Friday, January 6, 2017

আপনিও এন্ড্রয়েড দিয়ে খুব সহজেই টাকা ইনকাম করেন এবং পেমেন্ট নিবেন বিকাশ/রিচার্জের মাধ্যমে! [Don’t Miss][With Payment Proof]

আজকের আয় করার প্লাটফর্মটির কথা হয়ত অনেকেই জানেন। কিন্তু অনেকেই আগে সময় মত পেমেন্ট না পাওয়ায় এটিকে ফেক বলে কাজ করা বন্ধ করে দিয়েছেন। তার অন্যতম আরেকটি কারণ হল এটি একটি বাংলাদেশীদের বানানো অ্যাপ।
অ্যাপটির নাম EarnCash।
আরে ভাই! জানেনই তো এটা বাংলাদেশীদের দ্বারা পরিচালিত, একটু সমস্যাতো হবেই। আপনারা সহযোগীতা করলে এটি আরো উৎসাহী হবে নিজের ইউজারদের ব্যাপারে। আর আরেকটি কথা, এর এডমিনের সাথে যেকোনো সময় ফোন দিয়ে কথা বলা যাবে। আর এখন এরা খুব তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দিচ্ছে! আচ্ছা দাড়ান আমার ২টি বিকাশ পেমেন্ট প্রুফ দিব আপনাদের।
তবুও ভাল না লাগলে কাজ করবেন না। পিটিসি সাইট গুলাতে নিজের সময় নষ্ট করুন আর কয়েকমাস কাজ করে বাশ খান।
আরে ভাই শুনেন, টাকা আয় করা এত সহজ না। বাংলাদেশী অ্যাপ ইউস করে যখন টাকা আয়ের একটি মাধ্যম পাচ্ছেন করুন না কিছুদিন। বিদেশিরা টাকা মারলে তো কিছু বলতে পারবেন না। আর এরা এইরকম কিছু করলে ফোন করে ভাল-মন্দ দু-একটা শুনিয়ে দিতে পারবেন।
যাই হোক অনেক বক বক করলাম। এখন কি করবেন? কাজ করতে চাইলে বাকিটুকু দেখুন না হলে ব্যাক বাটনে ক্লিক করুন।
তাহলে শুরু করলামঃ
এখানে ক্লিক করে ডাউনলোড করুন – http://www.techearnbd.com/download
এখন অ্যাপটি ওপেন করুন এবং Members Area লেখায় ক্লিক করেন,এবার Connect with facebook এ ক্লিক করে আপনার ফেসবুক আইডি পাসোওয়ারড দিয়ে লগইন করেন এর পর আপনি একটি রেজিস্টেশন ঘর দেখতে পাবেন এখানে প্রথম ঘরে আপনার মোবাইল নাম্বার দিন,২য় ঘরে আপনার ইমেইল দিন,৩য় ঘরে E075184 কোডটি বসান আর ৪থ ঘরে আপনার শহরের নাম দিন তারপর Submit এ ক্লিক করেন।এবার আপনি Registration Successfully Complete! লেখা দেখতে পারবেন।
একাউন্ট খুলা শেষ হলে এখন দেখে নিন কিভাবে আয় করবেন।
আপনি দুই ভাবে আয় করতে পারেন।
১. অ্যাপে থাকা গেম খেলে।
২. রেফারাল কোড শেয়ার করে। (প্রতি রেফারালে ৩টাকা দিচ্ছে)
রেফারাল সিস্টেমঃ
My Team: এখানে আপনি ক্লিক করলে একটি কোড দেখতে পারবেন কোডটি দিয়ে আপনার বন্ধুদের রেজিস্টেশন করালে ৩ টাকা করে পাবেন।
গেম সিস্টেমঃ
Games এ ক্লিক করে Lotto তে ক্লিক করলে আপনি
২ টাকায় ৬ টাকা...!!
৫ টাকায় ১৫ টাকা.....!!!
২ টি গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন।
দেখুন কিভাবে বিকাশ/রিচার্জ নিবেনঃ
Transaction এ ক্লিক করে টাকার পরিমাণ লিখুন আর ক্যাশ আউট করেন।
বিকাশ পেমেন্ট মিনিমাম – ১২০ টাকা (ব্যালেন্সে ২০ টাকা রাখতে হবে)। ক্যাশ-আউট ফি ১০ টাকা।
রিচার্জ মিনিমাম ১০ টাকা (১০ টাকা ব্যালেন্সে রাখতে হবে)। রিচার্জ ফি ২.৫০ টাকা।
কোন ত্রুটি হলে কমেন্ট বক্সে জানান।
সর্বদা এইচট্রিকবিডির সাথেই থাকুন।

SHARE THIS

Author:

0 comments: