মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেইসবুকে নিজের সাবেক প্রেমিকাকে বড়দিনের উপহার কোথায় খুঁজবে জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে গেছেন ২০ বছরের এক যুবক। সেই সঙ্গে তার শেষ পোস্টটি না সরাতে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে অনুরোধ করেছেন তিনি।
ইংল্যান্ড-এ বসবাসকারী কেইরেন লিসটার সেই পোস্টের মাধ্যমে তার পরিবারের কাছে ক্ষমা চান এবং তার জিনিসপত্র বিক্রি করে দিতে বলেন। যার অর্থ প্রয়োজন তাকে এই বিক্রির দান করতে বলেন, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
ফেইসবুক-কে পোস্টটি মুছে না দেওয়ার জন্যও অনুরোধ করেছেন তিনি। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, এই পোস্টটি “যারা জীবনে সুখ খুঁজছেন তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত হবে।“
ওই পোস্টে তিনি বলেন, “আমি জানি না আর কী করতে হবে”। তিনি পোস্টটিতে তার বন্ধু এবং পরিবারকে জানান সম্প্রতি তার প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এবং জোর দিয়ে বলেছেন, “এটি তার (কেইরেন এর বান্ধবী) দোষ নয়।“
তিনি পোস্টটিতে লেখেন, “আমরা এখন আলাদা হচ্ছি এবং আমি মনে করি না তার ভালবাসা ছাড়া আমি সব কিছু মানিয়ে নিতে পারব। সে আমার সবকিছু ছিল এবং আছে। আমার মনে হয় না আমি এটি থেকে নিজেকে মুক্তি দিতে পারব।“
লিসটার আরও লিখেন, “আমি অবস্থা ঠিক হওয়া পর্যন্ত নিজেকে অপেক্ষায় রাখতে পারব না কেননা সেই (কেইরেন এর বান্ধবী )একমাত্র ব্যক্তি যে আমকে খুশি করেছিল।“
২০১৬ সালের ১২ ডিসেম্বরে তিনি এই পোস্ট দেন এবং পুলিশ লিস্টারের নিখোঁজের খবর পাওয়ার কিছু সময় পর তার এই পোস্টটি দেখা যায় । লিডস শহরের কটিংলে এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।
0 comments: