Monday, December 19, 2016

রাজনীতিতে এসেছেন ভারতের যে সুন্দরী নায়িকারা

রম্যঃ কন্নড় ছবির এই নায়িকা ২০১২ সালে রাজনীতিতে আসেন। বর্তমানে কংগ্রেসের সদস্য।
আঙুরলতা ডেকাঃ আসামের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। মাত্র এক বছর হল রাজনীতিতে এসেছেন। বর্তমানে আসামে বিজেপির এমএলএ।
দেবশ্রী রায়ঃ বাংলার এই নায়িকা বহুদিন হল এসেছেন রাজনীতিতে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য ও রায়দিঘির এমএলএ।
হেমা মালিনীঃ ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপি-তে। বর্তমানে মথুরার সাংসদ তিনি।
জয়া বচ্চনঃ সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য।
জয়ললিতাঃ দক্ষিণের সর্বসেরা নায়িকাদের অন্যতম। ১৯৮২ সালে যোগ দেন এআইএডিএমকে পার্টিতে। মৃত্যুর সময় ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
জয়া প্রদাঃ ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। একাধিক পার্টি পরিবর্তন করেছেন, বহিষ্কৃতও হয়েছেন। বর্তমানে কংগ্রেসের সদস্য।
লকেট চট্টোপাধ্যায়ঃ প্রায় সদ্য রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন বলা যায়। ২০১৬ বিধানসভা ভোটে দাঁড়িয়েও হেরে যান।
মুনমুন সেনঃ ২০১৪ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বর্তমানে বাঁকুড়ার সাংসদ।
নগমাঃ ১৩ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসের সদস্য। বেশ কয়েকবার ভোটে দাঁড়ানোর কথা উঠলেও শেষমেশ হয়নি।
রূপা গঙ্গোপাধ্যায়ঃ এক বছর হল যোগ দিয়েছেন বিজেপি-তে। বিধানসভা ভোটে লক্ষ্মীরতন শুক্ল-র কাছে হেরে গেলেও বর্তমানে রাজ্যসভার সাংসদ।
শতাব্দী রায়ঃ সাত বছরেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সদস্য। পর পর দু’বার বীরভূমের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিজয়শান্তিঃ দক্ষিণের এই নায়িকা ১৯৯৮ সালে রাজনীতিতে আসেন। প্রথমে বিজেপি, পরে স্বপ্রতিষ্ঠিত তল্লি তেলেঙ্গানা। ২০০৯ সালে সাংসদ নির্বাচিত হলেও পরে পদত্যাগ করেন। পরে কংগ্রেসে যোগ দেন। ২০১৪ সালে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন।   সূত্রঃ এবেলা


SHARE THIS

Author:

0 comments: