Sunday, January 8, 2017

জাতীয় দলে ফিরছেন টাইগার নাসির!

স্পোর্টস ডেস্ক:ভারত ও শ্রীলঙ্কা সফর সামনে রেখে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বসে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি। আর সেই দলে অলরাউন্ডার নাসির হোসেন ফিরতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

মূলত, এবারের জাতীয় ক্রিকেট

লিগে রংপুর বিভাগের হয়ে সিলেটের বিপক্ষে নাসিরের করা ডাবল সেঞ্চুরিই তাকে আবার জাতীয় দলের টিকেট এনে দিচ্ছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই এমন আভাস দেন।

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও ভাল খেলেছিলেন। ফর্মে ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। তারপরও ডান-হাতি ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেনকে রাখা হয়নি অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পে। ফলাফল, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাকে বিবেচনায় করেনি বিসিবি।
৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস


SHARE THIS

Author:

0 comments: