Tuesday, November 8, 2016

জেএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০০% কমন প্রশ্ন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না

জে.এস.সি-২০১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাজেশন
গুরুত্বপূর্ণ পাঠগুলো স্টার(*) দিয়ে চিহ্নিত করে
দেওয়া হয়েছে।
(ক)
অধ্যায়ঃ ২ এর পাঠ- ১*, ৩*, ৬*, ৭*, ৮, ৯*, ১০, ১১*
অধ্যায়ঃ ৬ এর পাঠ- ৪, ৩* (মানব সম্পদ উন্নয়নে
করণীয় পর্যন্ত)
অধ্যায়ঃ ৭ এর পাঠ- ১, ৩*, ৪*, (৭ ও ৮)*
অধ্যায়ঃ ৮ এর পাঠ- (১ ও ২), ৩, (৪ ও ৫ এর খরা,
ভূমিকম্প ছাড়া )
অধ্যায়ঃ ১০ এর সবগুলো পাঠ
অধ্যায়ঃ ১১ এর পাঠ- ১, ২*, ৫*, ৬
অধ্যায়ঃ ১৩ এর পাঠ- ১, ২, ৩*, (৪ ও ৫)*
[বি.দ্র.- আশা করি, (ক) অংশ পড়লেই ৬ টি
সৃজনশীল কমন পরবে।]
(খ)
অধ্যায়ঃ ৪, ৯ এর সবগুলো পাঠ।
অধ্যায়ঃ ৩ এর পাঠ- ১, ৪
অধ্যায়ঃ ১ এর পাঠ- ১, ২, ৩, ৪*, ৫*, ৬*,৭*
অধ্যায়ঃ ৫ এর পাঠ- ১*, (২ ও ৩)*,
অধ্যায়ঃ ১২ এর পাঠ- ১*, ৩, ৪*, ৫
২০১৬ সালের ৮ম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্ব্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০০টি খ. ১৯৯টি
গ. ১৯৮টি ঘ. ১৯৬টি
২। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো—
ক. আসিয়ান খ. সার্ক
গ. ইইউ ঘ. আইএমএফ
৩। একটি রাষ্ট্রের জন্য অপর একটি রাষ্ট্রের সহযোগিতার দরকার পড়ে কেন?
ক. নিজেদের উন্নয়নের জন্য
খ. ব্যক্তিবিশেষের উন্নয়নের জন্য
গ. আমলাদের উন্নয়নের জন্য
ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য
৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. ওআইসি খ. আইএমএফ
গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
৫। গত শতাব্দীতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
৮। প্রথম মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত
৯। দ্বিতীয় মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত
১০। জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য
খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য
ঘ. আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য
১১। জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে
গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে
১২। হিরোশিমা শহরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়ায় খ. জাপানে
গ. চীনে ঘ. ভারতে
১৩। জাপানের নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট
গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৪। হিরোশিমায় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট
গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৫। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯১৯ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ. ১৯৪১
১৬। জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন—
ক. রুজভেল্ট খ. রুশো
joy
গ. হিটলার ঘ. কফি আনান
১৭। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
ক. ১৯১৮ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৪৫ সালে
১৮। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের—
ক. ১২ অক্টোবর খ. ১৫ অক্টোবর
গ. ১৬ অক্টোবর ঘ. ২৪ অক্টোবর
১৯। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
২০। ফ্রাঙ্কলিন রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
২১। নিচের কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য?
i. নিরাপত্তা নিশ্চিত করা joy
ii.অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা
iii. সবার মৌলিক অধিকার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
২২। জাতিসংঘের মোট অঙ্গসংগঠন রয়েছে—
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
১. ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. খ
---------------------------
জেএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(সবাই পোস্টি শেয়ার করুন?)
উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
গত ঈদের ছুটিতে রাহিল তার কয়েকজন বন্ধুর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণে গিয়ে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের গায়ের রং ঈষৎ হলদেটে, মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা ও কালো। পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনা করেন। এসব দেখে রাহিলের রংপুরের বন্ধু বলল, ‘আমাদের অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর সামাজিক জীবন সম্পূর্ণ এদের মতো।’
ক. রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কী?
খ. মারমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো।
ঘ. রাহিলের রংপুরের বন্ধুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর :
ক. রাখাইনদের ঐতিহ্যের প্রতীক পাগড়ি।
খ. মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা এ ধর্মেরই অনুষ্ঠানাদি উদ্যাপন করে। প্রায় প্রতিটি মারমা গ্রামে বৌদ্ধ বিহার ‘কয়াং’ ও বৌদ্ধ ভিক্ষু ‘ভান্তে’দের দেখা যায়। মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনে বৌদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে ও প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে। কাপ্তাইয়ের অনতিদূরে চন্দ্রঘোনার কাছে কর্ণফুলী নদীর দক্ষিণে অবস্থিত ‘চিত্মরম বৌদ্ধ বিহার’ মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধ বিহার। প্রতিবছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেখানে বুদ্ধপ্রণাম ও পূজা করতে যায়।
গ. উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র জনগোষ্ঠীটি হলো চাকমা। নিচে চাকমাদের সাংস্কৃতিক জীবনের ব্যাখ্যা দেওয়া হলো :
চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম ‘পিনোন’ ও ‘হাদি’। আগে চাকমা পুরুষরা এ রকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় এক ধরনের পাগড়ি বাঁধত; ইদানীং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি ব্যবহার করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ‘ফুলগাদি’ ও নানা ধরনের ওড়না দেশে-বিদেশে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি ও বাদ্যযন্ত্র তৈরি করে।
চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সঙ্গে মাছ, মাংস ও শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশকোঁড়ল; বাঁশকোঁড়ল দিয়ে চাকমা মেয়েরা বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করে। চাকমারা হাডুডু, কুস্তি ও ‘ঘিলাখারা’ খেলতে ভালোবাসে; ছোট ছেলেমেয়েরা বঁইচি খেলে।
চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হলো ‘বিজু’; বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা ‘বিজু’ উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার তুলনায় চাকমারা বেশি শিক্ষিত।
ঘ. উদ্দীপকের রাহিলের রংপুরের বন্ধুর অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী হলো সাঁওতাল। নিম্নে রাহিলের বন্ধুর বক্তব্যের যথার্থতা নিরূপণ করা হলো :
চাকমাদের সামাজিক জীবন লক্ষ করলে দেখা যায়, চাকমা সমাজের মূল অংশ পরিবার। কতগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত হয় ‘আদাম’ বা ‘পাড়া’, কতগুলো পাড়া নিয়ে মৌজা গঠিত হয়। পাড়াপ্রধানকে হেডম্যান বলে, যিনি মৌজার শান্তিশৃঙ্খলা রক্ষা করেন। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃসূত্রীয়; এদের পরিবারে পিতাই প্রধান।
সাঁওতালও সমাজ পিতৃসূত্রীয়। তাদের সমাজে পিতার সূত্র ধরে সন্তানের দল ও গোত্রপরিচয় নির্ণয় করা হয়। এদের সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত পরিচালনা করে ‘মাঝি পারণিক’। এরা হলো—মাঝি হারাম, জগমাঝি, পরাণিক, গোডেৎ ও নায়েক। নায়েককে তারা পঞ্চায়েত সদস্য নয়, বরং ধর্মগুরু হিসেবে গণ্য করে।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, চাকমা ও সাঁওতালদের সামাজিক জীবন সাদৃশ্যপূর্ণ।

জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন

-২০১৬

১। ফেঞ্চুগঞ্জ সার কারখানায়

জ্বালানি হিসেবে কী ব্যবহার করা

হয়?

ক. কয়লা খ. জ্বালানি তেল গ.

প্রাকৃতিক গ্যাস ঘ. ডিজেল

২। বাংলাদেশে প্রথম চিনিকল কোন

জেলায়?

ক. রাজশাহী খ. নাটোর

গ. সিলেট ঘ. কুষ্টিয়া

৩। বাংলাদেশে নিউজপ্রিন্ট

কাগজকল কোথায়?

ক. রাজশাহী খ. নাটোর

গ. সিলেট ঘ. খুলনা

৪। ২০০৮ সালে বিশ্বে রেমিট্যান্স

আয়ের দিক থেকে বাংলাদেশের

অবস্থান কত ছিল?

ক. ৮ম খ. ১০ম

গ. ১২তম ঘ. ১৫তম

৫। আমেরিকায় প্রতি

বর্গকিলোমিটারে বাস করে-

ক. ২৩ জন খ. ৩২ জন

গ. ৯৯৩ জন ঘ. ৩৩৯ জন

৬। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা

দিবস-

ক. ২ জানুয়ারি খ. ২ ফেব্রুয়ারি

গ. ২ মার্চ ঘ. ৩ ফেব্রুয়ারি

৭। বাংলাদেশ সরকার কত সালের

মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত

করতে অঙ্গীকারবদ্ধ?

ক. ২০২০ সাল খ. ২০১৮ সাল

গ. ২০১৭ সাল ঘ. ২০১৫ সাল

৮। চাকমাদের শারীরিক বৈশিষ্ট্য নয়-

i. সুচালো নাক

ii. সোনালি চুল

iii. শ্যামলা গোলাকার মুখমণ্ডল

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৯। ঢাকা শহরের কোন মন্দিরগুলো

ঔপনিবেশিক যুগের আগে তৈরি-

i. রঘুনাথ মন্দির

ii. ঢাকেশ্বরী মন্দির

iii. রমনা কালীমন্দির

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

১০। আদমজী পাটকল প্রতিষ্ঠা করা হয়-

ক. ১৯৪১ সালে খ. ১৯৫১ সালে

গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে

১১। কোনটি বেসরকারি কাগজ শিল্প

প্রতিষ্ঠান?

ক. নিউজপ্রিন্ট খ. কর্ণফুলী

গ. বসুন্ধরা ঘ. পাকশী

১২। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের অধীন

অঞ্চল হলো-

i. চট্টগ্রাম

ii. পার্বত্য চট্টগ্রাম

iii. মেঘনা নদী পর্যন্ত এলাকা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

১৩। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯

সালে বিশ্বের সর্বোচ্চ

রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে

বাংলাদেশের অবস্থান কত ছিল?

ক. দশম খ. একাদশ

গ. দ্বাদশ ঘ. অষ্টম

১৪। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী

অঞ্চলে কোন উপজাতি জনগোষ্ঠী

বসবাস করে?

ক. চাকমা খ. মারমা

গ. গারো ঘ. সাঁওতাল

১৫। বেলজিয়ামের রাজধানী-

ক. ব্রাসেলস খ. ব্রাসিলিয়া

গ. সান্টিয়াগো ঘ. অটোয়া

১৬। কোন উপজাতি জনগোষ্ঠী

মাতৃসূত্রীয় নয়?

ক. চাকমা খ. মারমা

গ. সাঁওতাল ঘ. সবগুলো

১৭। ইউরোপীয় ইউনিয়নের প্রধান

কার্যালয় কোথায়?

ক. ব্রাসেলস খ. জেনেভা

গ. স্টকহোম ঘ. প্যারিস

১৮। ন্যাম কত সালে গঠিত হয়?

ক. ১৯৫১ সালে খ. ১৯৫৭ সালে

গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬১ সালে

১৯। জাতিসংঘের জনসংখ্যা তহবিল

কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৬৯ সাল খ. ১৯৫৯ সাল

গ. ১৯৪৯ সাল ঘ. ১৯৪৮ সাল

২০। জেনেভা কোন দেশের শহর?

ক. কানাডা

খ. নেদারল্যান্ডস

গ. সুইজারল্যান্ড

ঘ. জার্মানি

২১। শ্রীরামপুরে কত সালে মুদ্রণযন্ত্র

স্থাপিত হয়?

ক. ১৮২১ খ. ১৮৫৭

গ. ১৭৮১ ঘ. ১৭৯১

২২। কত সালের শাসন আইন অনুসারে

ভারতে ভূমি সংস্কার করা হয়?

ক. ১৭৬৮ খ. ১৭৮৬

গ. ১৭৯৩ ঘ. ১৮৬২

২৩। ঔপনিবেশিক আমলে কোথায়

মারাঠা শক্তির উত্থান হয়?

ক. পূর্ব ভারত খ. পশ্চিম ভারত

গ. দক্ষিণ ভারত ঘ. ইন্দোচীন

২৪। উইলিয়াম হেজেজ কখন ইংরেজ

কম্পানির গভর্নর হয়ে আসেন?

ক. ১৬৮২ খ. ১৬৮৬

গ. ১৬৬৬ ঘ. ১৮৬২

২৫। মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

ক. ১৯০৫ খ. ১৯০৩

গ. ১৯৮৫ ঘ. ১৯০৬

২৬। ১৯৭১ সালের ২৫ মার্চ জাতীয়

পরিষদের অধিবেশনে যোগদানের

জন্য শেখ মুজিব যে চারটি শর্ত

দিয়েছিলেন তার দ্বিতীয়টি কী

ছিল?

ক. সামরিক শাসন প্রত্যাহার

খ. সৈন্য ব্যারাকে নেওয়া

গ. ক্ষমতা হস্তান্তর ঘ. সবগুলো

২৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা

হলের বর্তমান নাম-

ক. ইকবাল হল

খ. জহুরুল হক হল

গ. শহীদুল্লাহ হল

ঘ. জগন্নাথ হল

২৮। অপারেশন জ্যাকপটে মংলা বন্দরে

কতটি জাহাজ ধ্বংস হয়েছিল?

ক. ১০টি খ. ২০টি

গ. ৩০টি ঘ. ৪০টি

২৯। মুক্তিযুদ্ধের প্রাক্কালে

পূর্বপাকিস্তানের গভর্নর ছিলেন-

ক. নুরুল আমিন খ. ড. মালিক

গ. টিক্কা খান ঘ. আইয়ুব খান

৩০। আদমজী পাটকল কোথায় অবস্থিত?

ক. রাজশাহী খ. গাজীপুর

গ. নারায়ণগঞ্জ ঘ. চট্টগ্রাম

৩১। ঢাকার বিভিন্ন সামরিক

অবস্থানে যৌথ বাহিনী হামলা

করে-

ক. ১৩ নভেম্বর খ. ২১ নভেম্বর গ. ১২

ডিসেম্বর ঘ. ১৪ ডিসেম্বর

৩২। বাঙালি জাতির মননের

প্রতীকস্বরূপ-

ক. বাফা খ. উদীচী

গ. ছায়ানট ঘ. বাংলা একাডেমি

৩৩। বাংলাদেশি স্থপতি-

ক. নভেরা আহমেদ

খ. এস এম সুলতান

গ. এফ আর খান

ঘ. খান আতা

৩৪। বর্তমান বিশ্বের সবচেয়ে

শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যমের

নাম কী?

ক. রেডিও খ. টেলিভিশন

গ. সংবাদপত্র ঘ. ইন্টারনেট

৩৫। যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো হলো-

i. আওয়ামী মুসলিম লীগ

ii. কৃষক-প্রজা পার্টি

iii. পাকিস্তান পিপলস পার্টি

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৩৬। অপারেশন সার্চলাইটের সঙ্গে

সংশ্লিষ্ট ছিলেন-

i. টিক্কা খান

ii. রাও ফরমান আলী

iii. মোহাম্মদ আলী জিন্নাহ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৩৭। ৩ মার্চ জাতীয় পরিষদের

অধিবেশন স্থগিতের ফলে হরতাল

পালিত হয়-

i. ১ মার্চ ii. ২ মার্চ

iii. ৩ মার্চ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৩৮। ১৯৭০ সালের নির্বাচনে ব্যাপক

গণসমর্থন লাভ করেন-

i. মোহাম্মদ আলী জিন্নাহ

ii. শেখ মুজিব

iii. জুলফিকার আলী ভুট্টো

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৩৯। ৭ মার্চ ভাষণে যে দাবিগুলো

পেশ করা হয়-

i. সামরিক আইন প্রত্যাহার

ii. হত্যাকাণ্ডের তদন্ত

iii. সেনা প্রত্যাহার

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

৪০। পাকিস্তানের রাষ্ট্রভাষা

হিসেবে উর্দু প্রতিষ্ঠার সঙ্গে

সংশ্লিষ্ট যাঁরা-

i. মোহাম্মদ আলী জিন্নাহ

ii. খাজা নাজিমউদ্দিন

iii. জুলফিকার আলী ভুট্টো

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ

১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ

১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ

২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. গ

৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ

৩৮. গ ৩৯. ঘ ৪০. ক


SHARE THIS

Author:

0 comments: