Friday, January 6, 2017

ওড়না বিতর্ক : যা বললেন শবনম ফারিয়া

সপ্তাহজুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ওড়না বিতর্ক। মূলত প্রথম শ্রেণীর বইয়ে ‘ও তে ওড়না চাই’ বাক্যটিকে ঘিরেই সমালোচনার সূত্রপাত। ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। এবার ওড়না প্রসঙ্গে সমালোচনায় সামিল হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

ফেসবুকে তিনি লিখেছেন, একটা ছেলে যে ইসলাম সম্পর্কে প্রপারলি জানে এবং নামাজ পরে সে কখনো ফেসবুকে কিংবা অন্য কোন সোস্যাল নেটওয়ার্কে কোন মেয়ে গলায় ওড়না দিলো নাকি কি করলো সেইটা নিয়ে মাথা ঘামাবে না। ভাল না লাগলে ইগনোর করেন।

সঙ্গে তিনি আরও উল্লেখ্য করেছেন, আপনি যদি এতই ইসলামি মানসিকতার হন যে কোন মেয়ের গলায় ওড়না দেখলেই ইমান দুর্বল হয়ে যায়, তাহলে এইসব মেয়েদের ফলো করা বন্ধ করে দেন। কোন সেলিব্রেটি আপনাদের হাতে পায়ে ধরে না যে ‘ভাই আমাকে ফলো করেন’। আরেকজনকে শোধরাতে বলার আগে নিজের চোখ শোধরান, দৃষ্টি সংযত করেন।’


SHARE THIS

Author:

0 comments: