Monday, January 9, 2017

‘সেরাটা এখনো আসতে বাকি’

দশ বছর আগে বাজারে এসেছিল প্রথম আইফোন। এ বছর আসতে পারে আইফোন ৮। দশক পূর্তিতে সেরা আইফোনটিই আনতে যাচ্ছে অ্যাপল? এ প্রশ্ন ওঠার কারণ হলো, অ্যাপলের প্রধান নির্বাহীর বক্তব্য, ‘সেরাটা এখনো আসতে বাকি।’
আজ থেকে ১০ বছর আগে স্টিভ জবস বিশ্বকে নতুন এক স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ম্যাকওয়ার্ল্ডে মঞ্চে দাঁড়িয়ে অ্যাপলের প্রতিষ্ঠাতা আইফোন দেখিয়েছিলেন। ২০১৭ সালে এসে আইফোনের দশক পূর্তি হচ্ছে। ৯ জানুয়ারি সেই বিশেষ দিন। আজকের দিনেই প্রথম আইফোনের দেখা পেয়েছিল বিশ্ব। আইফোনের এই দশক পূর্তি উপলক্ষে অ্যাপল এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্মার্টফোন-শিল্পের অভিযাত্রাকে তুলে ধরেছে অ্যাপল।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ কোটি ইউনিটের বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছেন, ‘সেরাটা এখনো আসতে বাকি।’
টিম কুক বলেন, ‘গ্রাহকের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আইফোন। বর্তমানে আমাদের যোগাযোগ, বিনোদন, কাজ ও জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করছে। মোবাইল কম্পিউটিংয়ের প্রথম দশকে আইফোন একটি মান দাঁড় করিয়েছে এবং এটা কেবল শুরু। সেরাটা আসতে এখনো বাকি।’

তথ্যসূত্র: এনডিটিভি, বিজিআর।


SHARE THIS

Author:

0 comments: