Sunday, November 27, 2016

তামিমের সাথে ওপেনিং করা নিয়ে যা বললেন গেইল

স্পোর্টস ডেস্ক : বিপিএলে প্রথম ম্যাচেই ওপেনিংয়ে নামবেন ক্রিস গেইল। এখানে তার সঙ্গী তামিম ইকবাল। তামিমের সাথে ওপেনিং করা নিয়ে গেইল বলেছেন, তামিমের সঙ্গে ইনিংস ওপেন করার সুযোগ আসছে, সেটির জন্য আমি মুখিয়ে আছি।

সেও দারুণ ফর্মে আছে। আশা করি শুরুর অ্যাডজাস্টমেন্টটা করে ফেলে আমাকে

মেলে ধরতে পারব। তবে মাত্রই আমার প্রথম ম্যাচ। কেবলই নেট করে ফিরলাম।

তামিম কন্ডিশনটা খুব ভালো জানে। আমি একটু সময় নিয়ে খেলতে পারি, দেখতে পারি এই কন্ডিশনে তামিম কিভাবে ব্যাটিং করছে। ও খেলার মধ্যেই আছে, জানে কিভাবে খেলতে হয়। আমি ওকে দেখে দ্রুত ধারণা নিতে পারি।

আমিও চেষ্টা করব যতটা সম্ভব দ্রুত আক্রমণাত্মক হতে। চেষ্টা করব দলকে বিস্ফোরক শুরু এনে দিতে। তবে গতরাতে (শুক্রবার) খেলা দেখছিলাম, উইকেট মনে হলো একটু ট্রিকি (হাসি)। তবে উইকেট নিয়ে আমি অত ভাবি না, যা হয় হবে। জীবন এমনই। আমি শুধু নিজের খেলাটা খেলতে চাই।
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর


SHARE THIS

Author:

0 comments: