটলেই গ্রাফিনের ত্বকে অবতল বা উত্তলভাবে রংয়ের পরিবর্তন ঘটতে থাকে।

গ্রাফিন এমনিতেই অনেক স্বচ্ছ। এটা এতটাই পাতলা যে এতে আলো প্রতিফলন ঘটে না। এতে রংয়ের পরিবর্তন এখন পর্যন্ত মাইক্রোস্কোপেই চোখে পড়ছে। একটি অন্ধকার কক্ষেও তা দেখা যায় না। একে ঝকঝকে পর্দায় রূপ দেওয়া তাই বিজ্ঞানীদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছোট একটি ছবি স্পষ্ট করতে কয়েক শত হাজার পিক্সেল দরকার হবে। এই বুদ্বুদ থেকে আরো রং বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

এক বিশেষজ্ঞ কার্টমিল-বুয়েনো জানান, আমি নিজের চোখে রংধনুর রং দেখেছি গ্রাফিনে। এর পরের কাজ হবে গ্রাফিনে চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক রংটি তুলে আনা। সূত্র: ডেইলি মেইল

জাহান্নামের আগুনে পুড়ছে ইসরাইল! দাবানল ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে পশ্চিম তীরেও

জাহান্নামের আগুনে পুড়ছে ইসরাইল! দাবানল ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে পশ্চিম তীরেও

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইলের দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছে। সর্বাত্মক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে নিতে পারছে না ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে এই দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার লোকজন পালাতে শুরু করেছে।

ইসরাইলি পুলিশের এক নারী মুখপাত্র জানান, রামাল্লাহ শহরের কাছে হালামিশ বসতি থেকে আজ (শনিবার) প্রায় ১,০০০ ইহুদি বসতি স্থাপনকারী

চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া, আগুনে ৪৫টি বাড়ি ধ্বংস অথবা বড় রকমের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের আরো অন্তত তিনটি এলাকার অবৈধ বসতির দিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে এখনো এসব এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয় নি।

প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরাইলের যুদ্ধবাজ ও উগ্র নেতারা ফিলিস্তিনি এবং আরব মুসলমানদেরকে এ দাবানলের জন্য দায়ী করছে। ইসরাইলের পুলিশ মুখপাত্র জানান, দাবানল ছড়িয়ে দেয়ার সন্দেহে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেন নি এ পুলিশ মুখপাত্র।

আগুন নেভানোর জন্য রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। বৃহস্পতিবার এ শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল। -ইসরাইল ন্যাশনাল নিউজ
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

বাবার আত্মহত্যা, মায়ের ক্যানসারেও হার মানাতে পারেনি এই ক্রিকেটারকে

বাবার আত্মহত্যা, মায়ের ক্যানসারেও হার মানাতে পারেনি এই ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক: মোহালিতে তিনি নিছক ক্রিকেট খেলছিলেন না। জীবনের বিবৃতিই যেন পেশ করে যাচ্ছিলেন এক-একটি শট মেরে। প্রতিপক্ষ শিবিরের খেলোয়াড় হলেও তাঁর সাফল্যে উঠে দাঁড়িয়ে হাততালি না দিয়ে উপায় নেই। বেয়ারস্টো যে শুধু ব্যাট হাতে বলকে শাসন করলেন না। শুধুই ভারতের মাটিতে ভারতীয় স্পিনারদের আক্রমণ ভোঁতা করে ১৭৭ বলে ৮৯ রানের লড়াকু ইনিংস খেললেন না।

বেয়ারস্টো যে জীবনযুদ্ধের কঠিন সংগ্রামেও জয়ী হলেন। তাঁর জীবনের ট্র্যাজেডি যে কারও চোখে জল এনে দেবে। মাত্র

আট বছর বয়সে একদিন মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরে দেখলেন বাবা আত্মহত্যা করেছেন। দারিদ্র, অভাব-অনটনে মানসিক ভারসাম্য হারিয়ে পৃথিবী ছেড়েই চলে যান তিনি।

বেয়ারস্টোর জীবনযুদ্ধ সেদিন থেকেই শুরু হয়ে গেল। এবং, উত্তরোত্তর বেড়েই চলল। এরপর বড় হয়ে আবিষ্কার করলেন, তাঁর মা ক্যানসারে আক্রান্ত। বেয়ারস্টো তখন ভারত সফরেই এসেছিলেন ২০১২ সালে। পৃথিবী ভেঙে পড়ার উপক্রম হয় তাঁর। বাবা চলে যাওয়ার পর থেকে মা’ই যে তাঁর পৃথিবী। তাঁর অনুপ্রেরণাতেই ক্রিকেট খেলার শখ বাঁচিয়ে রাখতে পেরেছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার।

ক্যানসারে আক্রান্ত মা’কে সুস্থ করে তোলার লড়াই চালানোর পাশাপাশি ক্রিকেট খেলে গিয়েছেন তিনি। অভিভাবকের মতো সাহায্য করে গিয়েছেন জেফ বয়কট। যিনি বেয়ারস্টোর বাবার বিশেষ বন্ধু ছিলেন। আর্থিক সাহায্য পর্যন্ত করেছেন সর্বকালের অন্যতম সেরা ওপেনার। মোহালিতে শেষ পর্যন্ত যারাই টেস্ট জিতুক, সেরা আবেগ হয়ে হৃদয়ে জায়গা করে নিলেন জনি বেয়ারস্টো। -এবেলা।
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

শীতকালীন সবজি ফুলকপিতে দ্রুত প্রতিরোধ হবে ক্যান্সার

শীতকালীন সবজি ফুলকপিতে দ্রুত প্রতিরোধ হবে ক্যান্সার

শীতকালীন সবজি ফুলকপি কম-বেশী সবাই পছন্দ করে। কাঁচা, সিদ্ধ ও ভাজা অথবা পাকোড়া তৈরি করেও খাওয়া যায় এ সবজি।

আগে এ কপির পাতা ও ডাঁটা ফেলে দেয়া হতো। বর্তমানে তা দিয়ে স্যুপ রান্না করে খাওয়া হয়। ফুলকপির পাতা ও ডাঁটায় ও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ফুলকপি দিয়ে এখন আচারও তৈরি করা হচ্ছে।

গবেষকদের মতে, ফুলকপিতে প্রচুর ভিটামিন এ থাকে, যা শিশুর দৃষ্টিশক্তি রক্ষায় সাহায্য করে। ফুলকপির ফুল, পাতা ও ডাঁটায় প্রচুর খনিজ পদার্থ, খাদ্যশক্তি, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি রয়েছে। জলীয় অংশও আছে। মজার বিষয় হল, ফুলকপিতে গরুর দুধের চেয়ে ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ যথাক্রমে ৫ এবং ২০০ গুণ বেশি।

চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, এতে রয়েছে প্রচুর আঁশ, যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। আরও আছে অ্যান্টি-ক্যান্সার বা ক্যান্সার নিরোধক উপাদান। কোলন, রেকটাম ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করে এবং মলাশয় ক্যান্সারের ঝুঁকি কমায় ফুলকপি।

এছাড়া ফুলকপির জাদুতে আর কী কী রোগ সেরে যায় তা নিম্নে আলোচনা করা হল :

* ফুলকপি কোলন, রেকটাম ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

* ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কলেস্টরল কমাতেও ফুলকপির ভূমিকা আছে।

* ক্যান্সার নিরোধক উপাদান বেশি থাকে ফুলকপির পাতার উপরিভাগে।

* সপ্তাহে দুই পাউন্ড এ জাতীয় শাকসবজি খেলে মলাশয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমতে পারে।

* ডায়াবেটিসের কারণে রক্তনালির ক্ষতি হয়। ফুলকপি তা পূরণ করে।

* ফুলকপির মতো সবজি হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও হ্রাস করে।

* এ সবজি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে।

* ফুলকপিতে বিদ্যমান ফলেট গর্ভবতী মায়ের জন্য উপকারী। রক্তের শ্বেতকণিকা তৈরিতে সাহায্য করে ফলেট।

সাবধানতা : যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ফুলকপি বেশি না খাওয়াই ভালো । আবার যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদেরও ফুলকপি খেতে একটু সাবধান হতে হবে। কারণ ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয়। এ ছাড়া থাইরয়েড গ্ল্যান্ডসংক্রান্ত জটিলতায় আক্রান্তদের ফুলকপি এড়িয়ে চলাই ভালো।

ভিডিওঃ যে সেতুতে উঠতে রক্ত হিম হয়ে আসে

মানুষ ঘুমালে তার আত্মা কোথায় যায়? রাসুলুল্লাহ(সাঃ) যা বলেছেন

মানুষ ঘুমালে তার আত্মা কোথায় যায়? রাসুলুল্লাহ(সাঃ) যা বলেছেন

আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়।

মানুষ ঘুমালে তার আত্মা কোথায় যায়? জেনে নিন রাসুলুল্লাহ(সাঃ) যা বলেছেন

(বায়হাকী, ইমাম বুখারী এ হাদীসটি তাঁর আৎ-তারীখুল কাবীর’ গ্রন্থে বর্ণনা করেছেন)। মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, “হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাতযাপন করছে। (তাবরানী ও বায়হাকী)

অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমায় যাতে আমাদের আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দিতে পারে এবং ফেরেশতা আমাদের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে।

Friday, November 25, 2016

পিএসসি পরীক্ষার গণিত ১০০% কমন সাজেশন!!!

পিএসসি পরীক্ষার গণিত ১০০% কমন সাজেশন!!!

প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত
বহু নির্বাচনী প্রশ্ন
Imran Hossain
Teacher: Eqra Child Cadet Academy
Mo:01737872289
১। সঠিক উত্তরে টিক দাও।
১। ৭/৫ কে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল ১ হবে?
ক. ৫/৭
খ. ৩৫/২৫
গ. ৭/৫
ঘ. ১/৫
২। ৬টি বইয়ের প্রতিটির ওজন ০.৪ কেজি হলে, ৬টি বইয়ের ওজন কত?
ক. ৩ কেজি
খ. ২.৪ কেজি
গ. ১.৪ কেজি
ঘ. ৩.৪ কেজি
৩। আগস্ট মাসের গড় তাপমাত্রা ৩২0সে.। আগস্ট মাসের তাপমাত্রার সমষ্টি কত?
ক. ৬৪০0সে খ. ৯৯২0সে
গ. ৯২৯0সে ঘ. ৯৯০0সে
৪। ০.৩*০.০৩*০.০০৩ = ?
ক. ০.০০২৭
খ. ০.০০০২৭
গ. ০.০২৭
ঘ. ০.০০০০২৭
৫। ১টি বইয়ের ওজন ১২০ গ্রাম হলে, ৯০টি বইয়ের ওজন কত কেজি?
ক. ১০.৮
খ. ১০৮
গ. ১০৮০
ঘ. ১.০৮
৬। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটির ক্ষেত্রফল নির্ণয়ের অনুরূপ?
ক. আয়ত খ. বর্গ
গ. রম্বস ঘ. বৃত্ত
৭। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
ক. ৩০ খ. ২৮
গ. ২৯ ঘ. ৩১
৮। উপাত্ত দৃশ্যমান করার জন্য কার্যকর মাধ্যম কোনটি?
ক. উপাত্ত খ. লেখচিত্র
গ. সারণি ঘ. স্তম্ভ
৯। একটি গ্রামের আয়তন ৫০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব ২৩। ওই গ্রামের মাথাপিছু জমির পরিমাণ কত?
ক. ৪ খ. ৩
গ. ৬ ঘ. ৫
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ
১০। রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করলে গড় পাওয়া যাবে?
ক. যোগ খ. বিয়োগ
গ. গুণ ঘ. ভাগ
উত্তর : ভাগ
১১। কতগুলো রাশির সমষ্টি পেতে হলে রাশিগুলোর সংখ্যা দ্বারা রাশিগুলোর গড়কে কী করতে হবে?
ক. যোগ খ. বিয়োগ
গ. গুণ ঘ. ভাগ
উত্তর : গুণ
১২। রবিন ও তুহিনের গড় বয়স ২০ বছর। তুহিনের বয়স ২৫ বছর হলে, রবিনের বয়স কত?
ক. ১২ খ. ১৫
গ. ২২ ঘ. ২৪
উত্তর : ১৫
১৩। একই জাতীয় একাধিক রাশির গড়
ক. রাশিগুলোর যোগফল — রাশিগুলোর সংখ্যা
খ. রাশিগুলোর যোগফল – রাশিগুলোর সংখ্যা
গ. রাশিগুলোর যোগফল + রাশিগুলোর সংখ্যা
ঘ. রাশিগুলোর যোগফল - রাশিগুলোর সংখ্যা
উত্তর : রাশিগুলোর যোগফল — রাশিগুলোর সংখ্যা
১৪। রাশিগুলোর যোগফল =
ক. গড় – রাশিগুলোর সংখ্যা
খ. গড় — রাশিগুলোর সংখ্যা
গ. গড় + রাশিগুলোর সংখ্যা
ঘ. গড় - রাশিগুলোর সংখ্যা
উত্তর : গড় – রাশিগুলোর সংখ্যা
১৫। কোনো রাশির গড় মান জানা থাকলে রাশিগুলোর সমষ্টি নির্ণয় করতে কোনটি জানা প্রয়োজন?
ক. রাশিগুলোর বিয়োগফল
খ. রাশিগুলোর গুণফল
গ. রাশিগুলোর ভাগফল
ঘ. রাশিগুলোর সংখ্যা
উত্তর : রাশিগুলোর সংখ্যা
১৬। নিচের কোনটি সংখ্যা?
ক. ০ খ. >
গ. = ঘ. ( )
উত্তর : ০
১৭। ‘সংখ্যা প্রতীক’ কয়টি?
ক. ৭ খ. ৯
গ. ৮ ঘ. ১০
উত্তর : ১০
১৮। ‘প্রক্রিয়া প্রতীক’ কোনটি?
ক. [ ] খ. ৭
গ. – ঘ. <
উত্তর : –
১৯। ‘সম্পর্ক প্রতীক’ কোনটি?
ক. + খ. –
গ. = ঘ. শু
উত্তর : =
২০। সংখ্যা প্রতীককে নিচের কোনটি বলা হয়?
ক. প্রতীক খ. সম্পর্ক
গ. প্রক্রিয়া ঘ. অঙ্ক
উত্তর : অঙ্ক
২১। নিচের কোনটি সঠিক নয়?
ক. (৪৮গু৬)–৫=৪৮গু(৬–৫)
খ. ১৭ একটি মৌলিক সংখ্যা
গ. ১২ ও ১৫-এর গ.সা.গু ৩
ঘ. ৯, ৩ দ্বারা বিভাজ্য
উত্তর : (৪৮গু৬)–৫=৪৮গু(৬–৫)
২২। ষোলোকে ষোলো দ্বারা গুণ করে তা থেকে ষোলো বিয়োগ করলে কত হয়?
ক. ২৫৬ খ. ২৪০
গ. ১৬০ ঘ. ০
উত্তর : ২৪০
২৩। নিচের কোনটি সঠিক?
ক. ৬–৭ < ৪২ খ. ৪–৭ > ২৮
গ. ৬–৩০ গ্গ ১৮০ ঘ. ৪৫গু৩ = ১৫
উত্তর : ৪৫গু৩ = ১৫
২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :
ক. ৪৬৮৫
-৮৯#
=৩৭৮৫ এই অংকের # কত হবে?
খ. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
গ. চার প্রক্রিয়া বলতে কী বোঝায়?
ঘ. ঐকিক নিয়ম কাকে বলে?
ঙ. গুণনীয়কের অপর নাম কী?
চ. অঙ্ক কাকে বলে?
ছ. প্রতীকের সাহায্যে প্রকাশ করো : পাঁচ কোটি বায়ান্ন লক্ষ সত্তর হাজার সাত।
জ. ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো বলতে কী বোঝায়?
ঝ. গাণিতিক বাক্য কাকে বলে?
ঞ. অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
উত্তর :
ক. শূন্যস্থানে ‘০’ হবে।
খ. ভাগফল = ভাজ্য গু ভাজক
ভাজক = ভাজ্য গু ভাগফল
গ. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ
ঘ. প্রথমে একটি রাশির মান বের করে পরে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
ঙ. উত্পাদক
চ. সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীকগুলোকে অঙ্ক বলে।
ছ. ৫, ৫২, ৭০, ০০৭
জ. ছোট থেকে বড় মানে সাজানো
ঝ. গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়
ঞ. খোলা বাক্য বলে।
যোগ্যতাভিত্তিক অংক
১। একটি খুঁটির ১৬ অংশ কাদায় ও ১২ অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার।
ক. কাদায় ও পানিতে কত অংশ আছে?
উত্তর : ১৩ অংশ
খ. পানির ওপরে কত অংশ আছে?
উত্তর : ১৩ অংশ
গ. খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ৬ মিটার
ঘ. পানিতে যতটুকু আছে তার দৈর্ঘ্য কত? উ : ৩ মি. ২
অথবা,
৬/৫, ২/৩, ৯/১০ ও ৫/৭ চারটি ভগ্নাংশ।
ক. প্রথম ২টি ভগ্নাংশের গুণফল কত?
উত্তর : ৪

খ. ২য় ও ৩য় ভগ্নাংশের ভাগফল কত?
উত্তর : ২০২৭
গ. প্রদত্ত ভগ্নাংশগু
প্রাথমিক শিক্ষা সমাপনী : গণিত
বহু নির্বাচনী প্রশ্ন
Imran Hossain
Teacher: Eqra Child Cadet Academy
Mo:01737872289
১। সংখ্যা প্রতীক কয়টি?
ক. ১০টি খ. ৮টি
গ. ১১টি ঘ. ৬টি
উত্তর : ১০টি
২। প্রক্রিয়া প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৪টি
গ. ৭টি ঘ. ১০টি
উত্তর : ৪টি
৩। অজানা সংখ্যা নির্দেশ করতে কী প্রতীক ব্যবহার করা হয়?
ক. সংখ্যা প্রতীক
খ. অক্ষর প্রতীক
গ. সম্পর্ক প্রতীক
ঘ. বন্ধনী প্রতীক
উত্তর : অক্ষর প্রতীক
৪। সম্পর্ক প্রতীক কয়টি?
ক. ৫টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
উত্তর : ৬টি
৫। কোনটি সম্পর্ক চিহ্ন নয়?
ক. < খ. =
গ. + ঘ. ≥
উত্তর : +
৬। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীকসংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
ক. সম্পর্ক প্রতীক
খ. খোলা বাক্য
গ. গাণিতিক বাক্য
ঘ. মৌলিক সংখ্যা
উত্তর : খোলা বাক্য
৭। কোনটি বিশেষ প্রতীক?
ক. ( ) খ. +
গ. ঘ. <
উত্তর :
৮। কোনটি সম্পর্ক প্রতীক?
ক. ( ) খ. >
গ. + ঘ. ÷
উত্তর : >
৯। কোনটি অক্ষর প্রতীক?
ক. ক
খ. +
গ. ÷
ঘ. <
উত্তর : ক
১০। > এর অর্থ কী?
ক. বড় নয় খ. ছোট
গ. বড় ঘ. সমান
উত্তর : বড় নয়
১১। ≤ এর অর্থ কী?
ক. ছোট খ. বড়
গ. সমান ঘ. ছোট বা সমান
উত্তর : ছোট অথবা সমান
১২। ‘[ ]’ প্রতীকটি নিচের কোন বন্ধনী প্রতীক?
ক. প্রথম বন্ধনী
খ. দ্বিতীয় বন্ধনী
গ. তৃতীয় বন্ধনী
ঘ. কোনোটি নয়
উত্তর : তৃতীয় বন্ধনী
১৩। তোমার মামাবাড়ির তিনটি আমগাছ থেকে ১০টি করে আম পেড়ে তোমাদের ৬ ভাইবোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে এর সমাধান প্রক্রিয়া কী হবে?
ক. (৩x১০) ÷ ৬
খ. (৩+১০) ÷ ৬
গ. (৩x৬) ÷ ১০
ঘ. (৩+৬) ÷ ১০
উত্তর : (৩–১০) ÷ ৬
১৪। (৩৬ ৪) – ৫-৭ = ৩৮ হলে খালি ঘরে কোন চিহ্ন বসবে?
ক. x খ. +
গ. ÷ ঘ. -
উত্তর : ÷
১৫। অক্ষর প্রতীকের কোন মানের জন্য নিচের খোলা বাক্যটি সত্য হবে?
(ক + ৬) ÷ ৩ = ১২
ক. ১০ খ. ১২
গ. ১৮ ঘ. ৩০
উত্তর : ৩০
১৬। পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগফলকে তিন দিয়ে গুণ করলে গুণফল কত হবে?
ক. ৩০ খ. ৪৫
গ. ৬০ ঘ. ৭৫
উত্তর : ৪৫
১৭। ১৫ + < ১০+১৫ গাণিতিক বাক্যটিতে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ৫ খ. ১০
গ. ২০ ঘ. ২৫
উত্তর : ৫
১৮। নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের মূল একক?
ক. মিটার
খ. সেন্টিমিটার
গ. লিটার
ঘ. গ্রাম
উত্তর : মিটার
১৯। ৩৬ সেন্টিমিটার ৮ মিলিমিটারকে একসঙ্গে মিলিমিটারে প্রকাশ করলে কত হবে?
ক. ৩৬০ মিলিমিটার
খ. ৩৬৮ মিলিমিটার
গ. ৩৬৬ মিলিমিটার
ঘ. ৩৩৮ মিলিমিটার
উত্তর : ৩৬৮ মিলিমিটার
২০। কিলোমিটার মূল একক মিটারের কত গুণ?
ক. দশ
খ. হাজার
গ. শত
ঘ. দশ হাজার
উত্তর : হাজার

#PSC_2016

বিষয়: গনিত

পাটি গনিত :

২ = [১২***] .

৩ (ক) = [১০***,১১***,১২***]

৩ (খ) = [১৩***,১৮***]

৪ = [৫***,১০***]

৫ = [১৩***,১৪]

৭ (ক)=১৪**

৭ (ঘ) =১৫*** ৯

অনুশীলনী: ৭(ঘ) এর - ১৫ নং

অনুশীলনী: ৫ এর - ৫ নং

পেজ নঃ ১১৩ এর উদাহরণ - ৯

অনুশীলনী--৫ : ১৩, ১৫ নং,,

অনুশীলনী--৭ (গ) : ৬, ৮ নং,,

অনুশীলনী--৮ (খ) : ৮, ১০ নং ,,

অনুশীলনী--৯ : ৬, ১৪ নং

২১পৃঃ-৩,৪

৬৩পৃঃ-৭,১৪

৯০পৃঃ-৮,১০

১০৪পৃঃ-৩,১১ 

ভোট পূর্নগণনার দাবি, বিপাকে পরতে পারেন ট্রাম্প

ভোট পূর্নগণনার দাবি, বিপাকে পরতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভোট পুনর্গণনার দাবিটা উঠেই গেল। যার জেরে বিপাকে পরতে পারেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে পপুলার ভোট কম পেয়েও ইলেক্টোরাল ভোট বেশি পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই জয় অনেকেই মেনে নিতে পারেননি।

বেশ কয়েকটি রাজ্যে অল্প ব্যবধানে জিতেছেন ট্রাম্প।

সেই রাজ্যগুলোতে ভোট পুনর্গণনা করার দাবি উঠেছে। অবশেষে উইসকনসিন প্রদেশে আবার ভোট গণনার অনুরোধ করেছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেন। রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে শুক্রবার তিনি এই আবেদন করেছেন।

তাছাড়া মিশিগান এবং পেনসিলভিনিয়াতেও আবার ভোট গণনা করতে বলেছেন তিনি। তবে উইসকনসিনে আবার ভোট গণনার পর যদি দেখা যায় যে হিলারি জিতে গিয়েছেন তবে মার্কিন প্রেসিডেন্ট হওয়া আটকাবে না ট্রাম্পের। কারণ সেক্ষেত্রে মাত্র ১০ জন ইলেক্টোরাল ভোট জোগাড় করতে পারবেন হিলারি। আসন সংখ্যার বিচারে ট্রাম্প অনেক এগিয়ে।-আজকাল

২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

রাতের অনুষ্ঠানে তামান্নার পারিশ্রমিক ১.২ কোটি

রাতের অনুষ্ঠানে তামান্নার পারিশ্রমিক ১.২ কোটি

রাতের অনুষ্ঠানে তামান্নার পারিশ্রমিক ১.২ কোটি

ঢাকা অফিস- শনিবার, নভেম্বর ২৬, ২০১৬

দুধে আলতা গায়ের রঙ বলতে যা বোঝায় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া তেমনটাই। এ জন্য তাকে ‘মিল্ক বিউটি’ নামেও ডাকা হয়। অভিনয় দিয়ে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার পাল্লাটা আরো ভারী করেছেন এ অভিনেত্রী।

সিনেমায় আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে শিহরণ জাগাতে জুড়ি নেই তামান্নার। শোনা যাচ্ছে, সম্প্রতি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একটি অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পেয়েছেন এ অভিনেত্রী। এ জন্য আয়োজকদের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

নতুন বছরকে স্বাগত জানাতে আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চেন্নাইয়ের একটি প্রসিদ্ধ হোটেল। এ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয় তামান্নাকে। এ অভিনেত্রীও পারফর্ম করতে রাজি হয়েছেন। তবে এ জন্য কর্তৃপক্ষের কাছে ১ কোটি ২০ লাখ রুপি দাবি করেছেন তিনি। আর খুশি মনেই এ দাবি মেনে নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তামান্না অভিনেত্রী সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দেবী। হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে তুতাক তুতাক তুতিয়া এবং তেলেগু ভাষায় অভিনেত্রী শিরোনামে। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে তামান্না অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এছাড়া একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।

হেডফোনেও তথ্য নিরাপত্তার হুমকি!

হেডফোনেও তথ্য নিরাপত্তার হুমকি!

প্রযুক্তির কল্যাণে সভ্যতা অনেক দূর এগিয়ে গেলেও এটা অস্বীকার করার উপায় নেই যে, প্রযুক্তি এখন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বড় ধরনের হুমকিও সৃষ্টি করছে।

এই তালিকায় যুক্ত হয়েছে হেডফোনও। অর্থাৎ হেডফোন কম্পিউটারে ব্যবহার করাটা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি হতে পারে। ইসরায়েলের বেন গুরিয়ন ইউনিভার্সিটির একটি গবেষক দল এ ধরনের একটি পদ্ধতি উদ্ভাবন করে দেখিয়েছে।

তারা বিশেষ কিছু কোড তৈরি করেছে, যা ব্যবহারকারীর হেডফোন নিয়ন্ত্রণে নিতে পারে (বিস্তারিত জানতে আগ্রহীদের জানিয়ে রাখি, রিয়েলটেক কোডেকের অডিও জ্যাক পুনরায় ফাংশন করতে সক্ষম) এবং মাইক্রোফোনে রুপান্তর করে, কথোপকথন রেকর্ড করতে সক্ষম।

যেভাবে এটি কাজ করে:

ভয়ংকর এই কোডের নাম হচ্ছে ‘স্পিকার’, যা এয়ারবাড বা হেডফোনের স্পিকার ব্যবহার করে বাতাসের কম্পন ক্যাপচার করে এবং তাদের ইলেক্ট্রোম্যাগনেটিক সংকেতে রূপান্তর করে অডিও ধারণের উপযোগী করে।

বেন গুরিয়ন ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি রিসার্চ ল্যাবের প্রধান গবেষক মর্ডেচাই গুরি বলেন, মানুষ এই গোপনীয় দুর্বলতা সম্পর্কে ভাবে না। এমনকি যদি আপনি আপনার কম্পিউটার থেকে মাইক্রোফোন খুলে ফেলেন, যদি শুধু হেডফোন ব্যবহার করেন তাহলেও কথোপকথন রেকর্ড করা সম্ভব হবে।

গবেষকরা এখন পর্যন্ত শুধু রিয়েলটেক অডিও ব্যবহৃত পিসির ক্ষেত্রে এ গবেষণা করেছেন। খুব শিগগির তারা অন্যান্য অডিও কোডেক চিপ এর ওপর এই নিরাপত্তা পরীক্ষাটি চালাবে এবং সম্ভবত স্মার্টফোনের ক্ষেত্রেও এমনটা হতে পারে।

যদিও এটা নিরাপত্তা গবেষকদের নিরাপত্তা ঝুঁকি উন্নত সংক্রান্ত গবেষণা কিন্তু তারপরও যদি আপনি দুশ্চিন্তায় থাকেন, তাহলে যখন হেডফোন ব্যবহার করছেন না, তখন তা কম্পিউটার থেকে খুলে রাখতে পারেন