স্পোর্টস ডেস্ক: চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে প্রত্যাবর্তনের পরে কটকে ফের রুদ্রমূর্তি ধারণ করলেন পঞ্জাবতনয়। দলের খুব খারাপ সময়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। এই না হলে যুবরাজ সিংহ! যখনই তিনি ইংল্যান্ডের সামনে পড়েন, তখনই নিজের সেরাটা তুলে ধরেন। ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। সে বার ইংল্যান্ডের বিরুদ্ধে যুবি ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের ওভারে।
চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে প্রত্যাবর্তনের পরে কটকে ফের রুদ্রমূর্তি ধারণ করলেন পঞ্জাবতনয়। দলের খুব খারাপ সময়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। দিনের শেষে দেখা গেল ধোনি ও যুবির পার্টনারশিপে ভারত শক্ত ভিতের উপরে দাঁড়ায়। এদিন কটকের বরাবাটি স্টেডিয়ামে শতরান করার পরে যুবিকে কাঁদতে দেখা যায়। ধোনি এসে পঞ্জাবতনয়কে
সান্ত্বনা জানান। খেলার মাঠই মিলিয়ে দিল দুই বন্ধুকে।
আজ যুবরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ের পরে অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন ব্যাটিং করলেন তিনি? কেউ বলছেন, হ্যাজেল কিচ বদলে দিয়েছেন যুবরাজকে। তাঁর সঙ্গে বিয়ের পরেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে। পুণেতে যুবরাজ কিছু করতে পারেননি। কিন্তু কটকে যুবরাজই কিংগ। তাঁর বিস্ফোরণ দেখার পরে গোটা ভারত বলতে শুরু করে দিয়েছে, ‘কিংগ ইজ ব্যাক।’ সে যাই হোক, যুবরাজের পরিশ্রম সার্থক হয়েছে।
পঞ্জাবতনয়ের আজকের এই সাফল্যের পিছনে রয়েছে প্রচুর ঘাম ঝরানোর গল্প। সেটা কীভাবে প্রমাণিত হল? এটাই যে রহস্য। যুবির বেস্ট ফ্রেন্ড যে টুইট করেছেন, তাতেই পরিষ্কার বাঁ হাতি অলরাউন্ডার কতটা পরিশ্রম করেছেন। গৌরব টুইট করেছেন, ‘ইয়া বেবি। অল দ্য হার্ড ওয়র্ক (অ্যান্ড নট ইটিং গুলাব জামুনস অ্যাট ইওর ওন ওয়েডিং) ইজ পেয়িং অফ।’
গৌরবের এই টুইট থেকেই পরিষ্কার যুবরাজ কৃচ্ছ্রসাধন করেছেন। নিজের বিয়েতে গুলাব জামুন খাননি। বিয়েতে রাতে অতিথিদের আপ্যায়ন করেছিলেন যুবি। মেন্যুতে গুলাব জামুন রেখেছিলেন যুবরাজ। সেই মিষ্টি তিনি ছুঁয়েই দেখেননি। কারণ মিষ্টি বেশি খেলে মোটা হয়ে যেতে পারেন যুবরাজ। তাঁর ফিটনেস নষ্ট হয়ে যেতে পারে।
বাইশ গজের ভিতরে তাঁর বিদ্যুৎ গতি ভোঁতা হয়ে যেতে পারে। সব দিক চিন্তাভাবনা করেই যুবরাজ নিজের বিয়েতে এড়িয়ে গিয়েছেন গুলাব জামুন, মশলাদার খাবার। এতটা ত্যাগ করেছেন বলেই আজ সাফল্য পাচ্ছেন যুবরাজ। যাঁরা মনে করছেন হ্যাজেল কিচের ভূমিকা রয়েছে যুবির সাফল্যের পিছনে, তাঁরা ভুল করছেন। যুবি নিজেই নিজেকে তৈরি করেছেন। এর জন্য তাঁর স্যালুট প্রাপ্য।-এবেলা
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ
0 comments: