বিনোদন ডেস্ক : ২০১৬ শেষের পথে। প্রত্যেক বছরের মতো এই বছরও বলিউড পরিচালকরা বেশ কয়েকটি অভিনব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু প্রত্যেক বছরের মতো কিছু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই তালিকায় রয়েছে কিছু হাই বাজেটের সিনেমাও। এই সিনেমাগুলি ঘিরে দর্শক থেকে অভিনেতা সবার প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।
❏ বলিউডে এই বছর একটি সিনেমাতেই দেখা গিয়েছিল প্রিয়াংকা চোপড়াকে। অজয় দেবগন অভিনীত গঙ্গাজলের সিক্যুয়েল ‘জয় গঙ্গাজল’। সিনেমায় পুলিশের ভূমিকায় দর্শকদের মন জয় করতে ব্যর্থ অভিনেত্রী। বক্স অফিসেও সাড়া ফেলতে পারেনি এই সিনেমা।
❏ এই তালিকায় ‘সনম রে’ সিনেমাটিও জায়গা করে নিয়েছে। রিলিজ করার আগেই সিনেমার গানগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু ইয়ামি গৌতম অভিনীত এই সিনেমা রিলিজের পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
❏ বলিউডের অন্যতম সেরা পরিচালক আশুতোষ গোয়ারিকর। তার ব্যানারে ২০১৬ সালের
অন্যতম হাই বাজেট সিনেমা ছিল মহেঞ্জোদারো। এ আর রহমানের অভিনব সঙ্গীত পরিচালনা এবং হৃত্বিক রোশনের মত তারকার উপস্থিতি রিলিজের আগেই বেশ সাড়া ফেলেছিল। কিন্তু, অবাস্তবতায় জড়জড়িত ঐতিহাসিক সিনেমা বক্স অফিসে নিজের জায়গা করতে ব্যর্থ।
❏ আবেদনময়ী কমেডির নাম দিয়ে সিনেমা নিয়ে প্রহসনের মূল্য দিলেন অভিনেতা তুষার কাপুর এবং আফতাব মনে করছেন দর্শকরা। ‘কেয়া কুল হে হাম ৩’ রিলিজ করার পর সত্যিই আর বলিউডে জায়গা পাবেন কিনা এই দুই অভিনেতা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তারা।
❏ কেয়া কুল হে হাম ৩ পর ফের ‘মস্তিজাদে’ নামের একটি আবেদনময়ী কমেডিতে দেখা যায় তুষারকে। তার বিপরীতে অভিনয় করেন সানি লিওন। তাতেও লাভ হয়নি। দর্শক টানতে ব্যর্থ এই সিনেমা।
❏ কোরিয়ান অ্যাকশন সিনেমার বলিউড রি–মেক হয় না তা নয়। কিন্তু মুখ্য চরিত্রের অভিনয় দক্ষতা না থাকলে ‘রকি হ্যান্ডসাম’–এর মতো পরিণতি হতে বাধ্য বলছেন দর্শকরা। জন আব্রাহাম অভিনীত এই সিনেমা দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করতে পারেনি।
❏ অভিষেক কাপুরের নির্দেশনায় ‘ফিতুর’ নিয়ে প্রত্যাশা ছিল সবার। অর্জুন এবং ক্যাটরিনা অভিনীত এই সিনেমা নিয়ে দর্শকদের আশা ভঙ্গ হল রিলিজের পর। এই বছরের অন্যতম খারাপ সিনেমার তালিকায় জায়গা করে নিল ‘ফিতুর’।
❏ ‘বার বার দেখো’ একবারও দেখার মতো নয় বলছেন দর্শকরা। কালা চশমা গানটি ছাড়া সিনেমাটিতে দেখার মতো নাকি কিছুই নেই।
❏ ‘রক অন’–এর রিলিজের পর বেশ কয়েকবছর কেটে গেছে। আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয় সিনেমাটি। কিন্তু, রক অন–এর সিক্যুয়েল রিলিজ করার পর দর্শকদের প্রশ্ন সত্যি কি দরকার ছিল এই ‘রক অন ২’–এর?
❏ টাইগার শ্রফ অভিনীত সুপার হিরো সিনেমা ‘ফ্লাইং জাট’ আসলে স্পুফ মনে করেছিলেন অনেকেই। কিন্তু ছোট থেকে বড় কোন দর্শকদের কাছেই তেমন গ্রহণযোগ্য হয়নি এই সিনেমা। আজকাল
0 comments: