হাউজফুল থ্রি' চলচ্চিত্রের মাধ্যমে চলতি বছরের শুরুতেই বক্স অফিস সাফল্য অর্জন করেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। 'ঢিশুম' এবং 'অ্যা ফ্লাইং জেট' নিয়েও আলোচনায় আসেন শ্রীলংকান বংশোদ্ভূত এ অভিনেত্রী। সামনের বছরেও তিনটি ছবি নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এর মধ্যে প্রথম ছবি 'রিলোড' মুক্তি পাবে ২৫ আগস্ট গণেশ চতুর্থীর দিনে। এ ছবিতে তার বিপরীতে আছেন 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'খ্যাত তারকা সিদ্ধার্থ মালহোত্রা। অ্যাকশন ড্রামানির্ভর এ ছবিটি পরিচালনা করেছেন পরিচালক রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে। আমেরিকা, থাইল্যান্ড ও ভারতের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এর আগে 'ব্রাদার্স' ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওস।
এ মুহূর্তে বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন ৩১ বছর বয়সী এ অভিনেত্রী। বছরের মাঝামাঝি থেকেই তিনি দেফনি রোনাল্ডসের ইংরেজি ভাষায় নির্মিত 'অ্যাকর্ডিং টু ম্যাথিও' ছবির দৃশ্যধারণ শুরু করেছেন। এর মধ্যে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের সুপার হিট ছবি 'যোদ্ধা'র রিমেক সাজিদ খানের 'যোদ্ধা টু' ছবিতে অভিনয় করছেন তিনি। এ ছবিতে সিদ্ধার্থের বন্ধু বরুণ ধাওয়ানের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তিনি। এ তিনটি ছবি নিয়ে বছরজুড়ে দর্শকের সঙ্গেই থাকবেন জ্যাকুলিন।
0 comments: