বিনোদন ডেস্ক: সমগ্র পৃথিবীতে তিনিই এক মাত্র অভিনেতা যার নামে মন্দির রয়েছে এবং সেখানে নিয়মিত পূজা হয়। সেই পূজনীয় অভিনেতা রজনীকান্তের আজ ৬৬ তম জন্মদিন। অকল্পনীয় অভিনয় আর অবাস্তব অ্যাকশনে তিনি সমস্ত ভারত বর্ষের থালাইভা (গুরু) হিসেবে পরিচিত।
মারভেল যখন তার একের পর এক সুসজ্জিত সুপার হিরোদের নিয়ে পৃথিবী মাত করতে চাইছেন। তখন এক রজনীকান্তের স্টার পাওয়ারের জোরে সমগ্র দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে তার ফ্যানরা তার নামে ক্লাব খুলেছেন।
তার কাছে এই বয়স কেবলই এক সংখ্যা। এখনো তিনি ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা, শুধু তাই নয় জ্যাকি চ্যানের পর এশিয়ায় সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এই রজনীকান্তই।
তার জীবনের অনেকটাই খোলা খাতা। আবার বেশ কিছুটা রয়েছে অজানা। দেখে নেওয়া যাক ‘থালাইভা’ সম্পর্কে অজানা কিছু তথ্য।
১. রজনীকান্ত একমাত্র অভিনেতা যিনি ‘সিবিএসই’ সিলেবাসে রয়েছেন। ‘ফ্রম বাস কন্ডাক্টর টু অ্যাক্টর’ শীর্ষক রচনায় রজনীর কথা পড়ানো হয়।
২. অনেকেই জানেন, প্রথম জীবনে বাস কন্ডাক্টরের কাজ করতেন রজনী। কিন্তু একসময় রোজগারের জন্য কুলি এবং ছুতোর মিস্ত্রির কাজও করতে হয়েছে তাঁকে।
৩. ২০১৪ তে নিজের টুইটার অ্যাকাউন্ট খোলেন রজনী। ২৪ ঘন্টার মধ্যে ফলোয়ার হয় দুই লক্ষ দশ হাজার। যে কোনও ভারতীয় সেলিব্রিটির ক্ষেত্রে এটা রেকর্ড।
৪. মীনা একমাত্র অভিনেত্রী যিনি রজনীকান্তের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন, পরে তার নায়িকাও হন।
৫. যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার পরই হিমালয়ে বেড়াতে চলে যান নায়ক। অথবা বেঙ্গালুরুতে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াও তার পছন্দের।
৬. তামিল, হিন্দি, মালায়লম, কন্নড়, তেলেগুর পাশাপাশি ‘ভাগ্য দেবতা’ নামে একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন রজনী।
৭. কেরিয়ারের তুমুল সাফল্যের পর এখনও প্রতিদিন সেটে নতুন কেউ ঢুকলে তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান থালাইভা।
0 comments: