বিনোদন ডেস্ক : ১৯৯৬ সালে ‘পাপা কহতে হ্যায়’ হল একটি সুপার-ডুপার হিট। ওই একটি ছবির জন্য চিরকাল বলিউড দর্শক মনে রাখবেন ময়ূরী কঙ্গো এবং যুগল হংসরাজকে। ময়ূরীর প্রথম ছবি যদিও ওটা নয়। প্রথম ছবিটা ছিল সৈয়দ মির্জার ‘নাসিম’। যেহেতু বাণিজ্যিক ছবি নয়, তাই সে ছবির কথা অনেকেই জানেন না। কিন্তু ‘পাপা কহতে হ্যায়’ দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন।
ওই ছবিটির পরে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন ময়ূরী। টেলিভিশনেও অভিনয় করেন দীর্ঘদিন। ২০০০ সাল থেকে ২০০৫ সাল, যাঁরা নিয়মিত হিন্দি টেলিভিশন দেখতেন, তাঁদের অনেকেই
হয়তো ‘কুসুম’ বা ‘কিটি পার্টি’ ছবিতে ময়ূরীর অভিনয়ের কথা মনে রেখেছেন। কিন্তু ২০০৯ সালের পর থেকেই তিনি সরে আসেন অভিনয় জগৎ থেকে। তার আগেই, ২০০৩ সালে অবশ্য তাঁর বিয়ে হয় এনআরআই ব্যবসায়ী আদিত্য ধিলোঁর সঙ্গে।
অভিনয় থেকে সরে আসার পরে ময়ূরী চলে যান মার্কিন দেশে। সেখানে ম্যানেজমেন্ট ডিগ্রিও নেন। ২০১২ সালের পরে তিনি দেশে ফিরে আসেন ছেলেকে নিয়ে। এখন ময়ূরী তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন গুরুগ্রামের সেক্টর ৫৬ অঞ্চলে। বর্তমানে কাজ করছেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হিসেবে। কয়েক মাস আগে একটি সর্বভারতীয় দৈনিকের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, অভিনয়ে ফেরার আপাতত কোনও ইচ্ছা নেই এবং তিনি তাঁর সেলিব্রিটি জীবনযাপনকে একেবারেই মিস করেন না।
ময়ূরী মনে করেন, তাঁর সংক্ষিপ্ত অভিনয়জীবন অবশ্যই খুব এক্সাইটিং ছিল কিন্তু জীবনে তার চেয়েও ভাল একটা পর্যায়ে রয়েছেন এখন তিনি। চুটিয়ে সংসার করছেন, মাতৃত্ব উপভোগ করছেন এবং সবচেয়ে বড় কথা, মনের মতো একটি চাকরি করছেন। তবে একটা কথা বলতেই হয়, এত বছর কেটে যাওয়ার পরেও ময়ূরী এখনও অত্যন্ত সুন্দরী, আগের মতোই মিষ্টি। -এবেলা।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম
0 comments: