Wednesday, November 23, 2016

পিএসসি পরীক্ষার ইসলাম ১০০% কমন প্রশ্ন তাই মিস করলেই লস!!!

PSC “ইসলাম ও নৈতিক শিক্ষা” সাজেশন -২০১৬
.
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ইমান শব্দের অর্থ কী ?
২. আখিরাত কাকে বলে ?
৩. ইবাদত কাকে বলে ?
৪. সাওম কাকে বলে ?
৫. হজের ফরজ কয়টি ও কী কী ?
৬. আমরা পিতামাতার সাথে কিরুপ ব্যবহার করব ?
৭. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ?
৮. মাখরাজ কয়টি ?
৯. আকাইদ কাকে বলে ?
১০. হযরত মুহাম্মদ (স) কোন বংশে জন্মগ্রহণ করেন ?
১১. হযরত সুলায়মান (আ) – এর পিতার নাম কী ?
১২. আনসার কারা ?
১৩. বিদায় হজ কাকে বলে ?
১৪. আখলাক শব্দের অর্থ কী ?
১৫. হজরত মুহাম্মাদ (সাঃ) কত বছর বয়সে নবুআত লাভ করে ?

সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ :

১। নবী-রাসূলগণ কিভাবে আল্লাহর নিকট থেকে জ্ঞান লাভ করতেন?

ক) ওহির মাধ্যমে খ) ঘণ্টাধ্বনির মাধ্যমে

গ) অদৃশ্য শক্তির মাধ্যমে ঘ) কোনোটিই নয়

২। কারা পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে?

ক) যাদের অধিক ধনসম্পদ আছে খ) যারা দেখতে সুন্দর

গ) যারা উচ্চপদে অধিষ্ঠিত

ঘ) যারা আল্লাহর বিধান অনুসারে চলে

৩। আল্লাহর আইন ও বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের কী ধরনের কাজ?

ক) ফরজ খ) সুন্নত গ) ওয়াজিব ঘ) নফল

৪। তোমার ছোট ভাই তোমার সাথে একটি মন্দ আচরণ করেছে। তুমি কী করবে?

ক) সাথে সাথে শাস্তি দেবো খ) ঘর থেকে বের করে দেবো

গ) তার প্রতি সহনশীল হবো ঘ) কখনই কিছু বলব না

৫। কবরে জাহান্নামিদের কঠিন শাস্তি দেয়া হবে। কিভাবে চললে আমরা কবরের আজাব থেকে রা পাবো?

ক) নিজের খেয়ালখুশিমতো চললে

খ) নবীর নির্দেশ মেনে চললে

গ) প্রতিবেশীর নির্দেশ মেনে চললে

ঘ) নেতার নির্দেশ মেনে চললে

৬। পরম করুণাময় আল্লাহ আমাদের কিভাবে বিশুদ্ধ পানির যোগান দেন?

ক) পানি চক্রের মাধ্যমে খ) বন্যার মাধ্যমে

গ) বৃষ্টির মাধ্যমে ঘ) ঝরনার মাধ্যমে

৭। তোমার এক বন্ধু স্কুলে যাওয়ার সময় এক অন্ধ লোককে ঢিল ছুড়ে মারল। সে কাজটি কার প্ররোচনায় করল?

ক) ফেরেশতার খ) শয়তানের গ) মন্দ লোকের ঘ) নারীদের

৮। হাশরের দিন কী দিয়ে পাপ ও পুণ্যের ওজন করা হবে?

ক) মিজান খ) হাশর গ) ফেরেশতা ঘ) মানুষ

৯। বাসিরুন শব্দের অর্থ কী?

ক) সর্বশ্রোতা খ) সহনশীল গ) সর্বশক্তিমান ঘ) সর্বদ্রষ্টা

১০। নবী-রাসূলের কাছে আল্লাহর বাণী নিয়ে আসতেন কে?

ক) মানুষ খ) আল্লাহ গ) ফেরেশতা ঘ) হজরত জিবরাইল আ:

১১। রোহান মনে করে ইবাদত শুধু সালাত ও সাওমের মধ্যে সীমাবদ্ধ। তার ধারণাÑ

ক) সঠিক খ) ভুল গ) আংশিক সঠিক ঘ) আংশিক ভুল

১২।‘ঈদুল ফিতরের দিন আল্লাহ সব রোজাদার বান্দার সব গুনাহ মাফ করে দেন।’Ñ এ কথা কে বলেন?

ক) মহানবী সা: খ) হজরত আবু বকর রা:

গ) হযরত মুসা আ: ঘ) হজরত ওমর রা:

১৩। কোনো বান্দা যদি দৈনিক পাঁচবার সালাত আদায় করে তাহলে তার কোনটি থাকবে না?

ক) চিন্তা খ) ভরসা গ) সাহস ঘ) গুনাহ

১৪। সুবহে সাদিক হওয়ার সাথে সাথে কোন নামাজের সময় হয়?

ক) জোহর খ) আসর গ) ফজর ঘ) মাগরিব

১৫। তারাবির সালাত আদায় করার হুকুম কী?

ক) ফরজ খ) সুন্নত গ) ওয়াজিব ঘ) নফল

১৬। সমাজ থেকে কিভাবে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা যায়?

ক) দান-খয়রাত করে খ) কুরবানি করে

গ) জাকাত আদায়ের মাধ্যমে ঘ) নিয়মনীতি প্রবর্তন করে

১৭। পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা কোনটি?

ক) মসজিদে নববী খ) কাবা শরিফ

গ) বায়তুল মুকাদ্দাস ঘ) আরাফাত ময়দান

১৮। কোন ব্যক্তি আল্লাহ তায়ালার কাছে উচ্চতর ব্যক্তিত্বের মর্যাদা লাভ করবেন?

ক) সাওম পালনকারী খ) ঘুষখোর

গ) সত্যবাদী ঘ) বদমেজাজি

১৯। সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরাটি পড়তে হয়?

ক) সূরা নাস খ) সূরা ইখলাস গ) সূরা ফাতিহা ঘ) সূরা ফিল

২০। সালাতের আরকান কয়টি?

ক) পাঁচটি খ) সাতটি গ) তেরোটি ঘ) পনেরোটি

২১। মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?

ক) স্মরণ করেন খ) মা করেন

গ) শাসন করেন ঘ) ত্যাগ করেন

২২। হজরত বায়েজিদ বোস্তামি রহ: কোথাকার অধিবাসী ছিলেন?

ক) ইরান খ) ইরাক গ) মিসর ঘ) লিবিয়া

২৩। আবদুল কাদির জিলানির মা তাকে কতটি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন?

ক) ৪০টি খ) ৫০টি গ) ৬০টি ঘ) ৭০টি

২৪। কোনো অন্যায় কাজে বাধা দিতে অসমর্থ হলে আমরা অন্যায় কাজটি অন্তরে ঘৃণা করব। এটি কোনো ধরনের ঈমানের পরিচায়ক?

ক) সাধারণ খ) অসাধারণ গ) দুর্বলতম ঘ) সবলতম

২৫। পিতামাতার খিদমত ও সেবাযতœ করার ফলে আমরা কী লাভ করব?

ক) জান্নাতুল ফিরদাউস খ) মানুষের শ্রদ্ধাভক্তি

গ) দুনিয়া-আখিরাতের শান্তি ঘ) কোনোটিই নয়

২৬। মা করা সত্ত্বেও যদি কেউ বারবার অপরাধ করে তবে কী করতে হবে?

ক) তাকে ঘৃণা করতে হবে খ) তাকে বোঝাতে হবে

গ) তাকে শাস্তি দিতে হবে ঘ) সমাজচ্যুত করতে হবে

২৭। আমরা যদি পাপ কাজ থেকে বিরত থাকতে চাই; তা হলে আমরা প্রথমে কোন কাজটি ত্যাগ করব?

ক) মিথ্যা কথা বলা খ) চুরি করা

গ) গালি দেয়া ঘ) কুৎসা রটনা করা

২৮। কোন ধরনের কাজে একে অপরকে সাহায্য করা উচিত?

ক) ভালো কাজে খ) মন্দ কাজে

গ) কঠিন কাজে ঘ) সহজ কাজে

২৯। কোনটির অভাবে সমাজ আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায়?

ক) নীতি আদর্শের খ) বুদ্ধি মত্তার

গ) সত্যবাদিতা ও সততা ঘ) মিথ্যাচারিতা

৩০। মক্কা বিজয়ের পর মহানবী সা: মক্কাবাসীর কী করলেন?

ক) প্রতিশোধ নিলেন খ) মা করলেন

গ) বন্দী করলেন ঘ) শাস্তি দিলেন

৩১। মহানবী সা:-এর মক্কা ছেড়ে মদিনায় গমন করাকে বলেÑ

ক) হিজরত খ) হজ গ) সফর ঘ) জিয়ারত

৩২। কার শাসনামলে ছোট-বড়, আপন-পর, ধনী-দরিদ্র সকলের সমান বিচার হতো?

ক) আবু বকর রা: খ) ওমর রা: গ) ওসমান রা: ঘ) আলী রা:

৩৩। মাখরাজ, ইদগাম, গুন্নাহ ইত্যাদি বিষয়ের বিবরণ থাকেÑ

ক) হরকতে খ) তাজবিদে গ) তাশদিদে ঘ) ওয়াকফে

৩৪। মানুষের ভালো হওয়ার এবং কল্যাণ লাভের সব কথা, সব নিয়মনীতি কিসের মধ্যে আছে?

ক) তাওরাত কিতাবে খ) জাবুর কিতাবে

গ) ইনজিল কিতাবে ঘ) কুরআন মজিদে

৩৫। সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত না করলে কী হয়?

ক) অর্থের পরিবর্তন হয় খ) অর্থ ঠিক থাকে

গ) আল্লাহ খুশি হন ঘ) সালাত শুদ্ধ হয়

৩৬। মাদ্দের হরফ কোথা থেকে উচ্চারিত হয়?

ক) নাকের গহ্বর খ) দুই ঠোঁট

গ) মুখের খালি জায়গা ঘ) কণ্ঠ নালির মাঝখানে

৩৭। কুরআন মজিদে ব্যবহৃত গোল চিহ্ন (০) দিয়ে কী নির্দেশ করে?

ক) কিঞ্চিত থামা খ) বিরতিহীন গ) না থামা ঘ) পূর্ণ বিরতি

৩৮। সূরা কাউসারের আয়াত কয়টি?

ক) ৪টি খ) ৫টি গ) ৩টি ঘ) ৬টি

৩৯। মহানবী সা: সর্বপ্রথম কাদের নিকট ঈমানের দাওয়াত দেন?

ক) দূরের আত্মীয় স্বজনদের খ) মক্কার ধনী ব্যক্তিদের

গ) নিকট আত্মীয়স্বজনদের ঘ) মক্কার শিতি ব্যক্তিদের

৪০। মক্কা থেকে হিজরত করে যাঁরা মদিনায় যান তাঁদেরকে কী বলা হয়?

ক) মুসাফির খ) আনসার গ) মুহাজির ঘ) দেশত্যাগী

৪১। ৬২৮ খ্রি. রাসূল সা : ওমরাহ পালনের উদ্দেশ্যে কতজন সাহাবিসহ মক্কা যাত্রা করেন?

ক) ৩৩৩ জন খ) ১৪১০ জন গ) ১৫০০ জন ঘ) ১৪০০ জন

৪২। প্রায় কত হাজার বছর আগে ইরাকের বাবেল শহরে হজরত ইবরাহীম আ: জন্মগ্রহণ করেন?

ক) দুই হাজার খ) তিন হাজার গ) চার হাজার ঘ) পাঁচ হাজার

.
প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা, ইনশাআল্লাহ্‌ তোমাদের কমন পড়বে,
তোমাদের কাছে আমার অনুরোধ ঠিকমত, লেখা পড়া করবেন, আর ফেইসবুকে সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
তোমরা নিজেরা জানো এবং অন্যকে জানাতে সাহায্য করো।


SHARE THIS

Author:

0 comments: