Tuesday, January 3, 2017

শীতে খুসকি দূর করুণ ঘরোয়া উপায়ে

শীত আসলেই খুসকির প্রকোপ বেড়ে যায়। মাথার লোমকূপে ময়লা জমে এবং ছত্রাকের প্রভাবে খুসকি হয়। এছাড়া আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ হয়ে গেলেও এমন সমস্যা হতে পারে।

শুধু মাথার তৈলাক্ত তালুই নয়, যাদের শুষ্ক তালু, তারাও এর শিকার হতে পারেন। শীতকালে খুসকির প্রকোপ বেড়ে যাওয়ার কারণ, গরম পানিতে গোসল এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাথা না ধোওয়া।

তাই শীতের সময় ঘরোয়া পদ্ধতিতে কী করে খুসকি দূর করবেন জেনে নিন।

-শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং অল্প লবণ ঘষুণ।

-সারা রাত পানিতে মেথি ভিজিয়ে বেটে নিন। সেই পেস্টটা চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘণ্টা রেখে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন।

-বিট সেদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন চুলের গোড়ায় মাসাজ করুন উপকার পাবেন।

-রাতে শোওয়ার আগে লেবু ও আমলকির রস মিশিয়ে মাথায় লাগান, সকালে শ্যাম্পু করে নিন।

-নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।

-টক দইয়ের সঙ্গে পাতিলেবুর রস ও নিমপাতার রস মিশিয়ে মাথায় মেখে আধঘণ্টা পর শ্যাম্পু করুন।

-পেঁয়াজের রস, ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে মাথায় দিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

-অবশ্যই আলাদা তোয়ালে এবং চিরুনি ব্যবহার করবেন


SHARE THIS

Author:

0 comments: