বিনোদন ডেস্ক: আগামীকাল (রোববার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে উত্তাপ ছড়াবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি'র
অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই লাস্যময়ী।
প্রতিবারের মত এবারও সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে ২০১৫ সালে বছর সেরা তারকাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বহুল অলোচিত ছবি 'রক্ত'র 'ডানাকাটা পরী' শিরোনামের গানটিতে মঞ্চ কাঁপাবেন পরীমণি। গানটির কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ইভান শাহরিয়ার সোহাগ।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, "প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষ পর্যন্ত পারফর্ম করবো বলেই সিদ্ধান্ত নিয়েছি।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস
0 comments: